১ রানের অবিশ্বাস্য জয় নিউজিল্যান্ডের
বার বার ঝুঁকি নিয়ে জয়ের হাসি হাসছিলেন বেন স্টোকস। ওয়েলিংটনেও মুচকি হাসি ফুটে উঠেছিল ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের ঠোঁটের কোণে। কিন্তু সেটা মিলিয়ে গেল ম্যাচের পঞ্চম দিনে। যাদের শিবিরে উঁকি দিয়েছিল ধবলধোলাইয়ের শঙ্কা, সেই নিউজিল্যান্ডই শেষ দিনে পেয়েছে ১ রানের অবিশ্বাস্য এক জয়!
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সিরিজের শেষ টেস্টের শেষ দিনে জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল মাত্র ২০১ রান। হাতে ছিল ৯ উইকেট। বেসিন রিজার্ভে ক্রিকেটের জনকদের সহজ এই সমীকরণ মেলাতে দেননি নেইল ওয়েগনার (৪/৬২), টিম সাউদি (৩/৪৫) এবং ম্যাট হেনরি (২/৭৫)।
চতুর্থ ইনিংসে ইংলিশদের জয়ের লক্ষ্য ছিল ২৫৮ রান। তিন কিউই বোলারের তোপের মুখে তারা থামে ২৫৬ রানে। তাতে ফলোঅন করা টেস্টে জয়ের স্বাদ পায় নিউজিল্যান্ড। ১৪৬ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে এবং ২ হাজার ৪৯৪ টেস্টে এমন ঘটনা ঘটল চতুর্থবারের মতো। ফলোঅন করেও টেস্ট জেতা তৃতীয় দল নিউজিল্যান্ড। অপর দুই দল হলো- ইংল্যান্ড এবং ভারত।
অপরদিকে, টেস্ট ইতিহাসে দ্বিতীয়বারের মতো কোনো দল পেল ১ রানের জয়। ঐতিহাসিক জয়ে সিরিজ ১-১ সমতায় শেষ করেছে কিউইরা।
এসজি