পুসকাস অ্যাওয়ার্ড জিতলেন মার্সিন ওলেক্সি
মার্সিন ওলেক্সি, তিনি নামী-দামী কোনো ফুটবলার নয়। এমনকি বড় কোনো ক্লাবের ফুটবলারও নন। তবুও সোমবার রাতে পুসকাস অ্যাওয়ার্ড জিতলেন তিনি। কারণ অ্যাম্পুটি (শারীরিক প্রতিবন্ধী) ফুটবলার হয়েও ওলেক্সি যা করেছেন সেটা করার সক্ষমতা নেই অনেকের।
একটি পা নেই ওলেক্সির, যিনি ওয়ার্টা পোজনানের অ্যাম্পুটি ফুটবল দলের খেলোয়াড়। গত বছর পোল্যান্ডের ঘরোয়া অ্যাম্পুটি ফুটবলে স্টাল রেজেজোর বিপক্ষে বাইসাইকেল কিকে অবিশ্বাস্য গোল করেন তিনি। তাতেই বর্ষসেরা গোলের ক্যাটাগরিতে রিচার্লিসন ও দিমিত্রি পায়েতের সঙ্গী জন ওলেক্সি।
প্রথমবারের মতো অ্যাম্পিুটি ফুটবল বা কোনো পোলিশ খেলোয়াড়কে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়। ইতিহাস গড়ে নাম লেখানোর পর এবার পুসকাস অ্যাওয়ার্ড জয়ের আরেক ইতিহাস করলেন ওলেক্সি।
প্যারিসের পুরস্কার বিতরণী মঞ্চে তিনি বলেছেন, ‘এই পুরস্কারটি পাওয়ার কল্পনা করাও আমার পক্ষে কঠিন। অথচ এখানে আমি বিশ্বের সেরা গোলের জন্য এই পুরস্কারটি গ্রহণ করার জন্য আপনাদের সামনে দাঁড়িয়ে আছি।’
এসএন