উৎসবের রাতেও পেলেকে স্মরণ করল সবাই
উৎসবের রাতে পেলেকে ভুলে যায়নি ফিফা। বরং অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত ব্রাজিলিয়ান কিংবদন্তিকে স্মরণ করা হয়। শুধু কিছু শব্দে দায় সারেনি বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা। পেলেকে বিশেষ স্বীকৃতিস্বরূপ ট্রফি উৎসর্গ করেছে তারা, যা গ্রহণ করেছেন তার স্ত্রী মার্সিয়া আওকি।
প্যারিসের মঞ্চে আওকিতে ডাকেন সাবেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রোনালদো। পেলের স্ত্রী মঞ্চের দিকে পা বাড়াতে করতালিতে মুখরিত হয়ে উঠে গোটা হল। তখন বুঝতে বাকি ছিল না যে ফুটবলের রাজার প্রতি কতটা শ্রদ্ধা ও ভালোবাসা সবার হৃদয়ে।
সোমবার ফিফা অ্যাওয়ার্ড নাইটে পেলের ক্যারিয়ারের কিছু দারুণ মুহূর্তও তুলে ধরা হয় বড় পর্দায়। এরপরই বিশেষ ট্রফি দেওয়া হয় আওকিকে। বিশেষ এই সম্মাননা পাওয়ার পর তিনি বলেন, ‘ফিফার এই শ্রদ্ধাঞ্জলি পাওয়া সত্যিই অনেক বড় সম্মানের।’
গত ডিসেম্বরে ৮২ বছর বয়সে মারা যান পেলে। কিংবদন্তি এই ফুটবলারের স্মরণে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো বলেছেন, ‘পেলে সম্পর্কে আমরা কী বলতে পারি? এক কথায়, পেলেই ফুটবল। আমরা তাকে হারিয়েছি, আমরা তাকে অনেক মিস করি কিন্তু পেলে চিরন্তন।’
এসএন