এমিলিয়ানো মার্টিনেজের আদর্শ মা-বাবা
এমিলিয়ানো মার্টিনেজ এখন বিশ্বের সেরা গোলরক্ষক। তাকে শ্রেষ্ঠ ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের গভর্নিং বডি। বড় এই প্রাপ্তির পর আবেগপ্রবণ হয়ে পড়েন আর্জেন্টাইন গোলরক্ষক। ভেজা চোখের পানি কোনো রকমে আড়াল করে ভারী কণ্ঠে জানান, তার আদর্শ মা-বাবা।
শৈশবের স্মৃতি সুখকর নয় মার্টিনেজের। তার বেড়ে উঠা মা-বাবার কষ্টের জীবন দেখে। সোমবার সুখের দিনে পুরোনো সেই দুঃখের কথা স্মরণ করেন ৩০ বছর বয়সী গোলরক্ষক।
মার্টিনেজ বলেন, ‘লোকেরা আমাকে জিজ্ঞেস করে ছোটবেলায় তুমি কোন গোলরক্ষকের মতো হতে চেয়েছিলে? আমি আমার মাকে দিনে আট ঘণ্টা ভবন পরিষ্কার করতে দেখেছি, আমি আমার বাবাকে অনেক পরিশ্রম করতে দেখেছি- তারাই আমার আদর্শ।’
বড় মঞ্চে বড় সাফল্যের পর ক্লাব, জাতীয় দল ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুল করেননি মার্টিনেজ। তিনি বলেছেন, ‘আমার পরিবার আমাকে অনেক সমর্থন করেছে, অ্যাস্টন ভিলা এবং আর্জেন্টিনার মানুষও। জাতীয় দলে খেলাটা আমার জীবনের স্বপ্ন ছিল।’
এসএন