শ্রেষ্ঠত্বের মুকুট পেল আর্জেন্টিনার ভক্তরা
লিওনেল মেসির হাতে একটিবার বিশ্বকাপ ট্রফি দেখতে কম গলা ফাটাননি আর্জেন্টাইন ফুটবলপ্রেমীরা। বৃথা যায়নি তাদের সেই সমর্থন। ভক্তদের বিশ্বকাপ ট্রফি উপহার দিয়েছেন আর্জেন্টিনার প্রাণভোমরা। এবার ফিফার স্বীকৃতিও পেলেন আর্জেন্টিনার ভক্তরা।
সেরা ভক্ত ক্যাটাগরিতে ছিল আর্জেন্টিনা ও জাপানের সমর্থকরা এবং ফুটবলপাগল আবদুল্লাহ আল সালমি। এই ভক্তের ফুটবলকে ঘিরে এতটাই উন্মাদনা যে ১ হাজার ৬০০ কিলোমিটার পথ হেঁটে জেদ্দা থেকে কাতার এসেছিলেন বিশ্বকাপ উপভোগ করতে।
জাপানিজ ভক্তরা তালিকায় রয়েছে তার উদার মানসিকতা দেখিয়ে। বিশ্বমঞ্চে দলের হারে হৃদয়ে তাদের রক্তক্ষরণ হলেও বিদায়ের আগে স্টেডিয়ামের গ্যালারি পরিষ্কার করতে ভুলেননি তারা। আর আজেন্টিনার ভক্তরা কাতার কিংবা নিজ দেশ, যেখানেই পেরেছে উৎসবে মেতেছে।
কাতারে যেমন আর্জেন্টিনা পেরেছে, ফিফা অ্যাওয়ার্ড নাইটে তাদের ভক্তরা পেরেছে। জাপান ও ফুটবলপাগল সালমিকে ছাড়িয়ে হয়েছে শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছে আর্জেন্টিনার ভক্তরা।
এসএন