বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | ১৩ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

সাকিব-তামিম দ্বন্দ্ব প্রকাশ নয়, সমাধান করা উচিত ছিল বিসিবি সভাপতির

একটি বহুল প্রচারিত বিজ্ঞাপন আছে, ‘ঘরের খবর পরে জানল কেমনে’। এই ঘরের খবর নিজেরা না জানালে পরে জানার সাধ‌্য নেই। সাকিব আল হাসান-তামিম ইকবালের দ্বন্দ্ব প্রকাশ্যে এনে সেই কাজটি করেছেন স্বয়ং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ঘরের কর্তা যখন এরকম কাজটি করেন, তখন তা নিয়ে আলোচনা-সমালোচনাতো হবেই। কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে অন্দরমহলের খবর বিসিবির প্রধান কর্তা হয়ে এভাবে বলাটা কতটা যুক্তিসংগত হয়েছে?

অনেকেই মনে করছেন সাকিব-তামিম দ্বন্দ্ব যতটা না দলের ক্ষতি করেছে বা দলের উপর প্রভাব ফেলছে, বিসিবির সভাপতির প্রকাশ‌্যে আনায় তার চেয়ে আরও বেশি ক্ষতি করবে। দলের উপর বাজে প্রভাব পড়বে। কেউ কেউ বলছেন, এটি বিসিবি সভাপতির ‘বেফাঁস’ মন্তব‌্য। আবার কেউ বলেছেন এটি আর নতুন কী। এর আগেও তিনি এরকম সিনিয়রদের নিয়ে কথা বলতে গিয়ে ভেতরের খবর বাইরে নিয়ে এসেছেন। আবার কেউ বলছেন, ইংল‌্যান্ড সিরিজকে একেবারে সামনে রেখে তার এরকম বলাটা মোটেই সঠিক হয়নি। ইংল‌্যান্ড সিরিজের গুরুত্বই আড়াল পড়ে গেছে! তার দায়িত্বজ্ঞান নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ।

সাকিব-তামিম দ্বন্দ্ব নতুন কিছু নয়। বেশ কয়েক বছর থেকেই এটি চলে আসছে। এটি কম-বেশি বিসিবি, টিম ম‌্যানেজমেন্ট এবং দল সংশ্লিষ্ট অনেকেই অবগত। কিন্তু বিসিবি সভাপতি এমন একসময় বিষয়টি প্রকাশ‌্যে এনেছেন, যখন চন্ডিকা হাথুরুসিংহেকে দ্বিতীয় মেয়াদে এনে আগের মতো করে সাফল‌্য পেতে শুরু করার অপেক্ষায়। আবার ঘরের মাঠে কড়া নাড়ছে ইংল‌্যান্ডের বিপক্ষে সিরিজ। তার এ বক্তব‌্য বাংলাদেশের গোট দলের মনোজগতকে সিরিজ থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে। ইংল‌্যান্ড সিরিজকে সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে সফরকারী দলের অধিনায়ক জস বাটলার খেলা নিয়ে কথা বললেও বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবালকে এ বিষয়ে দিতে হয়েছে বেশ কিছু প্রশ্নের জবাব। এমনকি সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছিলেন, এ বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে যে কথা উঠবে তা তিনি জানতেন। সেজন‌্য তিনি আগের দিন (শনিবার) রাত থেকে এ নিয়ে প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। এভাবেই অনাহুত পরিস্থিতি মোকাবিলা করতে দলের অধিনায়ককে খেলার বাইরে ছিটকে যেতে হয়েছে।

সাকিব-তামিমদের মেন্টর ও ক্রিকেট কোচ নাজমুল আবেদীন ফাহিম বিসিবির সভাপতির এরকম বক্তব‌্যকে মোটেও সমর্থন করেননি। তিনি মনে করেন, তার এরকম বক্তব‌্য সমস‌্যার সমাধান না করে আরও বৃদ্ধি করবে। তিনি বলেন, ‘একটা দলের ভেতর এরকম সম‌স‌্যা থাকলে সেটাকে ভেতরে রেখেই মেরামতের চেষ্টা করার প্রয়োজন। এটাকে প্রকাশ করে আরও সমস‌্যা বাড়িয়ে দেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া। বিভিন্ন মহলে এটা নিয়ে কথা হবে। এমনও কথা আসবে যেগুলো আসলে সত‌্যি না। আরও দূরত্ব তৈরি করবে। এটা শুধু ওদের দুইজনের মাঝে না, দলের অন‌্যদের মাঝেও প্রভাব ফেলবে। এটা আসলে একটা দলের জন‌্য ভালো না। আমরা যারা দলের কাছাকাছি থাকি তাদের কাজ হলো দলের সবাই কতটা কাছাকাছি থাকে একটা ভালো ম‌্যানেজমেন্ট একটা দলের জন‌্য খুবই গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘ব‌্যক্তিগত সমস‌্যা থাকতেই পারে। শুধু ক্রিকেটারদের নয়, যেকোনো অফিসেই এক সহকর্মীর সঙ্গে আরেক সহকর্মীর এরকম সমস‌্যা হতে পারে। তাই বলে কি তারা অফিসের কাজ করে না? এখানে একজনতো আরেক জনের ক্ষতি চাচ্ছেন না। পারফরম‌্যান্সের ব‌্যাপারটা যখন আসবে তখন সবাই তার সেরাটা দেওয়ারই চেষ্টা করবে। দলের চিন্তা করবে।’

জাতীয় দলে সাকিব-তামিমের অবদানের কথা উল্লেখ করে নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘ওরা ১৫-১৬ বছর ক্রিকেট খেলতেছে। ওদের খেলার উপরই কিন্তু বাংলাদেশের ক্রিকেট আজ এখানে দাঁড়িয়ে আছে। তাই এটা ভাবার কোনো কারণ নেই নিজেদের সমস‌্যার কারণে ওরা দলের ক্ষতি করবে। আমি এরকম একদমই চিন্তা করি না। এটা এভাবে বলে সমস‌্যা কমানোর রাস্তাটা ডিফিকাল্ট হয়ে গেল।’

বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু বিসিবির সভাপতির এ বক্তব‌্যকে সরাসরি ‘ইম্যাচিউরড’ বলে মন্তব‌্য করেন। তিনি বলেন, ‘এটি ইম্যাচিউরড কাজ। ড্রেসিংরুমে যদি সমস‌্যা থেকেই থাকে, তখন সভাপতিই বলবেন এটা চাপাও। আমরা ভেতরে ভেতরে এটা সমাধানের চেষ্টা করি। কী সমস‌্যা হয়েছে আমরা দেখি। এটাতো ভেতরেই থাকবে। এটা ফাঁস করে দেওয়া দলের জন‌্য চরম ক্ষতিকর বিষয় হয়ে দাঁড়িয়েছে। টুকটাক সমস‌্যা থাকলে বসে ঠিক করে দেবেন। অভিভাবক হিসেবে বোর্ড আছে। তারা এটা হ‌্যান্ডেল করবে। কিন্তু তা না করে প্রকাশ‌্যে আনার ফলে মানুষ এ থেকে ফায়দা নেবে। এটা দলের প্রতি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। খেলোয়াড়দের ভেতর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। আমরা এটা চাই না।’

সাকিব-তামিমের ঘনিষ্ঠতা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি যতটুকু জানি তারা দুইজন ঘনিষ্ঠ বন্ধু। এর থেকে ক্লোজ ফ্রেন্ড আর হয় না। টুকটাক সমস‌্যা থাকতে পারে। কিন্তু প্রেসিডেন্ট সাহেব এভাবে বলে ভুল করছেন। এটা মিডিয়াতে কেন আনলেন? এটা টোটালি একটা আনপ্রফেশনাল কাজ হয়ে গেছে ইংল‌্যান্ড সিরিজকে সামনে রেখে। এর আগেও তিনি সিনিয়রদের অবসর নিয়ে মন্তব‌্য করেছেন। আসলে এসব কথা থেকে উনি আমাদের বিরত রাখবেন। আমাদের বলতে আমি বুঝাতে চাচ্ছি আমরা যারা বোর্ডের বাইরে আছি। তিনি বলে বিষয়টিকে আরও জটিল করে তুলেছেন।’

নাজমুল হাসান পাপনের এরকম কথা নিয়ে বিব্রত বিসিবির একাধিক পরিচালকও। কিন্তু ইচ্ছে থাকলেও তারা এ নিয়ে কিছু বলতে পারছেন না। আবার কেউ কেউ সাহস করে তাকে মিডিয়াতে কথা বলার জন‌্য একটু হিসেব করে বলার পরামর্শও দিয়ে থাকেন। কিন্তু তিনি কোনো কথাই শুনেন না বলে জানানো হয়। অতীতের মতো এবারও সাকিব-তামিম ইস‌্যু নিয়ে তারা ব্রিবত।

নাম প্রকাশ না করার শর্তে এক ক্লাব সংগঠক বলেন, ‘তিনি এরকম বেফাঁস মন্তব‌্য এর আগেও একাধিকবার করেছেন। এটা তার জন‌্য নতুন কিছু নয়। সাকিব-তামিমের দ্বন্দ্ব আমরা যারা ক্রিকেটের সঙ্গে জড়িত সবাই কম-বেশি জানি। এটি নতুন নয়। বেশ কয়েক বছর হয়ে গেছে। তিনি অভিভাবক হিসেবে সমাধান না করে মিডিয়াতে প্রকাশ করে দিলেন। আমার মনে হচ্ছে এই বলার মাঝে অন‌্য কোনো ঘটনা আছে। হতে পারে এটি হাথুরুসিংহের কোনো প্রেসক্রিপশন। দল ভালো করতে না পারলে এই সমস‌্যা সামনে এনে সিনিয়রদের উপর চাপিয়ে দেওয়া হবে। তাদের সরিয়ে দেওয়ার রাস্তাও তৈরি করা হতে পারে। বোর্ড সভাপতি যে সাকিব-তামিমের দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন তুলে এটিকে সামনে নিয়ে এসেছেন, তার পরিচালকদের মাঝে এরকম সমস‌্যা নেই? তাদের এই সমস‌্যা ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করছে। এটা তাহলে তিনি প্রকাশ করুন।’

এমপি/এসজি

Header Ad
Header Ad

ছাত্রদের নতুন দল থেকে সরে দাঁড়ালেন নাগরিক কমিটির জুনায়েদ ও রিফাত

আলী আহসান জুনায়েদ (বামে) ও রাফে সালমান রিফাত। ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের নতুন রাজনৈতিক দল গঠন এখন কেবল ঘোষণার অপেক্ষায়। আগামী ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) আত্মপ্রকাশ করতে যাচ্ছে দলটি। তবে নতুন এই দলটিতে থাকছেন না জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে এমনটাই জানিয়েছেন তারা। আলী আহসান জুনায়েদ বর্তমানে চীন সফরে রয়েছেন দেশটির কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে। তার চীন সফর নিয়ে আপত্তি উঠে নাগরিক কমিটিতে। গত সোমবার এ বিষয়ে একটি বিবৃতিও দেয় সংগঠনটি।

জানা গেছে, নতুন রাজনৈতিক দলের সদস্যসচিব পদ নিয়ে আলী জুনায়েদের সঙ্গে নাগরিক কমিটির নেতাদের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। তার অনুসারীরা তাকে এ পদে দাবি করলেও আরেকটি অংশ নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেনকে চান।এ নিয়ে টানাপোড়েন চলে নাগরিক কমিটিতে।

আলী আহসান জুনায়েদ তার ফেসবুক পোস্টে বলেন, ‘আগামী ২৮ ফেব্রুয়ারি তরুণদের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দলটি আসছে, সেখানে আমি থাকছি না। সে কথা আমি আরও সপ্তাহখানেক আগেই জানিয়েছি দলের নেতাদেরকে।’

তিনি বলেছেন, ‘বৃহত্তর ঐক্যের স্বার্থে ও জাতির নজর নতুন দলের ওপর নিবদ্ধ রাখতে নীরবতা বেছে নিয়েছিলাম। কিন্তু চারপাশের গুঞ্জন থামছে না। তাই স্পষ্ট করে রাখছি। দেখুন, আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য অভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের নেতৃত্বে রাজনৈতিক দল দেশের স্বার্থেই প্রয়োজন।’

‘নতুন এই রাজনৈতিক দলের প্রতি আমার দোয়া ও শুভকামনা রইলো’ উল্লেখ করে তিনি লিখেছেন, ‘জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সততা ও ন্যায়ের পথ থেকে বিচ্যুত না হোক এই দল। দুর্নীতির সকল সুযোগ বন্ধ করে নতুন ধারার রাজনৈতিক সংস্কৃতি চালু হোক এই দলে।’

তিনি আরও লিখেছেন, ‘বারবার বলার পরও যদিও হয়নি, তবুও চাই গণতান্ত্রিক প্রক্রিয়ার যথাযথ অনুসরণ ও ইনক্লুসিভনেস এই দলের বৈশিষ্ট হোক। দুঃখজনক বাস্তবতার মুখোমুখি হওয়ার পরও ট্যাগিং ও ট্যাবুর রাজনীতি থেকে মুক্ত হয়ে নতুন ধারার রাজনীতি এই দলের মাধ্যমে শুরু হোক এই প্রত্যাশাই করি। আশা করি, অভ্যুত্থানের সময়ে আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সহযোগিতার সম্পর্ক ছিল, নতুন রাজনৈতিক পথচলায়ও আমাদের পারস্পরিক এই সম্পর্ক ও শ্রদ্ধাবোধ অপরিবর্তিত থাকবে।’

সবশেষে ‘নতুন দল, নাহিদ ইসলাম এবং নব নেতৃত্বের জন্য শুভকামনা রইল’, লিখেছেন আলী আহসান জুনায়েদ।

এদিকে জুনায়েদের ফেসবুক পোস্ট শেয়ার করে রাফে সালমান রিফাত লিখেন, ‘২৮ তারিখে ঘোষিত হতে যাওয়া নতুন রাজনৈতিক দলে আমিও থাকছি না। তবে আমার রাজনৈতিক পথচলা থেমে থাকবে না। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক সম্ভাবনার যে জোয়ার তৈরি হয়েছিল তাতে শর্ট টার্মে খুব ভালো কিছু পাওয়ার প্রত্যাশা রাখি না আপাতত।’

‘কিন্তু একই সঙ্গে এটাও মনে রাখি যে, রাজনীতি একটা লম্বা রেইস। ধৈর্য নিয়ে লম্বা সময়ের জন্যই আমাদেরকে এই রেইসে টিকে থাকতে হবে। আমরা নতুন সেই বাংলাদেশের প্রত্যাশি যেটা হবে সত্যিকার অর্থেই ডেমোক্রেটিক, ইনক্লুসিভ, বৈষম্যহীন এবং আধিপত্য মুক্ত’, লিখেছেন রাফে।

তিনি আরও লিখেছেন, ‘ঐক্যবদ্ধতা ও মধ্যমপন্থাই হবে আমাদের শক্তি। দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিহাদ চলবে। আঞ্চলিক আগ্রাসনের বিরুদ্ধেও আমাদের লড়াই চলবে। বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য আমরা জান দিয়ে লড়ব। নতুন দলের জন্য দোয়া এবং শুভকামনা রইল।’

Header Ad
Header Ad

‘শুধু রণাঙ্গণের যোদ্ধারাই হবেন মুক্তিযোদ্ধা, বাকিরা মুক্তিযুদ্ধের সহযোগী’

১৯৭১-এর ‍মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। ছবি: সংগৃহীত

১৯৭১ সালে যারা রণাঙ্গণে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করেছেন শুধু তারাই মুক্তিযোদ্ধার মর্যাদা পাবেন। অন্যান্য যারা দেশ-বিদেশ থেকে স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করার প্রয়াসে সংগঠকের ভূমিকা পালন, বিশ্বজনমত গঠন, কূটনৈতিক সমর্থন অর্জনে কাজ করেছেন তারা হবেন ‘‘মুক্তিযুদ্ধের সহযোগী’’।

গণমাধ্যমকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।

তিনি বলেন, ‘বর্তমান আইনের সংজ্ঞায় সরাসরি যুদ্ধে অংশ নেননি এমন আট ধরনের ব্যক্তি ও পেশাজীবীদের বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, পরিবর্তন আনার জন্য ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০২২’ সংশোধন করে অধ্যাদেশ করা হচ্ছে। ইতোমধ্যে 'জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫'র খসড়া করে এ বিষয়ে অংশীজনদের মতামতও নেওয়া হয়েছে। খসড়াটি মার্চের প্রথম সপ্তাহে উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে।

সনদধারী অমুক্তিযোদ্ধাদের অপসারণের জন্য মুক্তিযোদ্ধাদের দাবি রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এজন্য জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনে আমরা কিছু সংশোধন আনতে চাচ্ছি। বড় ধরণের সংশোধন আসবে মুক্তিযোদ্ধাদের সংজ্ঞার ক্ষেত্রে।’

উপদেষ্টা বলেন, ‘যারা রণাঙ্গনে সারাসরি যুদ্ধ করেছেন এবং যারা নানা আঙ্গিকে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছে। বিদেশে জনমত গঠন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে, প্রশাসনিক দায়িত্বে মুজিবনগরে নানান পর্যায়ে যারা কাজ করেছে সবাইকে আলাদা করা হচ্ছে। সংশোধিত আইন অনুযায়ী, সরাসরি রণাঙ্গণে সশস্ত্র যুদ্ধ করেছেন- তারা হবেন মুক্তিযোদ্ধা। আর যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন- তারা হবেন মুক্তিযুদ্ধের সহযোগী।’

তিনি বলেন, ‘ভাতা কিংবা সুযোগ সুবিধা নিয়ে কোনো আপত্তি কারো নেই। শুধু যারা রণাঙ্গণে সরাসরি যুদ্ধ করেছেন- তাদের স্ট্যাটাসটাই (উপাধি) যাতে মুক্তিযোদ্ধা থাকে।’

উপদেষ্টা বলেন, ‘বিভিন্ন মুক্তিযোদ্ধাদের সংগঠন আমার সঙ্গে কথা বলতে এসেছিল। তাদের মধ্যে প্রবল একটা আপত্তি যে, যারা রণাঙ্গণে সশস্ত্র যুদ্ধ করেছে তাদের সঙ্গে অন্যদের যাতে একই ক্যাটাগরিতে বিচার না করা হয়। আমিও তো তাদের মতো সেই রকম যোদ্ধা। আমি মনে করেছি তাদের এ দাবিটা অনেক ন্যায্য। কারণ, আমি নিরাপদে থেকে সহযোগিতা করেছি, বাংলাদেশের স্বাধীনতার জন্য নানানভাবে কাজ করেছি। এটাও কম গুরুত্বপূর্ণ কাজ নয়। তবে সেটা সেভাবেই সংজ্ঞায়িত হওয়া উচিত, সেটা সেভাবেই নির্ধারিত হওয়া উচিত।’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন দেশে জীবিত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ৯১ হাজার ৯৯৮ জন। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) অনুযায়ী, এখন পর্যন্ত গেজেটভুক্ত মোট মুক্তিযোদ্ধার সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ৪৭৬ জন।

Header Ad
Header Ad

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির আয়োজনে আন্তর্জাতিক ছাত্র সম্মেলন

ছবিঃ ঢাকাপ্রকাশ

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ইংরেজি বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী “ইন্টিগ্রেটিং ইন্টারডিসিপ্লিনারিটি ইনটু ইংলিশ স্টাডিজ” শীর্ষক আন্তর্জাতিক ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গত ২২ ও ২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অনলাইনে আয়োজিত এই সম্মেলনে দেশি-বিদেশি প্রায় ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সম্মেলনের ১৩টি অধিবেশনে গবেষণাভিত্তিক আলোচনা ও উপস্থাপনা অনুষ্ঠিত হয়।

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. তানিয়া হোসেন, সহকারী ডিন, ওয়াসেদা ইউনিভার্সিটি, জাপান। তিনি শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী হতে উৎসাহিত করেন এবং ইংরেজি অধ্যয়নকে বহুমাত্রিক করার ওপর গুরুত্বারোপ করেন। সম্মেলন উদ্বোধন করেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. ফারাহনাজ ফেরোজ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মনিরুজ্জামান, রেজিস্ট্রার মোহাম্মদ আবদুল মতিন এবং ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও সম্মেলনের আহ্বায়ক প্রফেসর ড. সায়মা আরজু। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষাবিদরা বিভিন্ন সেশনের সভাপতিত্ব করেন এবং আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের গবেষণামূলক চিন্তাধারার বিকাশে ভূমিকা রাখেন।

এই সম্মেলন ইংরেজি অধ্যয়নের পাশাপাশি বহুমুখী জ্ঞানচর্চার গুরুত্ব তুলে ধরতে শিক্ষার্থীদের জন্য একটি অনন্য সুযোগ তৈরি করেছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ছাত্রদের নতুন দল থেকে সরে দাঁড়ালেন নাগরিক কমিটির জুনায়েদ ও রিফাত
‘শুধু রণাঙ্গণের যোদ্ধারাই হবেন মুক্তিযোদ্ধা, বাকিরা মুক্তিযুদ্ধের সহযোগী’
স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির আয়োজনে আন্তর্জাতিক ছাত্র সম্মেলন
৬ মাসে যেভাবে অর্থনীতি কামব্যাক করেছে সেটা মিরাকল: প্রেস সচিব
নতুন তথ্য উপদেষ্টা হচ্ছেন মাহফুজ আলম
টাঙ্গাইলে শিক্ষা সফরের ৪ বাসে ডাকাতি, বাঁধা দেওয়ায় শিক্ষকসহ দুইজনকে মারধর
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তিতে সম্মত ইউক্রেন  
ছোট অপরাধ বাড়লেও কমেছে বড় অপরাধ: আসিফ মাহমুদ  
নায়িকার মামলায় জাজের আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা  
মধুর ক্যান্টিনে বিকেলে যাত্রা শুরু করবে সমন্বয়কদের নতুন ছাত্রসংগঠন
১৩ মার্চ ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব  
গোল উৎসবে নিষ্প্রাণ বার্সার রক্ষণ, সেমিফাইনালের প্রথম লেগ ড্র
ইসরায়েলি কারাগারে কমপক্ষে ৫৯ ফিলিস্তিনি বন্দির মৃত্যু  
পল্টনের জামান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে  
ভোরে হঠাৎ পুলিশের টহল কার্যক্রম পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা  
কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নারী নিহত
নওগাঁয় যৌথ বাহিনীর টহল সন্দেহ হলেই করা হচ্ছে জিজ্ঞাসাবাদ
সরকারের কারও কারও বক্তব্যে অস্থিরতা তৈরি হচ্ছে: তারেক রহমান
বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আটক ৪
জুলাইয়ে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় আসবে পাকিস্তান