বিশ্বকাপ মাতিয়ে আইপিএলে নেতৃত্ব পেলেন বেথ মুনি
সদ্য সমাপ্ত নারী বিশ্বকাপে শিরোপা ধরে রেখেছে অস্ট্রেলিয়া। শ্রেষ্ঠত্বের মুকুট অক্ষুণ্ন রাখার মিশনে তারা বিদায়ঘণ্টা বাজায় ভারতের। সেমিফাইনালে ভারতীয় মেয়েদের হারে বড় অবদান ছিল বেথ মুনির। যার ব্যাটে স্বপ্নভঙ্গ হয়েছে এশিয়ার দেশটির সেই মুনিকেই সুখবর ছিল ভারত।
নারী আইপিএলের উদ্ধোধনী সংস্করণে নেতৃত্ব পেয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার। সোমবার (২৭ ফেব্রুয়ারি) অধিনায়ক হিসেবে বিশ্বকাপ মাতানো মুনির নাম ঘোষণা করেছেন গুজরাট জায়ান্ট। সহ-অধিনায়ক বানানো হয়েছে ভারতীয় অলরাউন্ডার স্নেহ রানাকে।
বিশ্বকাপ ফাইনালেও জ্বলে উঠেন মুনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার না মানা ৭৪ রানের ইনিংসে হন ম্যাচসেরা। ভারতের বিপক্ষে সেমিতে করেছিলেন ৫৪ রান। সব মিলে ৬ ম্যাচে ৫১.৫০ গড়ে ২০৬ রানে সেরা ব্যাটারদের তালিকায় তিনে থেকে বিশ্বকাপ শেষ করেছেন তিনি।
দক্ষিণ আফ্রিকার মাটিতে শিরোপা উল্লাসের পর পরই আরেকটি সুখবর পেয়ে মুনি বলেছেন, ‘২০২৩ সালে ঐতিহাসিক নারী প্রিমিয়ার লিগের উদ্বোধনী সংস্করণে গুজরাট জায়ান্টকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি আনন্দিত।’
মুম্বাইয়ের দুই ভেন্যুতে আগামী ৪-২৬ মার্চ অনুষ্ঠিত হবে নারী আইপিএল। তৃতীয় দল হিসেবে অধিনায়কের নাম ঘোষণা করেছে গুজরাট। এর আগে নেতৃত্বের বিষয়টি স্পষ্ট করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও ইউপি যোদ্ধা। ফ্র্যাঞ্চাইজি দুটোর অধিনায়ক যথাক্রমে ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা এবং অস্ট্রেলিয়ান কিপার-ব্যাটার এলিশা হিলি। মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস এখনো তাদের অধিনায়কের নাম ঘোষণা করেনি।
এসজি