উইলিয়ামসনের সেঞ্চুরির পরও ধবলধোলাইয়ের শঙ্কায় কিউইরা
ফলো অনে জ্বলে উঠে নিউজিল্যান্ড ব্যাটাররা। চার হাফসেঞ্চুরির বিপরীতে কেন উইলিয়ামসন তুলে নেন সেঞ্চুরি। তবুও ইংল্যান্ডের বিপক্ষে ধবলধোলাইয়ের শঙ্কায় কিউইরা। এই লজ্জা এড়াতে স্বাগতিকদের প্রয়োজন ৯ উইকেট। আর জয় থেকে ২১০ রান দূরে ইংলিশরা।
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ৪৩৫ রানে ইংল্যান্ড প্রথম ইনিংস ঘোষণা করে। জবাবে নিউজিল্যান্ড ২০৯ রানে অলআউট হলে তাদের ফলো অনে নামান বেন স্টোকস। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা পায় ৪৮৩ রানের বড় পুঁজি। তাতে চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের জয়ের লক্ষ্য দাঁড়ায় মোটে ২৫৮।
সোমবার সহজ লক্ষ্য তাড়ায় ১ উইকেটে ৪৮ রানের সংগ্রহ নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করেছে সফরকারী দল। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আজ বেন ডাকেট (২৩) এবং ওলি রবিনসনের (১) ব্যাটে পঞ্চম দিনের খেলা শুরু করবে ইংল্যান্ড। এর আগে মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্ট ২৬৭ রানে জিতেছিল তারা।
ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিনে লড়াইয়ে ফেরার আভাস দিয়েছিল নিউজিল্যান্ড। রবিবারের খেলা শেষ করেছিল ৩ উইকেটে ২০২ রানে। চতুর্থ দিনে দ্রুতই থামেন হেনরি নিকোলস (২৯)।
উইলিয়ামসন গড়েন ইতিহাস। ২৯তম টেস্ট সেঞ্চুরি হাঁকানোর পথে এই ফরম্যাটে দেশের জন্য সর্বোচ্চ রান সংগ্রাহক বনে গেছেন তিনি। পেছনে ফেলেছেন রস টেলরকে।
এদিন উইলিয়ামসন থামেন ১৩২ রানে। হাফসেঞ্চুরি আসে ড্যারিল মিচেল (৫৪) এবং টম ব্লান্ডেলের (৯০) ব্যাট থেকে। তৃতীয় দিনে হাফসেঞ্চুরি করেছিলেন টম লাথাম (৮৩) এবং ডেভন কনওয়ে (৬১)। কিন্তু এই পাঁচজনের ব্যাটেও হারের শঙ্কা উড়িয়ে দিতে পারেনি নিউজিল্যান্ড।
এমএমএ/