ঢাকায় এসেই অনুশীলনে সাকিব
এটা যেন অনেকটা নিয়মেই পরিণত হয়ে গেছে। কোনো সিরিজ বা আসরকে সামনে রেখে জাতীয় দল অনুশীলন করবে, আর সেখানে পরে এসে অনুশীলনে যোগ দেবেন সাকিব আল হাসান।
অতীতের ন্যায় এবারও তার ব্যত্তয় ঘটেনি। দ্বিতীয় মেয়াদে হাথুরুসিহের অধীনে জাতীয় দলের অনুশীলন শুরু হয়েছে কয়েকদিন আগে। কিন্তু সবাই যোগ দিলেও সাকিব ছিলেন অনুপস্থিত। তার অনুপস্থিতির কারণ ছুটিতে থাকা।
বিপিএল শেষ করেই সাকিব চলে গিয়েছিলেন পাকিস্তান পিএসএল খেলতে। সেখানে পেশওয়ার জালমির সঙ্গে তার ৫ ম্যাচ খেলার চুক্তি ছিল। কিন্তু ১ ম্যাচ খেলেই তিনি পারিবারিক কারণে চলে যান যুক্তরাষ্ট্র।
এর মাঝে হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিতে বাংলাদেশে চলে আসেন ২০ ফেব্রুয়ারি। আসার ২ দিন পর ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে অনুশীলনও শুরু করে দেন। ইংল্যান্ড দলও চলে আসে বাংলাদেশে। কিন্তু সাকিবের কোনো খবর নেই।
অবশেষে সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে তিনি যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসেন। সকালে আসার পর দুপুরেই তিনি ছুটে চলে যান মিরপুরে। গিয়ে সেখানে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন।
সাকিব এমন এক সময় বাংলাদেশে এসেছেন, যখন তামিম ইকবালের সঙ্গে তার দ্বন্দ্বের বিষয়টি বিসিবি সভাপতি প্রকাশ করে দিয়ে সর্বত্র আগুনে ঘি ঢেলে দিয়েছেন। ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে রবিবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তামিমকে এ সংক্রান্ত বেশ কিছু প্রশ্নের জবাবও দিতে হয়েছে।
যেখানে তামিম ইকবাল সরাসরি জানিয়েছেন, মাঠের খেলায় সাকিবের সঙ্গে তার কোনো সমস্যা নেই। এখন দেখার বিষয় সাকিব এ নিয়ে কী বলেন?
সাকিব মাঠে আসেন আনুমানিক বেলা ২টার দিকে। আসার পর তিনি ড্রেসিং রুমে চলে যান। সেখানে কিছু সময় কাটানোর পর তিনি মিরপুর একাডেমি মাঠে যান নেট অনুশীলন করার জন্য। কোচ হাথুরুসিংহের সঙ্গে দেখা হয়। করেন কুশলাদি বিনিময়। সাকিব যখন একাডেমি মাঠে যান, তখন ১ নম্বর নেটে অনুশীলন করছিলন তামিম ইকবাল। পরে সাকিব ৩ নম্বর নেটে অনুশীলন করেন।
এমপি/এমএমএ/