১০ রানেই অলআউট!
মাত্র ১০ রানে অলআউট এক দল। প্রতিপক্ষ জয় নিশ্চিত করতে লাগল মোটে ২ বল। অবিশ্বাস্য এই ঘটনা ঘটেছে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে। আইল অব ম্যান এবং স্পেনের মধ্যকার ম্যাচে।
রবিবার কার্টেজেনায় আইল অব ম্যানের ইনিংস গুটিয়ে যায় ৮.৪ ওভারে। তাদের ৭ ব্যাটার খুলতে পারেনি রানের খাতা। সর্বোচ্চ ৪ রান আসে জোসেফ বুরোসের ব্যাট থেকে। অপর তিন ব্যাটার আউট হন ২ রানে। অতিরিক্ত খাত থেকে যোগ হয়নি কোনো রান। তাতে কোনো রকমে ১০ রানের পুঁজি পায় আইল অব ম্যান।
টি-টোয়েন্টি ইতিহাসে এটাই সর্বনিম্ন দলীয় সংগ্রহ। ঘরোয়া টি-টোয়েন্টিতে লজ্জার রেকর্ডটি একদিন ছিল সিডনি থান্ডারের। গত বছর অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ১৫ রানে থেমেছিল তারা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বনিন্ম সংগ্রহের রেকর্ড ছিল তুরস্কের।
২০১৯ সালের ৩০ আগস্ট চেক রিপাবলিকের বিপক্ষে ২১ রানে অলআউট হয়েছিল তুরস্ক। তাদের এবং থান্ডারের লজ্জার রেকর্ড এখন এককভাবে লেখা হলো আইল অব ম্যানের নামে। তাদের সর্বনাশ করেছেন স্পেনের তিন বোলার-মোহাম্মদ কামরান (৪/৪), আতিফ মেহমুদ (৪/৬) এবং লর্ন বার্নস (২/০)।
এরপর ব্যাটিংয়ে নেমে প্রথম দুই বলে ছক্কা হাঁকিয়ে স্পেনের জয় নিশ্চিত করেন আওয়াইস আহমেদ।
এমএমএ/