অস্ট্রেলিয়া ভালো একটি তেলযুক্ত মেশিন: লুউস
স্বপ্নের ফাইনাল জেতা হয়নি দক্ষিণ আফ্রিকার। প্রোটিয়াদের অপেক্ষা বাড়িয়ে অস্ট্রেলিয়ার মেয়েরা আরও ভারী করেছে তাদের সাফল্যের ঝুলি। রবিবার কেপটাউনের নিউল্যান্ডসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বপ্নভঙ্গের পর প্রতিপক্ষের প্রশংসায় পঞ্চমুখ হলেন সুনে লুউস।
স্বাগতিক দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বলেছেন, ‘অস্ট্রেলিয়া একটি ভালো তেলযুক্ত মেশিন। তাদের পেশাদারিত্বের স্তরটি অন্য পর্যায়ের। বিশ্ব তাদের দলকে অনেক, খুব দীর্ঘ সময় ধরে দেখছে। তারা একটি কারণে সেরা। আপনি যদি তাদের কাঠামো এব পাইপলাইন দেখেন, সবকিছু সারিবদ্ধ এবং সবকিছু ঠিক আছে।’
ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ১৯ রানে হারিয়েছে মেগ ল্যানিংয়ের দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় করেছে ষষ্ঠ শিরোপা এবং টানা তৃতীয়। সাতবার ওয়ানডে বিশ্বকাপও জিতেছে অস্ট্রেলিয়ার মেয়েরা। এখন পর্যন্ত সাদা বলে মেয়েদের ২০টি চ্যাম্পিয়নশিপ হয়েছে, যার মধ্যে মাত্র ৭টি অজিরা জিততে পারেনি।
আইসিসি উইমেন্স টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার সাফল্যের হার ৬৫ শতাংশ। এমন দলের কাছে হারের পর হতাশায় আচ্ছন্ন হননি লুউস। বরং কথা দিয়েছেন তাদের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার। লুউস বলেছেন, ‘আমরা চেষ্টা করছি (অস্ট্রেলিয়ার মতো হওয়ার)। আমরা আমাদের কাঠামোর দিকে নজর দিচ্ছি। অস্ট্রেলিয়ার মতো দলকে হারানোর জন্য আমাদের আরও ভালো করে চেষ্টা করতে হবে।’
আরএ/