চ্যাম্পিয়ন হতে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৫৪
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের টানা তৃতীয় ও সব মিলিয়ে ষষ্ঠ শিরোপা জেতার লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। অষ্টম আসরে অস্ট্রেলিয়ার এটি সপ্তম ফাইনাল। অপরদিকে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার এটিই প্রথম।
কেপ টাউনের টস জিতে ব্যাট করতে নামার পর অজিদের ব্যাটিং গড়ে উঠে ওপেনার বেথ মনির ব্যাটে। তিনি খেলেন ৭৩ রানের অপরাজিত ইনিংস। এরপর দলের দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল গার্ডনারের ২৯।
বেথ মনি ও আলিসা হ্যালি উদ্বোধনী জুটিতে ৪.৫ ওভারে এনে দেন ৩৬ রান। হ্যালি ২০ বলে ১৮ রান করে ফিরে যান ক্যাপের বলে ক্লার্কের হাতে ধরা পড়ে। তিনি আউট হওয়ার পর বেথ মনি ও গার্ডনার ৪৬ রান যোগ করেন ৬.৫ ওভারে। গার্ডনার ২১ বলে ২টি করে চার ও ছক্কা মেরে ট্রায়নের বলে লুউসের হাতে ধরা পড়েন। এরপর বাকি ৮.১ ওভারে যে ৭২ রান যোগ হয় সেখানে অপর তিন ব্যাটারের অবদান ছিল ২৭। গ্রেস হ্যারিস ১০, লাননিং ১০ ও পেরি অপরাজিত থাকেন ৭ রানে। বেথ মনি ৪৪ বলে ৮ চারে হাফ সেঞ্চুরি করার পর তিনি ৫২ বলে ১ ছক্কা ও ৯ চারে ৭৩ রানে অপরাজিত থাকেন।
দক্ষিণ আফ্রিকার হয়ে মারিজান্নে ক্যাপ ৩৫ রানে নেন ২ উইকেট। একটি করে উইকেট নেন ননকুলুলেকো ও চলে ট্রায়ন।
এমপি/এসজি