‘তামিম ইকবাল একাদশ নয়, আমি জাতীয় দলের অধিনায়ক’
বিসিবি সভাপতি যেন আগুনে ঘি ঢেলে দিয়েছেন। ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে তিনি অন্দরমহলের ‘গোপন’ কথা ফাঁস করে দিয়েছেন। যা নিয়ে সরগরম ক্রিকেটাঙ্গন। ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে তাই সামলাতে হয়েছে বিসিবির কথার রেশ। নিজেই জানিয়েছেন এরকম প্রশ্ন আসবে তিনি জানতেন।
যে কারণে আগের দিন শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত থেকেই তামিম প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু এই যে তার এরকম প্রস্তুতি, এর কোনো কিছুই কিন্তু ইংল্যান্ড সিরিজের সঙ্গে সম্পৃক্ত নয়। বিসিবি সভাপতির এরকম কথা ইংল্যান্ড সিরিজ থেকে মনোযোগ কেড়ে নিয়েছে সবার। সংবাদ সম্মেলনটি তাই আর শুধু ইংল্যান্ড সিরিজেই সীমাবদ্ধ থাকেনি, মিশ্র হয়ে গিয়েছিল।
সাকিব-তামিমের বিষয়টি সংবাদ সম্মেলনে এতটাই গুরুত্ব পেয়েছিল যে বাংলাদেশ যে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে কিংবা ইংল্যান্ড চলে এসেছে, তা বোঝার কোনো উপায়ই ছিল না। ইংল্যান্ড সিরিজকে নিয়ে যখন প্রশ্ন করা হয়েছে, তখনই বোঝা গেছে বাংলাদেশ-ইংল্যান্ডের সিরিজের কথা।
সাকিব-তামিম দ্বন্দ্বের বিষয়টি জানাজানি না হলে ইংল্যান্ড সিরিজ নিয়ে থাকত অনেক প্রশ্ন। তবে সাকিব-তামিম দ্বন্দ্ব ইস্যুতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নিয়েও এসেছে প্রশ্ন। যেখানে একটি প্রশ্ন ছিল তামিমের পছন্দে তাইজুলকে দলে ফিরিয়ে আনা নিয়ে। আবার বাদ পড়েছেন নাসুম আহমেদ।
এর ব্যাখ্যা দিয়ে তামিম বলেন, ‘একটা সিলেকশন মিটিংয়ে অনেক কিছু নিয়েই আলোচনা হয়। যেখানে আমি অনেক কিছুতে সমর্থন করি, আবার দ্বিমত করি। একইভাবে নির্বাচকরাও করে থাকেন। তারপরও আমরা সবাই একটা দল। আমরা যদি ব্যর্থ হই, আমরা ব্যর্থ হব। যদি আমরা সফল হই, আমরা সফল হব। ওখান থেকে কোনো কিছু বের হয়ে আসা খুব একটা ভালো নয়।’
তাইজুলকে দলে নেওয়ার ব্যাখ্যা দিয়ে ওয়ানডে অধিনায়ক বলেন, ‘আপনি বলছেন একজন নির্দিষ্ট (তাইজুল ইসলাম) খেলোয়াড়কে নিয়ে। সত্যি বলতে আমি খুবই অবাক হয়েছি তাকে ভারতের বিপক্ষে সিরিজে না দেখে। সে গত ৩ ম্যাচে খেলে ৮ উইকেট পেয়েছে। একজন অধিনায়ক হিসেবে আমার ভাবনা খুবই সাধারণ। আমি সব সময় পারফরমার খুঁজি। আমি এমন কাউকে নেইনি কিংবা ব্যাকিং দেইনি, যিনি ৫ ম্যাচ খেলে কোনো উইকেট নেননি।’
নাসুমের বাদ পড়া নিয়ে তামিমের ব্যাখ্যা, ‘আমি বলব নাসুম খুবই ভালো করছে। সে খুব সীমিত সুযোগ পেয়েছে ওডিআই ক্রিকেটে। সেখানে সে খুবই ভালো করেছে। আর টি-টোয়েন্টিতে তো ভালোই করে চলেছে। সবারই একটা সিরিজে চিন্তা-ভাবনা থাকে, সে কী রকম বোলিং আক্রমণ চায়। তাই আমার মনে হয়েছে তাইজুল এখানে বেশি ভালো হবে। হয়তো এখানে সে ক্লিক করতে নাও পারে।’
তামিম বলেন, ‘আমি যদি ব্যক্তিগতভাবে কাউকে পছন্দ নাও করে থাকি, কিন্তু সে যদি পারফরমার হয়ে থাকে তাহলে আমি তাকে অবশ্যই দলে নেব। এটা আমার দায়িত্ব। আমি যদি তামিম ইকবাল একাদশের অধিনায়ক হই তাহলে কে আমাকে পছন্দ করে কিংবা আমি কাকে পছন্দ করি এগুলো বিবেচনা করতাম। কিন্তু আমি বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক। এখানে সেটা ম্যাটার করে না।’
এমপি/এসজি