টুর্নামেন্টের সেরা নাজমুল
ব্যাট হাতে ৩৬৬ রান, বল হাতে ১৬ উইকেট নিয়ে তালিকায় তিনে। এমন পারফরম্যান্স ঢাকা ডমিনেটরসের অধিনায়ক নাসির হোসেনের। কিন্তু তার এমন পারফরম্যান্সের পড়েও তার দল ঢাকা প্লে-অফেই যেতে পারেনি। পয়েন্ট টেবিলে সাত দলের মাঝে ছয়ে। তারপরও টুর্নামেন্টের সেরা হওয়ার লড়াইয়ে নাসিরকে অনেকেই ভেবেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই পুরস্কার পেয়েছেন সিলেট স্ট্রাইকার্সের ওপেনার নাজমুল হাসান শান্ত।
১৫ ম্যাচের ১৫ ইনিংসেই ব্যাট করে নাজমুল রান করেছেন ৫১৬। ৪টি হাফ সেঞ্চুরি আছে। স্ট্রাইকরেট ১১৬.৭৪। গড় ৩৯.৬৯। ২টি ম্যাচে ছিলেন অপরাজিত। নাজমুলের ১৫টি ইনিংস ছিল ৬৪, ৪০, ৩৮, ৩, ১৫, ৬, ৬০, ৯, ৮৯*, ১৩, ১২, ৫৭, ১৯, ৪৮ ও ৪৩ *।
নাজমুলের ৫১৬ রান বিপিএলের ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ। আগের সর্বোচ্চ রান ছিল মুশফিকুর রহিমের ৪৯১। ২০২০ সালে তিনি খুলনার হয়ে এই রান করেছিলেন।
সিলেট চ্যাম্পিয়ন হতে পারেনি ঠিক, কিন্তু খুব শক্তিশালী দল না গড়েও পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্লে-অফে খেলা, অতঃপর ফাইনালে যাওয়ার পেছনে নাজমুলের ৫১৬ রান রেখেছিল গুরুত্বপূর্ণ ভূমিকা।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়ে নাজমুল পেয়েছেন ১০ লাখ টাকা। আবার তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েও পেয়েছেন ৫ লাখ টাকা। তার এই অর্জনে পুণ্যতা আসত যদি দল চ্যাম্পিয়ন হতে পারত। এই নিয়ে নাজমুল তৃতীয়বার ফাইনালে খেলে একবারও চ্যাম্পিয়ন হতে পারেননি।
এমপি/এসজি