বিপিএলের সেরা যারা
চরম বিশৃঙ্খলা দিয়ে শুরু হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সমাপ্তি হয়েছে জমজমাটভাবে। মুকুট জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথমবারের মতো ফাইনালে উঠে আসা সিলেট স্ট্রাইকার্সকে তারা জিততে দেয়নি। পাত্তাই দেয়নি সিলেটের করা ৭ উইকেটে ১৭৫ রানকে। ৪ বল হাতে রেখেই ৭ উইকেটে ম্যাচ জিতে উৎসবে মেতে উঠে।
চ্যাম্পিয়ন কুমিল্লা জিতেছে দুই কোটি টাকা। রানার্সআপ সিলেটের ঘরে গেল এক কোটি টাকা।
কুমিল্লা সেরা হলেও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন সিলেটের বাঁহাতি ওপেনার নাজমুল হোসেন শান্ত। ১৫ ম্যাচের সবকটিতে ব্যাটিং করে রান করেছেন ৫১৬। গড় ৩৯.৫৯, স্ট্রাইকরেট ১১৬.৭৪। হাফ সেঞ্চুরি ৪টি। ফাইনালেও তার ব্যাট থেকে এসেছে ৬৪ রানের ইনিংস। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়ে শান্ত জিতেছেন ১০ লাখ টাকা। যে রান করে তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন, সেই রান ছিল টুর্নামেন্টেরও সর্বোচ্চ। তাই সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কারও জিতেছেন তিনি। যার অর্থমূল্য ছিল ৫ লাখ টাকা।
১৭ উইকেট নিয়ে সর্বাধিক উইকেটশিকারি হয়েছেন চ্যাম্পিয়ন কুমিল্লার বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। তার সমান উইকেট ছিল রংপুর রাইডার্সের হাসান মাহমুদ। তানভীরের গড় ১৭.৫৮, হাসানের গড় ২৪.৮২। তানভীরও পেয়েছেন ৫ লাখ টাকা। এ ছাড়া সেরা ফিল্ডারের পুরস্কার গেছে মুশফিকুর রহিমের কাছে। ১৫ ম্যাচের ১৪ ইনিংসে তিনি ১০টি ডিসমিসাল ও ১টি স্টাম্পিং করেন। তার ঝুলিতে ঢুকেছে ৩ লাখ টাকা।
এমপি/এসজি