শিরোপা ধরে রাখতে টস জিতে বোলিংয়ে কুমিল্লা
কুমিল্লা ভিক্টোরিয়ান্স কি টানা দ্বিতীয়বার বিপিএলের চ্যাম্পিয়ন হয়ে নিজেদের শোকেস আরও ভারী করবে? শিরোপা জেতার হালি পূর্ণ করবে? ইমরুল কায়েস কি অধিনায়ক হিসেবে তৃতীয়বার আর খেলোয়াড় হিসেবে চতুর্থবার শিরোপা জিতবেন? নাকি সিলেট স্ট্রাইকার্স দীর্ঘদিনের দীর্ঘশ্বাস দূর করে ফাইনালে খেলার যে আক্ষেপ মিটিয়েছে, তাতে পূর্ণতা দিতে জিতবে শিরোপা। উল্লাসে ভাসবে দুইটি কুঁড়ি একটি পাতার এলাকার মানুষরা।
মাশরাফি বিন মর্তুজা অধিনায়ক হিসেবে জিতবেন পঞ্চম শিরোপা? এ সবই ধাঁধা। জবাব জানা নেই কারও। সেই জবাব জানাতেই টস জিতে বোলিং বেছে নিয়েছে কুমিল্লা। এ নিয়ে সিলেটের বিপক্ষে তিন ম্যাচেই টস জিতে প্রতিবারই বোলিং বেছে নিয়েছে কুমিল্লা।
ফাইনালের আগে দুই দল তিনবার মুখোমুখি হয়েছিল। প্রতিবারই টস জয়ী হয়েছিল কুমিল্লা। আর প্রতিবারই তারা বোলিং বেছে নিয়েছিল। প্রথমবার সিলেট জিতেছিল। পরের দুইবার কুমিল্লা। কিন্তু কোনো ম্যাচই হাইস্কোরিং ছিল না। সিলেটের জেতা ম্যাচে কুমিল্লা আগে ব্যাট করে রান করেছিল ৬ উইকেটে ১৪৯। পরের দুইবার সিলেট আগে ব্যাট করে ৭ উইকেটে ১৩৩ ও ১২৫ রানে অলআউট হয়েছিল। আজকের ম্যাচে জয়-পরাজয়ের মাঝে জমজমাট হাইস্কোরিং ম্যাচ প্রত্যাশা করছেন সবাই।
দুই দলই তাদের সর্বশেষ খেলা একাদশ নিয়েই ফাইনালের মঞ্চে অবতীর্ণ হয়েছে।
সিলেট স্ট্রাইকার্স একাদশ: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুশফিকুর রহিম, নাজমুল হাসান শান্ত, তৌহিদ হৃদয়, জাকির হাসান, রুবেল হোসেন, তানজিম হাসান সাকিব, রায়ান বার্ল, থিসারা পেরেরা, জর্জ লিন্ডে ও লুক উড।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, জাকের আলী, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, মুকিদুল ইসলাম, মঈন আলী, আন্দ্রে রাসেল, সুনিল নারিন ও জনসন চার্লস।
এমপি/এসজি