ফাইনালকে সাদামাটা ম্যাচ মনে করেই খেলবেন ইমরুল
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্স তিনবার ফাইনালে উঠে তিনবারই চ্যাম্পিয়ন হয়েছে। প্রথমবার তারা চ্যাম্পিয়ন হয়েছিল মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে। সেই দলে ছিলেন ইমরুল কায়েস। এর পরের দুইবার অধিনায়ক ছিলেন ইমরুল কায়েস নিজেই। আগামীকাল (১৬ ফেব্রুয়ারি) কুমিল্লার হয়ে ইমরুল কায়েস তৃতীয়বারের মতো ফাইনালে টস করতে নামবেন।
অথচ কুমিল্লা যে ফাইনালে আসবে তা কিন্তু তাদের সূচনায় ছিল না। টানা ৩ ম্যাচে হার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। টানা ৯ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের দুইয়ে থেকে প্লে-অফে। প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা জয়ের ধারা ধরে রেখেই ফাইনালে পৌঁছে যায়। ব্যর্থতাকে পেছনে ফেলে এই পর্যায়ে আসার পর আর পেছনে ফিরে তাকাতে চান না ইমরুল কায়েস। দৃষ্টি সম্মুখের পানে। এবারও তিনি চ্যাম্পিয়ন হতে চান।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) মিরপুরে ফাইনাল ম্যাচকে সামনে রেখে ইমরুল কায়েস বলেন, ‘প্রথম তিনটা ম্যাচ আমরা হারের পর যেভাবে ফিরে এসেছি, এটা অবশ্যই আমাদের খেলোয়াড়দের কৃতিত্ব। সবাই খুব পরিশ্রম করেছে। সবাই চেয়েছে আমরা ফাইনাল খেলব। আমরা ফাইনালে আসতে পেরেছি। আশা করি ফাইনালেও আমরা একইভাবে এগোব।’
ফাইনাল হলেও ইমরুল কায়েস এটিকে আর ১০টি ম্যাচের মতোই দেখবেন। তিনি বলেন, ‘কালকে (বৃহস্পতিবার) আমরা সাদামাটা একটা ম্যাচের মতো পরিকল্পনা করেই খেলবে। যদি ভালো ক্রিকেট খেলতে পারি ভালো ফলাফল আসবে।’
ফাইনালে দুই দলের হবে এবারের আসরে চতুর্থ দেখা। লিগপর্বে দুই দল একবার করে জিতেছিল। প্রথম কোয়ারিফায়ারে আবার কুমিল্লা জিতে ফাইনালে সবার আগে জায়গা করে নেয়। শেষ দুই দেখায় সিলেটকে হারালেও ফাইনালে সিলেটকে মোটেই হালকাভাবে নিচ্ছেন না ইমরুল।
তিনি বলেন, ‘সিলেট অবশ্যই শক্তিশালী দল। সিলেটকে আমরা অবশ্যই ভালোভাবে দেখছি। তারা যেভাবে টুর্নামেন্ট শুরু করে ফাইনালে এসেছে, এটা তাদের কৃতিত্ব দিতেই হবে। খুব ভালো ক্রিকেট খেলেছে তারা। বিশেষ করে তাদের স্থানীয় ক্রিকেটার খুব ভালো ক্রিকেট খেলেছে। চ্যাম্পিয়ন হতে হলে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। তাহলেই সম্ভব চ্যাম্পিয়ন হওয়া।’
ব্যাটিং-বোালিংয়ে দুই দলই শক্তিশালী হলেও ইমরুলের কাছে দুই দলের বোলিংই এগিয়ে। তিনি বলেন, ‘দুই দলেরই বোলিং শক্তিশালী। দুই দলের বোলিং শক্তিশালী না হলে তো ফাইনালে আসতে পারত না। তবে কে বেশি শক্তিশালী তা মাঠেই প্রমাণ হবে। এখানে বলা কঠিন।’
ফাইনাল খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। শিশিরের একটা ভালো প্রভাব থাকে। যে কারণে টস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিন্তু বিপিএলের দীর্ঘ পথ চলায় ইমরুল ফাইনালে টসকে খুব একটা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন না। তিনি বলেন, ‘আমাদের দল তো সেটআপ হয়ে গেছে। আগে ব্যাটিং করি বা পরে, এটা নিয়ে আমাদের কোনো কিছু যায় আসে না। কারণ আমরা কাকে কখন বোলিং করাব এটা আসল বিষয়। শিশির থাকলে শুরুতে যে বোলিং করবে বা শেষে যে ফিল্ডিং করবে এটা আসলে পুরোটা আমাদের উপর নির্ভর করে।’
এমপি/এসজি