জোকোভিচের ভিসার আবেদন খারিজ
দ্বিতীয় বার ভিসা বাতিলের বিরুদ্ধে টেনিস তারকা নোভাক জোকোভিচের আবেদন খারিজ করে দিলেন আদালত। তবে আদালতের রায়ে জোকোভিচের অস্ট্রেলিয়াতে থাকা ও টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। কারণ ‘ব্রিজিং ভিসা’ পেলে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারবেন এই সার্বিয়ান তারকা।
রবিবার জকোভিচের মামলার নতুন করে শুনানি হয়। শুনানিতে জোকোভিচের আবেদন অযৌক্তিক বলে জানিয়ে দেয় তিন বিচারকের প্যানেল। বিচারকরা আরো জানায়, অস্ট্রেলিয়ার সার্বিক কোভিড পরিস্থিতিতে সেই আবেদন কোনও মতেই মেনে নেওয়া যায় না। তাই তাঁর আবেদন খারিজ করে দেওয়া হয়।
গত ৬ জানুয়ারি মেলবোর্নের টুলামারিন বিমানবন্দরে পা রাখেন নোভাক জোকোভিচ। এরপরই তাঁর ভিসা নিয়ে জটিলতা তৈরি হয়। কারণ করোনার টিকা না নিয়ে মেডিক্যাল প্যানেলের ছাড়পত্র তিনি কী ভাবে পেলেন তার কোনো স্পষ্ট জবাব ইমিগ্রেশন কর্তৃপক্ষে দিতে পারেননি। এর ফলে সরকারি ব্যবস্থাপনায় একটি হোটেলে বন্দিও থাকতে হয় তাঁকে। এমন পরিস্থিতিতে ফেরত পাঠানো এড়াতে অস্ট্রেলিয়ার হাইকোর্টে আবেদন করেন জকোভিচ। পরে ১০ জানুয়ারি আদালতের রায়ে জয় পান তিনি।
শুনানি শেষে আধা ঘণ্টার মধ্যে জোকোভিচকে ছেড়ে দেওয়ার আদেশ দেন বিচারক অ্যান্টনি কেলি। সেই সঙ্গে তার পাসপোর্ট এবং অন্যান্য কাগজপত্র ফেরত দিতেও বলেন তিনি।
এরপরও জোকোভিচের ভিসা বাতিলের সম্ভাবনা ছিল। কারণ ব্যক্তিগত ক্ষমতা প্রয়োগ করে যেকোনো সময় তাঁর ভিসা বাতিল করতে পারেন অভিবাসনমন্ত্রী অ্যালেক্স হক। অবশেষে এটাই বাস্তবে ঘটে। ১৪ জানুয়ারি দ্বিতীয় দফায় জকোভিচের ভিসা প্রত্যাহারের খবর জানায় অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রণালয়। অভিবাসনমন্ত্রীর মতে, ‘জকোভিচের উপস্থিতি অস্ট্রেলিয়ান সম্প্রদায়ের স্বাস্থ্যের জন্য ঝুঁকি হতে পারে।’
এসআইএইচ/