সাকিব-সুজনদের সমন্বয়ে শক্তিশালী বরিশাল ফরচুন
ফাইল ছবি
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিপিএলের অষ্টম আসর। আসন্ন এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে ছয়টি ফ্রাঞ্চাইজি। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে এবার আঁটঘাট বেধে মাঠে নামছে বরিশালের মালিকানা কেনা ফরচুন গ্রুপ। শিরোপা জয়ের লক্ষ্যে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে বরিশাল ফরচুন। সেই সঙ্গে খালেদ মাহমুদ সুজনকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দলটি।
সাকিবের পাশাপাশি নুরুল হোসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান রানা, জিয়াউর রহমানদের মতো কয়েকজন মারকুটে ক্রিকেটারকেও দলভুক্ত করেছে বরিশাল। তেমনি কোচিং স্টাফেও দারুণ ভারসাম্য তৈরি করেছে দলটি। সুজনের পাশাপাশি ব্যাটিং পরামর্শক হিসেবে দেশের প্রখ্যাত কোচ নাজমুল আবেদিন ফাহিমকে নিয়োগ দিয়েছে তারা। সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ফয়সাল হোসেন ডিকেন্স, আশিকুর রহমান মজুমদারকে।
বরিশাল স্কোয়াড
স্থানীয় ক্রিকেটার: সাকিব আল হাসান (অটো চয়েজ), নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান রানা, ফজলে মাহমুদ রাব্বি, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, শফিকুল ইসলাম, সৈকত আলি, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সালমান হোসেন, ইরফান শুকুর এবং মুনিম শাহরিয়ার।
বিদেশি ক্রিকেটার: মুজিব-উর রহমান, ক্রিস গেইল, অ্যালজারি জোসেপ, ডোয়াইন ব্র্যাভো এবং জ্যাক লিঙটট।
এসআইএইচ/