সিমন্সের পর সিলেটে ক্যারিবীয় আরেক ক্রিকেটার থমাস
বিপিএলের অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফটে এবার ভালো মানের বিদেশি ক্রিকেটার ছিল না বললেই চলে। মান সম্পন্ন বা বিশ্ব মানের যে কয়জন তারকা ক্রিকেটারদের বিভিন্ন ফ্রাঞ্চাইজি দলে ভিড়িয়েছে, তা সরাসরি যোগাযোগ করে। এক একটি দলে সর্বোচ্চ ৮ জন করে বিদেশি ক্রিকেটার নেয়ার সুযোগ থাকলেও কোনো দলই কোটা পূরণ করেনি। যে কারণে প্লেয়ার্স ড্রাফটের পরও অনেক ফ্রাঞ্চাইজি ব্যক্তিগতভাবে যোগাযোগ করে মান সম্পন্ন বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করে নিয়ে আসছেন। এ রকমই একজন হলেন ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের ক্রিকেটার লেন্ডল সিমন্স। তাকে সরাসরি দলে নিয়েছে সিলেট সানরাইজার্স। একই সঙ্গে তারা নিয়েছে মিডল অর্ডার ব্যাটসম্যান ডেভন থমাসকেও। তাকে নিয়ে ৮ জনের বিদেশি কোটা পূরণ করল সিলেট সানরাইজার্স।
হার্ড হিটার ব্যটসম্যান সিমন্স ৬৮টি আর্ন্তজাতিক ম্যাচ খেলে রান করেছেন ১৫২৭। সর্বোচ্চ রান অপরাজিত ৮১। তার স্ট্রাইক রেট ১২০.৮০। আন্তর্জাতিক ম্যাচ সব মিলিয়ে তিনি ২৮৫টি ম্যাচ খেলে রান করেছেন ৭৫৪১। একটি শতক আছে অপরাজিত ১০০ রানের। স্ট্রাইক রেট ১১৮.৯৮।
ডেভন থমাস মিডল অর্ডার ব্যাটসম্যান। আর্ন্তজাতিক টি-টোয়েন্টি ম্যাচ ৪টি খেললেও ব্যাট করার সুযোগ পেয়েছেন একটিতে। করাচিতে পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচে চারে নেমে তিনি মাত্র ২ রান করেছিলেন। সব মিলিয়ে তিনি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ১০১টি। ১১২.৯০ গড়ে মোট রান করেছেন ১৩৯১ রান।
সিলেট সানরাইজার্স দল:
তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আল আমিন হোসেন, নাজমুল ইসলাম অপু, এনামুল হক বিজয়, সোহাগ গাজী, অলক কাপালি, মুক্তার আলী, মিজানুর রহমান, নাদিফ চৌধুরী, জুবায়ের হোসেন লিখন, শফিউল হায়াত হৃদয়, দীনেশ চান্দিমাল, কেসরিক উইলিয়ামস, কলিন ইনগ্রাম, রবি বোপারা, অ্যাঞ্জেলো পেরেরা, সিরাজ আহমেদ, লেন্ডল সিমন্স ও ডেভন থমাস।