বাংলাদেশের নতুন কোচ আসছেন আজ
জাতীয় দলের দায়িত্ব সামলাবেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। ৩৭ বছর বয়সী এই কোচ আগামী এক বছর এ দায়িত্ব পালন করবেন। সেই লক্ষ্যে নতুন কোচ ঢাকায় আসছেন আজ শনিবার রাত ৮টায়।
শুরুতে নতুন স্প্যানিশ কোচের মিশন ছিল ফিফা প্রীতি ম্যাচ। ২৪ ও ২৭ জানুয়ারি ইন্দোনেশিয়ার বিপক্ষে ওই ম্যাচগুলো হওয়ার কথা ছিল। কিন্তু জাতীয় দলের খেলোয়াড়রা করোনা ভাইরাসের টিকা না নেওয়ায় বাতিল করা হয়েছে তা। তাই নতুন কোচ এসে আপাতত প্রিমিয়ার লিগের ম্যাচ দেখবেন।
জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি কাজী নাবিল আহমেদ শুক্রবার (১৪ জানুয়ারি) বলেছেন, 'ইন্দোনেশিয়ার বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি হচ্ছে না। আপাতত নতুন কোচ এসে লিগের খেলা দেখবেন। এরজন্য লিগ এগিয়ে আসতে পারে এক সপ্তাহের মতো। এ ছাড়া ৫০ জন খেলোয়াড়ের ডাটা করছি। যাদের টিকা নেওয়া হয়নি, তাদের দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে।’
আগামী মার্চে পরবর্তী ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ফলে সেটাই হবে স্প্যানিশ কোচের প্রথম অ্যাসাইনমেন্ট।
টিটি/