মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১২ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

সিলেটের অবাক করা ব্যাটিংয়ে স্টেডিয়ামে পিনপতন নীরবতা!

বিপিএলের ইতিহাসে প্রথমবারের মতো পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে নিজেদের মাটিতে খেলতে নামবে সিলেট। এ নিয়ে সিলেটবাসীর মাঝে রাজ‌্যের উচ্ছ্বাস। যারা টিকিট পেয়েছেন তারা পরিবার-পরিজন নিয়ে সদল-বলে গিয়েছেন খেলা দেখতে। যারা টিকিট সংগ্রহ করতে পারেননি, তারা ভিন্ন পন্থায় চেষ্টা করছেন স্টেডিয়ামে ঢোকার। সর্বত্রই একটা উৎসবের আমেজ। এরকম উৎসবমুখর আমেজেই টস জিততে পারেননি মাশরাফি বিন মর্তুজা। কিন্তু তাকে ব‌্যাটিংয়ে পাঠান রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান।

সিলেট আগে ব‌্যাট করবে জেনে দর্শকদের মাঝে আরেক দফা করতালি উঠে। কিন্তু শুরুটা ভালো হয়নি। দ্বিতীয় ওভারেই ভাঙন ধরে উদ্বোধনী জুটিতে। আগের ম‌্যাচে বরিশালের বিপক্ষে দ্বিতীয় ওভারেই সিলেট হারিয়েছিল ৩ উইকেট। এবার ১ উইকেট। এ আর কী? এটা হতেই পারে। পরের ওভারে নেই আরও ১ উইকেট। রান ২ উইকেটে ১২। এটাও সমস‌্যা না। কারণ দৃষ্টান্ত হয়ে আছে বরিশালের বিপক্ষে ম‌্যাচটি। ২ ওভারে ১৫ রানে ৩ উইকেট হারানোর পর সেখান থেকে নাজমুল হোসেন শান্ত ও টম মুরিসের দৃঢ়তায় সিলেট ৫ উইকেটে ১৭৩ রান করে ম‌্যাচ জিতেছিল ২ রানে। এবারও কেউ না কেউ দাঁড়িয়ে যাবে? কিন্তু না এবার আর কেউ দাঁড়াতে পারেননি। নামে ভয়াবহ ধস। যে ধসে চরমভাবে বিধস্ত হয় সিলেট। সংগ্রহ করে ৯ উইকেটে ৯২। এবারের বিপিএলে এটি দ্বিতীয় সর্বনিম্ন রান। সর্বনিম্ন রান খুলনা টাইগার্সের। ঢাকা ডমিনেটরসের বিপক্ষে তারা করেছিল ৮৪ রান।

সিলেটের দুই ওপেনার ব‌্যাট করতে নামার সময় যেখানে ছিল বাঁধভাঙা আনন্দের জোয়ার, সেখানে মুহূর্তেই নেমে আসে রাজ্যের নীরবতা। দেখে মনে হয় মৃত্যুপুরী। স্টেডিয়াম ভর্তি দর্শক। কিন্তু সবাই নিশ্চুপ! সিলেটে প্রচণ্ড শীতে রংপুরের বোলাররা উত্তাপ ছড়ালেও সিলেটবাসীর মাঝে বিরাজ করে মাইনাস তাপমাত্রা। যেন বরফে ঢাকা পড়ে আছেন তারা।

ঢাকা ও চট্টগ্রামে হাই স্কোরিং ম‌্যাচ হওয়ার পর সিলেটেও রান ফোয়ারা হবে কি না? কিংবা সিলেটের উইকেট কেমন হবে? এ নিয়ে আগের দিন বৃহস্পতিবার নানা প্রশ্ন ঘুরপাক খেয়েছে। কিন্তু সেভাবে কেউ কিছু বলেননি। শুধু উদাহরণ হিসেবে এই মাঠে অনুষ্ঠিত আগের কয়েকটি খেলাকে সামনে নিয়ে আসা হয়। যেগুলো ছিল হাই স্কোরিং। তবে তা ছিল লংগার ভার্সন ম‌্যাচ। টি-টোয়েন্টি ক্রিকেটে তা বজায় থাকবে কি না তা নিয়ে ছিল দোদুল্যমানতা। শেষ পর্যন্ত হয়ে উঠে বোলারদের রাজত্বে ভরা।

বোলারদের রাজত্ব এমনই প্রকটভাবে ফুঠে উঠে যে, আসরে সিলেটের শক্তিশালী ব‌্যাটিং লাইন গুঁড়িয়ে যায়। পেস আর স্পিনের মিলনমেলায় পরিণত হয় উইকেট। যাদের সামনে দাঁড়িয়ে সিলেট ব‌্যাটিং পাওয়ার প্লেতে সংগ্রহ করে ৫ উইকেট হারিয়ে মাত্র ১৬ রান। ক্রিজে সিলেটের ব‌্যাটসম‌্যানদের অবস্থা এতটাই নাজুক হয়ে পড়ে যে দেখে মনে হয়েছে প্রতি বলে বলেই তারা উইকেট হারাবে!

বরিশালের বিপক্ষে আগের ম‌্যাচে বিপর্যয়ের মাঝে দাঁড়িয়ে ভালো ব‌্যাটিং করায় টম মুরিসকে এবার নাজমুলের সঙ্গে ইনিংসের উদ্বোধন করতে পাঠানো হয়। কিন্তু তাকে দিয়েই শুরু হয় সিলেটের পতনের ডাক। আজমতউল্লাহ ওমজাইয়ের বলে উইকেটের পেছনে ক‌্যাচ দিয়ে ফিরে আসার পর পরের ওভারে নাজমুল হোসেন শান্তও ফিরে যান শেখ মেহেদি হাসানের শিকার হয়ে। ৯ বলে ৯ রান করলেও ইনিংসে একটি ছক্কা থাকায় আজও ভালো কিছু করার ইঙ্গিত ছিল। বরিশাল বিপর্যয়ে দুই ত্রাণকর্তা শুরুতেই আউট হয়ে যাওয়ায় পরে আর কোনো ব‌্যাটসম‌্যান দাঁড়াতেই পারেননি। শুরু হয় আসা-যাওয়ার মিছিল। মিছিলে একে একে শামিল হন তৌহিদ হৃদয় ০, মুশফিকুর রহিম ০, জাকির হাসান ০, থিসারা পেরারা ৩, ইমাদ ওয়াসিম ১। ফলে সিলেটের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ৮.৪ ওভারে মাত্র ১৮ রান।

এসময় সিলেট নিজেদের মাঠে বিপিএলের ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার লজ্জার সামনে পড়ে। বিপিএলে সর্বনিম্ন রান ৪৪। ২০১৬ সালে মিরপুরে এই রংপুর রাইডার্সের বিপক্ষে খুলনা টাইটান্স ১০.৪ ওভারে ৪৪ রানে অলআউট হয়েছিল। কিন্তু সিলেটকে সে লজ্জার হাত থেকে রক্ষা করেন তানজিম হাসান সাকিব ও কাপ্তান মাশরাফি। দুইজন পাল উড়িয়ে ধরেন। রংপুরের বোলারদের গোলা সামলে তারা ধীরে ধীরে দলের রান বাড়িয়ে নিতে থাকেন। তাদের এই রান দলের ভীত মজবুত করার মতো ছিল না। কিন্তু সর্বনিম্ন রানের যে ইনিংসগুলো আছে যেমন ৪৪ রানের পর ৫৮, ৫৯, ৬৩, ৬৭, ৬৭, ৬৮, ৬৮, ৭২, ৭৪, ৭৬, ৭৯, ৭৯, ৮২, ৮৪, ৮৪, ৮৬, ৮৭-এগুলো তারা অতিক্রম করে যান। দুইজন অষ্টম উইকেট জুটিতে ব‌্যাটিং করার সময় পিনপতন নীরবতা ভেঙে সিলেটের দর্শকরা আবার আড়মোড়া ভেঙে জেগে উঠেন। মাশরাফি ও তানজিম ২টি করে ছক্কা উপহার দেন। তানজিমের ২ ছক্কার সঙ্গে ছিল ৫টি চারও। এসময় দর্শকরা বেশ উল্লাস করতে থাকেন।

মাশরাফি ও তানজিম দুইজন ৭ ওভারে যোগ করেন ৪৮ রান। ২১ বলে ২ ছক্কায় ২১ রান করে মাশরাফি হাসান মাহমুদের শিকার হলে ভাঙে জুটি। অপরপ্রান্তে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অন‌্যতম সদস‌্য সিলেটেরই সন্তান তানজিম হাসান সাকিব ছিলেন অবিচল। লড়াই করে যান একা। মোহাম্মদ আমিরকে নিয়ে নবম উইকেট জুটিতে ১৯ রান যোগ করে তিনি আউট হয়ে যান। তাকেও আউট করেন হাসান মাহমুদ। আউট হওয়ার আগে ২ ছক্কা ও ৫ চারে ৩৬ বলে করেন সর্বোচ্চ ৪১ রান।

মূলত মাশরাফি ও তানজিমের কারণে সিলেট যেখানে অল্প রানেই অলআউট হয়ে যাওয়ার কথা। সেখানে অলআউট না হয়ে ৯ উইকেটে করে ৯২ রান। ৮.৪ ওভারে ১৮ রানে ৭ উইকেট হারানোর পর বাকি ১১.২ ওভারে ২ উইকেট হারিয়ে যোগ করে ৭৪ রান।

রংপুরের পক্ষে হাসান মাহমুদ ১২ ও আজমতউল্লাহ ওমরজাই ১৭ রানে ৩টি, মেহেদি হাসান ১২ রানে ২টি ও হারিস রউফ ১৯ রানে নেন ১ উইকটে।

এমপি/এসজি

Header Ad
Header Ad

বাসে ডাকাতি ও নারীদের শ্লীলতাহানির ঘটনায় মূলহোতাসহ আরও ২ জন গ্রেফতার

ছবি : ঢাকাপ্রকাশ

চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় আরও দুইজনকে গ্রেফতার করেছে টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেফতারকৃত দুইজন হলেন- ঢাকার আশুলিয়ার ধানশোনা এলাকার পলাশবাড়ীর আলমগীর (৩৪) ও তার ছোট ভাই রাজিব হোসেন (২১)। এ নিয়ে এ ঘটনায় মোট ৫ জন গ্রেফতার হলো।

জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, আলমগীর হোসেনকে গতকাল সোমবার নেত্রকোনার পূর্বধলা উপজেলার সাধুরপাড়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়। তিনি আন্তঃজেলা ডাকাত দলের ‘মূলহোতা’।

এর আগে এই ডাকাতির ঘটনায় গ্রেফতার হওয়া শহিদুল ইসলাম ওরফে মহিদুল ওরফে মুহিত টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ হেফাজতে ৫ দিনের রিমান্ডে রয়েছেন। জিজ্ঞাসাবাদকালে তার দেওয়া তথ্যানুযায়ী গতকাল সোমবার দুপুরে আলমগীরকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে বাস ডাকাতির সময় লুট করা নগদ ৪ হাজার ২১০ টাকা ও দুইটি রুপার আংটি উদ্ধার করা হয়।

গ্রেফতার আলমগীর পুলিশকে জানান, বাসে ডাকাতির সময় লুট করা মুঠোফোন, গয়না ও ডাকাতির কাজে ব্যবহৃত ছুরি তার ছোট ভাই রাজিবের কাছে রয়েছে। পরে গত সোমবার সন্ধ্যায় আলমগীরকে সঙ্গে নিয়ে আশুলিয়ায় অভিযান চালিয়ে রাজিব হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ডাকাতি করা ১০টি মুঠোফোন, ইমিটেশনের গয়না, তিনটি ব্যাগ, তিনজন যাত্রীর জাতীয় পরিচয়পত্র এবং ডাকাতিতে ব্যবহৃত দুইটি ছুরি উদ্ধার করা হয়।

এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আলমগীরকে ৭ দিন ও রাজিবকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। আলমগীরের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। আরও বলেন, ডাকাতিকালে ধর্ষণের ঘটনার কোনো তথ্য এখনো তাদের কাছে আসেনি। তবে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। তারপরও কোনো তথ্য-উপাত্ত পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

 

ছবি : ঢাকাপ্রকাশ

গত ১৭ ফেব্রুয়ারি রাতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে গাবতলী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ইউনিক রোড রয়েলস পরিবহনের একটি (ময়মনসিংহ-ব-১১-০০৬১) চলন্তবাসে ডাকাতি ও নারীদের যৌন নির্যাতনের ঘটনা ঘটে।

এ ঘটনায় বাসের যাত্রী ওমর আলী বাদী হয়ে টাঙ্গাইলের মির্জাপুর থানায় অজ্ঞাতনামা ৮ থেকে ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ পর্যন্ত ঘটনার সাথে জড়িত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আতিকুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে মির্জাপুর থানা থেকে টাঙ্গাইলের পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

এছাড়াও নাটোরের বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। পরে তাকে জেলা পুলিশ সদর দপ্তরে সংযুক্ত হতে বলা হয়।

Header Ad
Header Ad

ভারতে ১৬৮ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দিল যোগী সরকার

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের মিরাটে ১৬৮ বছরের পুরনো একটি ঐতিহাসিক মসজিদ ভেঙে দিয়েছে যোগী আদিত্যনাথের সরকার। র‍্যাপিড রেল ট্রানজিট নেটওয়ার্ক সম্প্রসারণের অজুহাতে মসজিদটি গুঁড়িয়ে দেওয়া হয় বলে জানিয়েছে মুসলিম মিরর।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মসজিদটি ভাঙার আগে স্থানীয় মুসলিমদের তীব্র প্রতিবাদে বাধার মুখে পড়ে প্রশাসন। তবে পরে ব্যাপক পুলিশ ও নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে গভীর রাতে মসজিদটি সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেওয়া হয়।

সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, মুসলিম সম্প্রদায়ের সম্মতিতেই রেল প্রকল্পের জন্য মসজিদটি ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু মসজিদের মুতাওয়াল্লি হাজি সালেহিন জানান, ২০ ফেব্রুয়ারি প্রশাসনের সঙ্গে তাদের বৈঠক হয়েছিল, তবে মসজিদটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ হওয়ায় তারা এটি ভাঙতে পুরোপুরি সম্মত ছিলেন না।

তিনি আরও বলেন, "যোগী সরকারের চাপে পড়ে অবশেষে নতুন জায়গায় মসজিদ নির্মাণের শর্তে আমরা সরকারের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হই। আমাদের কাছে এখনো মসজিদ ও জায়গার মালিকানার দলিল রয়েছে, যেখানে প্রমাণ রয়েছে যে এটি ১৮৫৭ সালের আগেই নির্মিত হয়েছিল।"

Header Ad
Header Ad

সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন, তাই পদত্যাগ করেছি: নাহিদ

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে পদত্যাগের বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আমি মনে করেছি সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন, তাই পদত্যাগ করেছি। আমি পদত্যাগপত্র জমা দিয়েছি, সব কমিটি থেকে ইস্তফা দিয়েছি।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে পদত্যাগের বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগ পত্র জমা দেন। ছবি: সংগৃহীত


নতুন রাজনৈতিক দলে যোগ দিতেই পদত্যাগ জানিয়ে তিনি আরও বলেন, একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন। ছাত্র-জনতার পাশে থাকা প্রয়োজন। সরকারের থেকে রাজপথে আমার ভূমিকা এই সময়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেছি।

পদত্যাগ পত্র। ছবি: সংগৃহীত

এরআগে নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদে দায়িত্ব নিতে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন তথ্য ও সম্প্রচার এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগ পত্র জমা দেন তিনি।

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার)। এই দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। সেদিন বেলা তিনটায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে নতুন দলের আত্মপ্রকাশ হবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বাসে ডাকাতি ও নারীদের শ্লীলতাহানির ঘটনায় মূলহোতাসহ আরও ২ জন গ্রেফতার
ভারতে ১৬৮ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দিল যোগী সরকার
সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন, তাই পদত্যাগ করেছি: নাহিদ
নদীদূষণ রোধে সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত
জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষা দিচ্ছি কিন্তু কোয়ালিটি নেই: উপাচার্য
বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে তারেক রহমানের শোক
ঈদুল ফিতরে যেভাবে মিলবে টানা ৯ দিনের ছুটি
উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন নাহিদ
ফুটবল থেকে রাজনীতির মাঠে ওজিল, যোগ দিলেন তুরস্কের ক্ষমতাসীন দলে
ব্যান্ডউইথ সেবায় ভারত নির্ভরতা কমছে, সাশ্রয় ৬০ কোটি টাকা
তৎকালীন বিডিআর সদস্যরা হত্যাকাণ্ড ঘটিয়েছে, আর কোন কথা হবে না: সেনাপ্রধান
পিলখানায় হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে রাষ্ট্র দায়বদ্ধ: প্রধান উপদেষ্টা
অপরাধ দমন অভিযানে কোনো বাহিনীর সদস্য গাফিলতি করলেই ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
রংপুরে হিজবুত তাওহীদ-এলাকাবাসীর সংঘর্ষ, ৪ কর্মীর বাড়িতে আগুন
পাঁচ দফা দাবিতে টাঙ্গাইলে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ মশাল মিছিল
শেখ হাসিনার নেতৃত্বে দুইদিন ধরে পিলখানায় হত্যাযজ্ঞ চলে: মির্জা ফখরুল  
৩০০ বলের মধ্যে ১৮১ ডট খেলার ব্যাখ্যা দিলেন শান্ত
২০০৭ সালে চাকরিচ্যুত ৮৫ নির্বাচন কর্মকর্তার চাকরি ফেরত দেওয়ার নির্দেশ  
সামরিক কবরস্থানে শ্রদ্ধা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টাসহ তিন বাহিনীর প্রধানরা  
বাংলাদেশ ক্রিকেট খুব শীঘ্রই জিম্বাবুয়ের স্তরে নেমে আসবে: দিনেশ কার্তিক