যুব বিশ্বকাপে করোনা মোকাবেলায় আইসিসির পদক্ষেপ
আজ শুক্রবার (১৪ জানুয়ারি) থেকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৪তম আসর। তবে এবারের আসরে মহামারি করোনাভাইরাস মোকাবেলায় বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এজন্য বিশেষ দল গঠন করেছে আইসিসি।
আইসিসি জানিয়েছে, বিশেষ বায়ো সিকিউরিটি প্রোটোকল তৈরি করা হয়েছে। কোভিড মোকাবেলায় বায়োসেফটি সায়েন্টিফিক অ্যাডভাইসরি গ্রুপ (বিএসএজি) নামে একটি বিশেষজ্ঞ দল তৈরি করা হয়েছে। সেই দলে বিশ্বকাপে অংশহগ্রণকারী প্রত্যেকটি দেশের প্রতিনিধিরাও থাকবেন বলে জানা গেছে।
আরো জানা গেছে, বিশ্বকাপ চলাকালীন সর্বাত্মক জৈবদুর্গ ঠিক থাকছে কি-না, সব নিয়ম ঠিক মতো মানা হচ্ছে কি না, সেগুলো উপর কড়া নজর রাখবেন বিএসএজির বিশেষজ্ঞ দলের সদস্যরা। কোন রকম নিয়ম ভঙ্গ হলেই তা আইসিসিকে জানাবেন তারা।
এ ব্যাপারে এক বিবৃতিতে আইসিসির হেড অফ ইন্টিগ্রিটি অ্যালেক্স মার্শাল বলেন, ‘আইসিসি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এবং চারটি আয়োজক প্রভিন্সিয়াল সরকারের সঙ্গে অংশীদারিত্বে আইসিসি অনূর্ধ্ব-১৯ পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২২’র জন্য একটি শক্তিশালী এবং আনুপাতিক জৈব নিরাপত্তা পরিকল্পনা করেছে।
তিনি বলেন, ‘অংশগ্রহণকারী সব ক্রিকেটার, কর্মকর্তা, আম্পায়ার, সম্প্রচারক সংস্থার প্রতিনিধিদের স্বাস্থ্যের নজর দেওয়া আমাদের কাছে অগ্রাধিকার। নিরাপদ পরিবেশ তৈরি করাই আমাদের লক্ষ্য।’
অ্যালেক্স মার্শাল আরো বলেন, ‘আমরা ক্রিকেটের প্রতি মনোযোগ দিতে এবং এটি নিশ্চিত করতে চাই যে এটি একটি নিরাপদ পরিবেশে খেলা হচ্ছে। যেখানে খেলোয়াড়রা তাদের বেশিরভাগের জন্য প্রথম বিশ্বকাপের অভিজ্ঞতা উপভোগ করতে পারেন।’
এসআইএইচ/