ভারতকে ‘বধ’ করে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা
বিনা বাঁধায়ই ভারতকে ‘বধ’ করল দক্ষিণ আফ্রিকা। সিরিজ নির্ধারণী টেস্ট জিততে তারা সময় নিয়েছে চতুর্থ দিনের লাঞ্চ বিরতির পর কিছু সময়। আর তাতেই জয়ের জন্য প্রয়োজনীয় ২১২ রান সংগ্রহ করে ম্যাচ জিতেছে ৭ উইকেট। সেই সঙ্গে সিরিজও জিতে নেয় ২-১ ব্যবধানে।
তিন ম্যাচের সিরিজের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা হেরেছিল ১১৩ রানে। কিন্তু এই হারই শেষ পর্যন্ত সফরকারী ভারতের জন্য কাল হয়ে উঠে। জোহানেসবার্গে দ্বিতীয় টেস্ট ৭ উইকেটে জিতে সিরিজে সমতা এনেছিল স্বাগতিকরা। এরপর কেপ টাউনে তৃতীয় টেস্ট হয়ে উঠে সিরিজ নির্ধারণী। যেখানে ভারত কোনো প্রতিদ্বন্দ্বী গড়তে পারেনি।
প্রথম ইনিংসে ২২৩ রানে অলআউট হয়ে ভারত ব্যাকফুটে চলে গিয়েছিল। কিন্তু বোলারদের কল্যাণে দক্ষিণ আফ্রিকাকে ২১০ রানে অলআউট করে ১৩ রানের লিড নিয়ে ম্যাচে ভালোভাবেই ফিরে আসে তারা। কিন্তু দ্বিতীয় ইনিংসে আবারো ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেই ফিরে আসাটা খুব বেশি সময় স্থায়ী হয়নি। এবার তারা অলআউট হয় মাত্র ১৯৮ রানে। এগিয়ে থাকে ২১১ রানে। দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ভালো সূচনা করে। তৃতীয় দিন শেষ করেছিল ২ উইকেটে ১০১ রানে।
এমন ভীত গড়ার পর চতুর্থ দিনে সেই রকম কোনো বাড়তি ঝামেলায় পড়তে হয়নি স্বাগতিকদের। ওয়ান ডাউনে নামা কিগান পিটারসন ৮২ রানের ইনিংস খেলে দলের বড় জয় অনেকটা নিশ্চিত করে দেন। তাকে আউট করেন শার্দুল ঠাকুর। জয়ের বাকি কাজ সারেন ডসন ও টিম্বা বাভুমা। দুই জনে চতুর্থ উইকেট জুটিতে অবিচ্ছিন্ন থাকেন ৫৭ রান যোগ করে। ডসন ৪১ ও বাভুমা ৩২ রানে অপরাজিত থাকেন। ভারতের হয়ে একটি করে উইকেট নেন বুমরা, শার্দুল ঠাকুর ও মোহাম্মদ সামি।
ম্যাস সেরা ও সিরিজ সেরা হয়েছেন কিগান পিটারসন।
এমপি/এসআইএইচ