ড্র নিয়ে মাঠ ছাড়তে হলো লিভারপুলকে
ম্যাচের প্রায় পুরোটা সময় আক্রমণ করে যায় লিভারপুল। তারপরও একজন কম নিয়ে খেলা আর্সেনালের রক্ষণভাগ ভাঙতে পারেনি তারা। ফলে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় ইয়ুর্গেন নর্বার্ট ক্লপের শিষ্যদের।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাতে অ্যানফিল্ডে লিগ কাপের সেমি-ফাইনালের প্রথম লেগের এই ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারত লিভারপুল। কারণ আর্সেনাল গোলরক্ষক অ্যারন রামসডেলের নেওয়া শট বলের সামনে ছুটে আসা প্রতিপক্ষের জর্ডান হেন্ডারসনের গায়ে লেগে গোলের দিকে চলে আসে। তবে বল লক্ষ্যে ছিল না বলে বেঁচে যায় মিকেল আর্তেতার শিষ্যরা।
এদিকে প্রথমার্ধের ২৪তম মিনিটে মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আর্সেনালের গ্রানিত জাকা। দলটির ডি-বক্সের বাইরে দিয়োগো জোটার বুকে বুট দিয়ে আঘাত করেন জাকা। ফলে পুরোটা সময় একজন কম নিয়েই খেলতে হয় আর্সেনালকে। তারপরও সুবিধা করতে পারেনি নির্ভারপুল।
বিরতির আগ পর্যন্ত গোলের উদ্দেশে চারটি শট নেয় ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। তবে আর্সেনালের জমাটবাধা রক্ষণভাগের কারণে লক্ষ্যে একটিও রাখতে পারেননি তারা। অপরদিকে প্রতি-আক্রমণে তেমন কিছু করতে পারেনি আর্সেনালও।
দ্বিতীয়ার্ধের অধিকাংশ সময় আক্রমণে আধিপত্য বজায় রাখে লিভারপুল। কিন্তু আর্সেনালের সীমানাতে গিয়ে বারবার তালগোল পাকায় ফেলে রবের্তো ফিরমিনো-জটারা।
প্রতিপক্ষের খেলার ধারার বিপরীতে ৭১তম মিনিটে প্রথমবার লক্ষ্যে শট রাখতে পারে আর্সেনাল। তবে যথেষ্ট জোরে শটটি নিতে পারেননি বুকায়ো সাকা। রুখে দেন আলিসন।
ম্যাচের একেবারে শেষ দিকে দারুণ সুযোগ পেয়েও হারায় লিভারপুল। ৮৫তম মিনিটে সতীর্থের ক্রস ডি-বক্সের বাইরে ফাঁকায় পেয়েও প্রয়োজনীয় হেড করতে পারেননি পর্তুগিজ ফরোয়ার্ড জটা। এরপরে সর্বশেষ সুযোগ আসে নির্ধারিত সময়ের শেষ মিনিটে। এবারও ফাঁকায় বল পেয়ে ১০ গজ দূর থেকে উড়িয়ে মারেন মিনামিনো। ফলে ম্যাচটি গোলশূন্য ড্র শেষ হয়।
এসআইএইচ/