বিশ্ব মাতৃভাষা দিবসে চট্টগ্রাম-বরিশালের ম্যাচ দিয়ে শুরু বিপিএল
বিশ্ব মাতৃভাষা দিবসে হোম অব ক্রিকেটে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও বরিশাল ফরচুনের ম্যাচ দিয়ে বিপিএলের অষ্টম আসর মাঠে গড়াবে। একই ভেন্যুতে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও মিনিষ্টার গ্রুপ ঢাকা। প্রথম খেলা বেলা সাড়ে বারোটায় এবং দ্বিতীয় খেলা সাড়ে পাঁচটায় শুরু হবে। তবে শুক্রবার প্রথম খেলা দুপুর দেড়টায় এবং দ্বিতীয় খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। এবারের আসরে ছয় দলের তিনটিতে ভেন্যুতে মোট খেলা হবে ৩৪টি। শুরুর মতো শেষও হবে মিরপুরে ১৮ মার্চ।
এবারের খেলা হবে ডাবল লিগ পদ্ধতিতে। লিগ পর্বে ঢাকায় দুই দফায় ১২টি , চট্টগ্রামে ১২টি, সিলেটে ৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্লে অফ ও ফাইনালে একদিন করে রিজার্ভ ডে আছে।
ঢাকা ও চট্টগ্রামে প্রতি দুই দিন পর একদিন বিরতি রাখা হয়েছে। সিলেটের ম্যাচে কোনো বিরতি নেই। ঢাকায় ২৫ তারিখ পর্যন্ত খেলা হওয়ার পর ২৮ মার্চ শুরু হবে চট্টগ্রামে। এখানে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর বিপিএল চলে যাবে সিলেটে। সেখানে ৭ মার্চ থেকে ৯ মার্চ ছয়টি খেলা অনুষ্ঠিত হওয়ার পর আবার ফিরে আসবে রাজধানীতে। ফিরে আসার পর দুই দিনে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগ পর্বের খেলা শেষ ১২ মার্চ। একদিন বিরতির পর ১৪ মার্চ একই দিন প্রথমে এলিমেনেটর রাউন্ড, পরে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে। তারপর দিন রিজার্ভ ডে। ১৬ মার্চ অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। একইভাবে পরের দিন রিজার্ভ ডে। ১৮ মার্চ ফাইনালের আগে একদিন বিরতি। আছে একদিন রিজার্ভ ডেও।
করোনার তৃতীয় ঢেউ অমিক্রন বেড়ে যাওয়ার কারণে বিপিএলে দর্শক প্রবেশ থাকছে না। খেলোয়াড়, আম্পায়ার, ম্যাচ রেফারি, কর্মকর্তাসহ টুর্নামেন্ট সংশ্লিষ্ট সবাই থাকবেন জৈব সুরক্ষাবলয়ে।
এদিকে ঢাকার মালিকানা নিয়ে সৃষ্ট জটিলতার কারণে বিসিবির মালিকানাতে প্লেয়ার্স ড্রাফটে অংশ নিয়েছিল ঢাকা। পরে এই দলের মালিকানা কিনে নিয়েছে মিনিষ্টার গ্রুপ। দলের নাম রাখা হয়েছে মিনিষ্টার গ্রুপ ঢাকা।
এমপি/এএস