সোমবার, ২১ এপ্রিল ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

মেসির বিশ্বজয়, বাংলাদেশের সাফ জয়    

উপমহাদেশের বিশ্বকাপ বলা হয়ে থাকে সাফ চ্যাম্পিয়নশিপকে। ২০০৩ সালে প্রথম ও সর্বশেষ হয়েছিল চ্যাম্পিয়ন। এরপর ২০০৫ সালে ফাইনালে উঠেছিল। এরপর আর সেমিতেই যেতে পারেনি। সর্বত্রই হতাশা। সেই হতাশা দূর করে দেন বাংলার বাঘিনীরা। 

নেপালের কাঠমান্ডুতে মেয়েদের ষষ্ঠ আসরে বাংলাদেশ প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়। ফাইনালে তারা স্বাগতিক নেপালকে হারিয়েছিল ৩-১ গোলে। ১৩ মিনিটে সামসুন্নাহার জুনিয়রের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। পরের দুইটি গোল ছিল অধিনায়ক সাবিনা খাতুনের। নেপালের হয়ে একমাত্র গোলটি করেছিলেন  অনিতা।

লিগ পর্বে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে সাবিনাদের যাত্রা শুরু হয়েছিল। পরের ম্যাচে সাবিনার হ্যাটট্রিকে পাকিস্তানকে বিধ্বস্ত করেছিল ৬-০ গোলে। শেষ ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী ভারতকে বধ করে ৩-০ গোলে।  ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ সেমিতে পায় ভুটানকে। আবারও সাবিনা হ্যাটট্রিক করেন। বাংলাদেশ জয় পায় ৮-০ গোলের বড় ব্যবধানে।
দুইটি হ্যাটট্রিকসহ টুর্নামেন্টে ৮ গোল করে সাবিনা সর্বোচ্চ গোলদাতার পাশাপাশি সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতে নেন। সেরা গোলরক্ষকের পুরস্কার জেতেন রূপমা চাকমা।

এই জয়ে বাংলাদেশে আনন্দের ঢেউ বহে যায়। বীরকন্যাদের বরণ করে নিতে মানুষ ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। বিমানবন্দরে জনতার ঢল নামে। ছাদ খোলা বাসে করে মেয়েদের হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হয় মতিঝিল বাফুফে ভবনে। মেয়েরা রাস্তা অতিক্রমের সময় দুই পাশে দাঁড়িয়ে জনতা অভিবাদন জানান। বিভিন্ন ভবন থেকেও মানুষজন  সাবিনা-সানজিদাদের হাত নেড়ে অভিবাদন জানানো হয়। ফুটবলের সাফল্যে এমন গনজাগরণ আগে কখনো দেখা যায়নি।
সাবিনাদের এমন সাফল্য বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে লাখ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়। এর পাশাপাশি শহীদ মিনারে সংস্কৃতিক জোটের পক্ষ থেকে দেওয়া হয় সংবর্ধনা। এ ছাড়া নিজ নিজ জেলা শহরেও ফুটবলাররা সংবর্ধনায় সিক্ত হন।

হতাশার মাঝেই জামাল ভূঁইয়ারা

মেয়েদের সাফল্যের বিপরীতে ছেলেরা ছিলেন ব্যর্থতার জালে আবদ্ধ। এ বছর তারা পাঁচটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলা ছাড়াও এএফসি বাছাইপর্বের ‍তৃতীয় রাউন্ডের খেলায় অংশ নেয়। ফ্রেন্ডলি ম্যাচে একটিতে জয় পায়। একটি ড্র করে। হার ছিল বাকি তিনটিতে। এএফসি কাপে দুইটিতে হেরে একটিতে ড্র করতে পেরেছিল।    

শুরুটা করেছিল ফ্রেন্ডলি ম্যাচে দিয়ে। ২৪ মার্চ মালেতে মালদ্বীপের কাছে হেরেছিল ২-০ গোলে। পরে ২৯ মার্চ  সিলেটে মঙ্গোলিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছিল। ১ জুন ইন্দোনেশিয়ার মাঠে গোলশূন্য ড্র করে। এরপর শেষ দুইটি ম্যাচ খেলে সেপ্টেম্বরের ২২ ও ২৭ তারিখ। কম্বোডিয়াকে তাদের মাঠে রাকিবের গোলে ১-০ ব্যবধানে হারিয়ে বাংলাদেশ গিয়েছিল নেপালে। নেপালের বিপক্ষে মাঠে নামার আগে তখন তরতাজা ছিল সাফ নারী আসরে এই নেপালকেই ৩-১ গোলে হারিয়ে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়া। সবাই আশা করেছিলেন বাংলাদেশ অন্তত এই ম্যাচ জিতবে। কিন্তু হেরে যায় সেই ৩-১ ব্যবধানে। বাংলাদেশের হয়ে গোল করেন সাজ্জাদ।

এ বছর বাংলাদেশ এএফসি তৃতীয় রাউন্ডের বাছাইপর্বে অংশ নিয়ে হতাশজনক ফলাফল করে। মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসতে তুর্কিমেনিস্তানের কাছে ২-১ গোলে হেরে আসর শুরু করে। বাংলাদেশের হয়ে গোল করেন মোহাম্মদ ইব্রাহিম। পরের ম্যাচে মালয়েশিয়ার কাছে হেরেছিল ৪-১ গোলে। এই ম্যাচেও বাংলাদেশের হয়ে গোল করেন মোহাম্মদ ইব্রাহিম। বাহরাইনের কাছে তৃতীয় ম্যাচ হার মেনেছিল ২-০ গোলে।

জেবিয়ার কাবরেরার দায়িত্ব গ্রহণ

জামাল ভুইয়াদের কোচ হিসেবে ২০১৮ সালে দায়িত্ব নেওয়া ব্রিটিশ জেমি ডে এ বছর দায়িত্ব ছেড়ে দেন। তার জায়গায় দায়িত্ব দেয়া হয় স্প্যানিশ জেবিয়ার কাবরেরাকে। জেমিডের কোচিংয়ে বাংলাদেশ ৩১ ম্যাচ খেলে জয় পায় ১০টিতে। হেরেছিল ১৬টিতে। ড্র করতে পেরেছিল ৫টিতে। ৩২টি গোল দিয়ে ৩৯টি গোল হজম করেছিল। কাবরেরার কোচিংয়ে  বাংলাদেশ এখন পর্যন্ত ৮টি ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র একটিতে।  ২টিতে ড্র করে হেরেছে ৫টিতে। ৪ গোল দিয়ে হজম করেছে ১৩ গোল।

মেসির বিশ্বজয়

‘একবার না পারিলে দেখ শতবার’ কিংবা ‘ব্যর্থতাই সাফল্যের চাবিকাঠি’ বাংলা এই প্রবাদ বাক্যগুলো যেন মেসির জন্য বরাদ্দ হয়েছিল। ২০০৬ সাল থেকে বিশ্বকাপ ফুটবল খেলা শুরু করেছেন। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে নিয়ে গেছেন সর্বোচ্চ চুড়ায়। জায়গা করে নিয়েছেন সর্বকালের সেরা ফুটবলাদের তালিকায়। সাফল্য তার পায়ে এসে গড়াগড়ি করেছে। কিন্তু সেখানে ছিল না বিশ্বকাপ ফুটবলের শিরোপা। যে শিরোপার জন্য মুখিয়ে থাকেন একজন ফুটবলার। তার দেশ। সবাই সে যোগ্যতা অর্জন করতে পারেন না। কিন্তু মেসি এবং তার দেশ আর্জেন্টিনার সেই যোগ্যতা ছিল। কিন্তু একে একে চারটি বিশ্বকাপ খেললেও মেসির শিরোপা জেতা হয়নি। কাতার বিশ্বকাপ ছিল মেসির । গোটা বিশ্ব তাকিয়ে ছিল যাতে করে মেসি এবার শিরোপা জিতেন। শেষ পর্যন্ত শিরোপার মসনদে বসেন মেসি। টানটান উত্তেজনার ইতিহাস সৃষ্টিকারি এক ফাইনাল উপহার দেন বিশ্বকে। প্রথমে  মেসি আর ডি মারিয়ার গোলে আর্জেন্টিনা ২-০ গোলে এগিয়ে ছিল। কিন্তু  এমবাপ্পের তোপে খেলায় সমতা আসে ২-২ গোলে। পরে মেসি আবার গোলে করে দলকে এগিয়ে নিলে এমবাপ্পের হ্যাটট্রিকে আবার খেলায় আসে সমতা। এরপর টাইব্রেকারে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সকে ৪-১ গোলে হারিয়ে চির আরাধ্য শিরোপা জয়ে মেতে উঠেন মেসি ও আর্জেন্টিনার ফুটবলার। সঙ্গে সঙ্গে গোটা বিশ্বে ছড়িয়ে ছটিয়ে থাকা কোটি কোটি দর্শকরা। বাংলাদেশে রাত  জেগে  চলে হৈহুল্লুড়।
শিরোপা জয়ের পথে কিন্তু প্রথম ম্যাচেই হোঁচট খায় আর্জেন্টিনা ২-১ গোলে সৌদি আরবের কাছে হেরে। চার বার খেলে শিরোপা জিততে না পারা আর প্রথম ম্যাচের ব্যর্থতা মেসিকে যেন কাপ জয়ে আরও বেশি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ করে তুলেছিল। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একটি করে ম্যাচ এসেছে আর প্রতিপক্ষকে পরাস্ত করে এগিয়ে গেছেন শিরোপার দিকে। মেসি হয়ে উঠেন আরও বেশি অপ্রতিরোধ্য। প্রতিটি ম্যাচেই হয় তিনি গোল করেছেন, না হয় গোল করিয়েছেন। এমনি করে গ্রুপ পর্বে মেক্সিকো ও পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলতে উঠে আসে আর্জেন্টিনা। এখানে প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। এখানেও মেসি ঝলক। আর্জেন্টিনা জেতে ২-০ গোলে।
শেষ আটে প্রতিপক্ষ নেদারল্যান্ডস। বাঁধা হতে পারেনি তারাও।  মলিনা ও মেসির গোলে ২-০ ব্যবধানে আর্জেন্টিনা এগিয়ে থাকার পরও নেদারল্যান্ডস সমতা আনে। পরে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে গোলরক্ষক ইমি মার্টিনেজের দৃঢ়তায় আর্জেন্টিনা জয় পায় ৪-৩ গোলে। সেমিতে বাঁধা হতে চেয়েছিল বর্তমান রানার্সআপ। কিন্তু মেসি ঝলকে তারাও বালির বাঁধের মতো ভেসে যায় ৩-০ গোলে হেরে। মেসি করেন  এক গোল, আলভারেজের গোল ছিল দুইটি। তারপর সেই ঐতিহাসিক ফাইনাল।কাতার বিশ্বকাপটি হয়ে উঠেছিল মেসিময়। শিরোপা জেতার পাশাপাশি জিতে নেন গোল্ডেন বলও। একটি গোল কম হওয়াতে জিততে পারেননি গোল্ডেন বুটও। তার গোল ছিল ৭টি। ৮ গোল করে গোল্ডেন বুট জিতে নেন এমবাপ্পে।

ইংল্যান্ডের মেয়েদের ইউরো জয়

ফুটবলে ইংল্যান্ডের ছেলেরা না পারলেও, মেয়েরা ইউরো শিরোপা জিতে নিয়েছে। ২০২০ সালে ছেলেদের ইউরো ফাইনালে ইংল্যান্ড টাইব্রেকারে হেরেছিল ইতালির কাছে ৩-২ গোলে। ২০২২ সালে এসে মেয়েরা ইংরেজ সমর্থকদের আর হতাশ করেননি। ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে তারা ২-১ গোলে হারিয়েছিল জামার্নিকে। নির্ধারিত সময় খেলা ১-১ গোলে ড্র ছিল।

অনূর্ধ্ব-২০ ও ১৭ নারী বিশ্বকাপ স্পেনের

কাতার বিশ্বকাপে  ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেনের যাত্রা থেমে গিয়েছিল শেষ ষোলতে টাইব্রেকারে মরক্কোর কাছে  হেরে। কিন্তু তার আগে ফিফা অনূর্ধ্ব-১৭ ও ২০ এই দুইটি নারী বিশ্বকাপই গিয়েছে স্পেনের ডেরায়। অনূর্ধ্ব-১৭ আসর বসেছিল ভারতে। ফাইনাল স্পেন ১-০ গোলে কলম্বিয়াকে পরাজিত করেছিল। কোস্টারিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ আসরের ফাইনালে জাপানের মেয়েদের ৩-১ গোলে ধরাশায়ী করে শিরোপা জিতেছিল স্পেন।

বিশ্ব ফুটবলে রাশিয়া নিষিদ্ধ

ইউক্রেনের উপর সামরিক হামলার কারণে রাশিয়াকে নিষিদ্ধ করে ফিফা। একই সঙ্গে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফাও। দুইটি সংস্থাই যৌথভাবে বিবৃতি দিয়ে এই নিষেধাজ্ঞা অনির্দিষ্টকালের জনন্য ঘোষণা করে। এর ফলে রাশিয়া কাতার বিশ্বকাপে প্লে অফ ম্যাচ খেলা থেকে বঞ্চিত হয়। তাদের প্রতিপক্ষ ছিল পোল্যান্ড।এ ছাড়া, মেয়েদের ফুটবলে তাদের দল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। ক্লাব পর্বেও পড়ে এই যুদ্ধের প্রভাব। ইউরোপ লিগে তাদের ক্লাব স্পার্তাক মস্কো নকআউট পর্বে  উঠে গিয়েছিল। প্রতিপক্ষ ছিল জামরানির লাইপজিগ। তারাও খেলতে পারেনি। এমনকি চ্যাম্পিয়ন্স লিগের স্পন্সর ছিল রাশিয়ার গ্যাস কোম্পানি গাজপ্রম। তাদের সঙ্গেও চুক্তি বাতিল করে উয়েফা।

চেলসির ক্লাবের মালিকানা পরিবর্তন

ইউক্রেন যুদ্ধের কারণে চেলসি ক্লাবের মালিকানাও পরিবর্তন হয়। ক্লাবটির মালিক ছিলেন রাশিয়ার ধনকুবের এবং রোমান আব্রামোভিচ। ২০০৩ সালে তিনি চেলসি ক্লাব কিনে নেওয়ার পরই ইউরো ফুটবলে শক্তিশাল দল হিসেবে আবিভূর্ত হয়। ইংলিশ প্রিমিয়ার লিগ ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে একাধিকবার।সেই আব্রামোভিচ ক্লাবটির মালিকানা বিক্রি করে দেন মার্কিন ব্যবসায়ী টোড বোহলির কাছে। অবশ্য তিনি বিক্রি করে দিতে বাধ্য হয়েছিলেন। কারণ ইংল্যান্ড ছিল ইউক্রেনের পক্ষে। ইংল্যান্ড সরকারের পক্ষ থেকে চেলসি ক্লাবের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। এরপরই আব্রামোভিচ ক্লাবটি বিক্রি করে দেন বাংলাদেশি টাকায় প্রায় ৪৫ হাজার কোটিতে

এমপি/এমএমএ/

Header Ad
Header Ad

দেশে তিন স্তরে কমলো ইন্টারনেটের দাম, গ্রাহকদের স্বস্তি দেওয়ার উদ্যোগ সরকারের

ছবি: সংগৃহীত

ইন্টারনেট ব্যবহারে ভোক্তাদের ওপর আর্থিক চাপ কমাতে তিনটি স্তরে ইন্টারনেটের দাম কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সোমবার (২১ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

তিনি জানান, জনপ্রিয় টেলিকম প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোম তাদের আন্তর্জাতিক টেলিযোগাযোগ সার্কিট (আইটিসি), ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) এবং ন্যাশনাল ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) পর্যায়ে ইন্টারনেটের দাম যথাক্রমে ১০, ১০ এবং ১৫ শতাংশ হারে কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে পাইকারি পর্যায়ে ইন্টারনেট সেবার ব্যয় হ্রাস পাবে, যা পর্যায়ক্রমে গ্রাহক পর্যায়েও প্রভাব ফেলবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এছাড়া ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) ইতোমধ্যে ঘোষণা দিয়েছে যে, এখন থেকে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা মাত্র ৫০০ টাকায় গ্রাহকদের দেওয়া হবে। এই উদ্যোগ সাধারণ গ্রাহকদের জন্য স্বস্তিদায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) আন্তর্জাতিক গেটওয়ে পর্যায়ে তাদের সব সেবায় ১০ শতাংশ মূল্যছাড় দিয়েছে। পাশাপাশি রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকও ঈদুল ফিতরের দিন থেকে ১০ শতাংশ ছাড়ে মোবাইল ইন্টারনেট সরবরাহ করছে।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, সরকার ইতোমধ্যে মোবাইল অপারেটরদের জন্য ডিডব্লিউডিএম ও ডার্ক ফাইবারের মতো সুবিধা চালু করেছে। পাশাপাশি আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে যৌথ উদ্যোগে পাইকারি ইন্টারনেটের দাম কমানো হয়েছে। তাই বেসরকারি মোবাইল অপারেটরদের পক্ষে এখন দাম না কমানোর কোনো যৌক্তিকতা নেই।

তিনি আরও বলেন, চলমান মূল্যস্ফীতির প্রেক্ষাপটে মোবাইল ইন্টারনেটের দাম কমালে দেশের সাধারণ মানুষের ওপর আর্থিক চাপ কিছুটা লাঘব পাবে। সরকার চাইছে মোবাইল কোম্পানিগুলো দুইটি দিক থেকে মূল্যছাড় দিক—প্রথমত, পূর্বে শুল্ক বৃদ্ধির কারণে আরোপ করা বাড়তি মূল্য তুলে নেওয়া; দ্বিতীয়ত, আইটিসি, আইআইজি ও এনটিটিএন স্তরে যেভাবে পাইকারি দাম কমানো হয়েছে, সেভাবে গ্রাহক পর্যায়েও মূল্য হ্রাস করা।

তিনি আরও উল্লেখ করেন, দেশের মোবাইল ইন্টারনেটের গুণগত মান নিয়ে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ রয়েছে। সেবার মানের তুলনায় দাম বেশি হওয়ায় গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সরকারের লক্ষ্য হলো—একটি যৌক্তিক ও সমন্বিত মূল্যনীতি বাস্তবায়নের মাধ্যমে সেবা মানোন্নয়ন ও গ্রাহকের স্বার্থ সংরক্ষণ নিশ্চিত করা।

এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে দেশে ডিজিটাল সংযোগ আরও বিস্তৃত হবে এবং সাধারণ মানুষ আরও সহজে সাশ্রয়ী দামে ইন্টারনেট সেবা নিতে পারবেন—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Header Ad
Header Ad

আমেরিকার সঙ্গে চুক্তি নিয়ে বিশ্বজুড়ে দেশগুলোর প্রতি কঠোর হুঁশিয়ারি চীনের

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই চীনের সঙ্গে শুরু করেছেন বাণিজ্যযুদ্ধ। দুই দেশের পাল্টাপাল্টি শুল্ক আরোপে বিশ্ববাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এর মধ্যেই চীন বিশ্বজুড়ে দেশগুলোকে সতর্ক করে দিয়েছে, যেন তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন কোনও বাণিজ্যচুক্তিতে না যায়, যা চীনের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, চীন বিশ্বাস করে—সব দেশই যুক্তরাষ্ট্রের সঙ্গে সমতার ভিত্তিতে আলোচনার মাধ্যমে নিজেদের বাণিজ্য বিরোধ মেটাতে পারে। তবে কেউ যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন কোনও চুক্তি করে যা চীনের ক্ষতি করে, তাহলে বেইজিং তাতে কঠোরভাবে আপত্তি জানাবে। তিনি আরও বলেন, কেউ চীনের স্বার্থ ক্ষুণ্ণ করলে চীন 'সঠিক এবং সমুচিত প্রতিক্রিয়া' জানাবে।

এই হুঁশিয়ারি এমন সময়ে এসেছে, যখন ট্রাম্প প্রশাসন অন্যান্য দেশগুলোর ওপর চাপ দিচ্ছে—তারা যেন যুক্তরাষ্ট্র থেকে শুল্ক ছাড় পেতে চাইলে চীনের সঙ্গে বাণিজ্য সীমিত করে। চীনের অভিযোগ, যুক্তরাষ্ট্র সমতার কথা বলে একতরফাভাবে সব দেশের ওপর শুল্ক চাপিয়ে দিচ্ছে এবং দেশগুলোকে তথাকথিত ‘পারস্পরিক শুল্ক’ আলোচনায় বাধ্য করছে।

চীন জানিয়েছে, তারা নিজের অধিকার ও স্বার্থ রক্ষায় দৃঢ় ও সক্ষম এবং বিশ্বব্যাপী দেশগুলোর সঙ্গে একতাবদ্ধ হয়ে কাজ করতে চায়। ইতোমধ্যে প্রায় ৫০টি দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়তি শুল্ক নিয়ে আলোচনায় নেমেছে। জাপান সয়াবিন ও চালের আমদানি বাড়ানোর কথা ভাবছে, আর ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনে অন্য উৎস নির্ভরতা কমাতে চাইছে।

উল্লেখ্য, ট্রাম্প গত ২ এপ্রিল বহু দেশের ওপর শুল্ক আরোপ স্থগিত করলেও, চীনের ওপর তা বহাল রেখেছেন। চীনই এই শুল্ক নীতির মূল লক্ষ্য। এর জবাবে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দক্ষিণ-পূর্ব এশিয়ার তিনটি দেশ সফর করেছেন, যেখানে মূল উদ্দেশ্য ছিল—আঞ্চলিক সম্পর্ক জোরদার করা এবং যুক্তরাষ্ট্রের একতরফা বাণিজ্যনীতির বিরুদ্ধে ঐক্য গড়ে তোলা।

(সূত্র: রয়টার্স, সিএনএন, দ্য গার্ডিয়ান)

Header Ad
Header Ad

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা, মানতে হবে ৪ নির্দেশনা

ছবি: সংগৃহীত

আগামী ৮ মে শুরু হচ্ছে ৪৬তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা, যা চলবে ১৯ মে পর্যন্ত। এই পরীক্ষাগুলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রসহ দেশব্যাপী একযোগে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের জন্য চারটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

রবিবার (২০ এপ্রিল) পিএসির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার হলে নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তাকে ভবিষ্যতের সব নিয়োগ পরীক্ষার জন্য অযোগ্য ঘোষণা করা হবে।

লিখিত পরীক্ষায় মানতে হবে যেসব নির্দেশনা:

১. পরীক্ষার হলে বই, ঘড়ি, মুঠোফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক/ক্রেডিট কার্ডসদৃশ ডিভাইস, গয়না, ব্রেসলেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। এসব সামগ্রীসহ কাউকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না।

২. পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে, মেটাল ডিটেক্টরের সাহায্যে মুঠোফোন ও অন্যান্য নিষিদ্ধ সামগ্রী তল্লাশি করা হবে। প্রবেশপত্র অবশ্যই সঙ্গে থাকতে হবে।

৩. পরীক্ষার দিন নিষিদ্ধ সামগ্রী সঙ্গে না আনার জন্য এসএমএসের মাধ্যমে সতর্কবার্তা পাঠানো হবে। পরীক্ষার্থীদের এই নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে।

৪. পরীক্ষার সময় কানের ওপর কোনো আবরণ রাখা যাবে না এবং কানে হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শপত্রসহ কমিশনের পূর্বানুমোদন নিতে হবে।

৪৬তম বিসিএসে মোট ৩,১৪০টি পদের বিপরীতে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এর মধ্যে সহকারী সার্জন ১,৬৮২ জন এবং সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। দ্বিতীয় সর্বোচ্চ নিয়োগ থাকবে শিক্ষা ক্যাডারে, যেখানে ৫২০ জন প্রার্থীকে বিভিন্ন বিষয়ে নিয়োগ দেওয়া হবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

দেশে তিন স্তরে কমলো ইন্টারনেটের দাম, গ্রাহকদের স্বস্তি দেওয়ার উদ্যোগ সরকারের
আমেরিকার সঙ্গে চুক্তি নিয়ে বিশ্বজুড়ে দেশগুলোর প্রতি কঠোর হুঁশিয়ারি চীনের
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা, মানতে হবে ৪ নির্দেশনা
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যায় আটক ৩ জন
ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া অফিস
গ্রীষ্মে স্বাভাবিক থাকবে বিদ্যুৎ সরবরাহ: বিপিডিবি চেয়ারম্যান
পরমাণু কর্মসূচি থেকে না সরার ঘোষণা ইরানের
পর্যটকদের ভ্যাটের অর্থ ফেরত দেবে সৌদি সরকার
আজ কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
ভুল বোঝাবুঝিতে গাজায় ১৪ জরুরি সেবাদাতা কর্মীকে হত্যা!
জেলা প্রশাসকের দফতরে স্মারকলিপি দিল আওয়ামী লীগ
বিয়ের আশ্বাসে স্বামীর ১১ লাখ টাকা নিয়ে ঘর ছাড়লেন নারী, প্রেমিকের ফাঁদে পড়ে দলবেঁধে ধর্ষণের শিকার
বিয়ে না করেই পঞ্চাশে অন্তঃসত্ত্বা অভিনেত্রী, তোলপাড় নেটদুনিয়া
পারভেজের মৃত্যুতে গ্রামের বাড়িতে মাতম, পাগলপ্রায় মা-বাবা ও একমাত্র বোন
বাংলাদেশের হয়ে খেলতে রাজি কিউবা মিচেল
আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন নুর
২০২৫ শেষ হওয়ার আগেই ৫০ সেঞ্চুরিতে দেশের প্রথম এনামুল হক
ভিসা বাতিল করায় ট্রাম্পের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা
একনেকে ২৪ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
বিগত ৩ নির্বাচনের সঙ্গে জড়িতদের বিচার চায় এনসিপি