বিসিএল ওয়ানডে
ফাইনালের যাওয়ার লড়াইয়ে চার দলই!
চার দলের আসর। তিনটি করে খেলা। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই খেলবে ফাইনালে। দুইটি করে খেলা শেষ। কিন্তু এখনো কোনো দলই ফাইনাল নিশ্চিত করতে পারেনি। তা যেমন দুই ম্যাচের দুইটিতে জিতেও ওয়ালটন মধ্যাঞ্চল যেমন ফাইনাল নিশ্চিত করতে পারেনি, তেমনি দুই ম্যাচে হেরে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলও। এই লড়াইয়ে দুই পয়েন্ট করে নিয়ে আছে বিসিবির দুইটি দল উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল। আগামীকাল শেষ রাউন্ডের ম্যাচে নির্ধারণ হবে কোন দুই দল ফাইনালে উঠবে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) মধ্যাঞ্চল খেলবে দক্ষিণাঞ্চলের বিপক্ষে। খেলাটি অনুষ্ঠিত হবে সিলেট বিভাগীয় স্টেডিয়ামে। সিলেটে একাডেমি মুখোমুখি হবে পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চল। আগামীকাল যদি মধ্যাঞ্চলের বিপক্ষে দক্ষিণাঞ্চল এবং পূর্বাঞ্চলের বিপক্ষে উত্তরাঞ্চল জয় পায় তাহলে পূর্বাঞ্চল ছাড়া বাকি তিন দলের পয়েন্ট সমান ৪ করে হবে। সেক্ষেত্রে বাইলজ অনুসরণ করতে হবে। সেক্ষেত্রে বাইলজের ১৬.১১.২.১ ও ১৬.১১.২.২ কার্যকর করা সম্ভব হবে না। কারণ পয়েন্ট সমান হলে এই দুই ধারা অনুযায়ী দলগুলোর জয়ের সংখ্যাও সমান হয়ে যাবে। তখন ১৬.১১.২.৩ ধারা অনুযায়ী নেট রান রেটের ধারস্থ হতে হবে। এই ধারা প্রযোজ্য হতে পারে আবার মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চল জয়ী হলে। সেক্ষেত্রে মধ্যাঞ্চল ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই ফাইনাল খেলবে। অপর তিন দলের পয়েন্ট সমান ২ করে হবে। তখন বাইলজের সেই ধারাতে ফিরে যেতে হবে। এখানে নেট রান রেটে আবার পূর্বাঞ্চল খুবই পিছিয়ে আছে। জয়ী হলেও তাদের বিশাল ব্যবধানে জিততে হবে। ব্যবধানে জেতা সত্যিকার অর্থে কঠিন। তখন বিসিবি দুই দলের মাঝে লড়াই হবে।
এদিকে কালকের ম্যাচে মধ্যাঞ্চলের হয়ে খেলবেন সাকিব। কোমেরের ব্যাথার কারণে তিনি গতকাল ম্যাচ শেষে করে ঢাকায় ফিরে আসেন। দুই ম্যাচ খেলে সাকিব বেশ ভালো করে ছিলেন। প্রথম ম্যাচে পূর্বাঞ্চলের বিপক্ষে ৩৫ রান ও বল হাতে ২ উইকেট এবং দ্বিতীয় ম্যাচে উত্তরাঞ্চলের বিপক্ষে ৩৩ রান ও ১ উইকেট পেয়ছিলেন। এই আসর খেলবেন বলে সাকিব যুক্তরাষ্ট থেকে চলে এসেছিলেন।
এমপি/এসআইএইচ