জিম্বাবুয়েকে উড়িয়ে যুবাদের প্রস্তুতি শেষ
অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ দল মাঠে নামেরে আগে নিজেদের প্রস্তুতি বেশ ভালোভাবেই করে নিয়েছে। একমাত্র প্রস্তুতি ম্যাচে তারা ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৫৫ রানে হারিয়েছে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলকে। আগে ব্যাট করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৪৯.৫ ওভারে ২৭৭ রান করে। জবাব দিতে নেমে জিম্বাবুয়ে ১১০ রানে অলআউট হয়ে যায়। বাংলাদেশের ইনিংস শেষে বৃষ্টি শুরু হলে জিম্বাবুয়ের সামনে টার্গেট দেওয়া হয়েছিল ২৫৬ রানের।
ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ২৩ রানে হারায় ২ উইকেট। এরপর চারে ব্যাট করতে নামা ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রহকারী আইচ মোল্লা ওপেনার আরিফুল ইসলাম ও পাঁচে নামা মো. ফাহিদের সঙ্গে জুটি বেঁধে দলের বড় সংগ্রহের পথ তৈরি করে দেন। আরিফুলের সঙ্গে তৃতীয় উইকেট জুটিতে ৬১ ও চতুর্থ উইকেট জুটিতে মো. ফাহিমের সঙ্গে ৮১ রান যোগ করেন। আরিফুল ৪০, ফাহিম ৩৩ রান করে আউট হয়ে যান। দারুণ খেলতে থাকা আইচ মোল্লা ৮২ বলে ৮২ রান করেন। তার ইনিংসে ছিল ৩টি ছক্কা ও ৫টি চার। এই তিন ব্যাটসম্যান আউট হওয়ার পর দলপতি রকিবুল রিপন মন্ডলের এক ছক্কা ও চার চারে ২৬ বলে ৩৯ রানে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৭৭। জিম্বাবুয়ের কোনোর মিচেল নেন ৪ উইকেট।
এদিকে জিম্বাবুয়ে ব্যাট করতে নামার আগে বৃষ্টি শুরু হলে তাদের সামনে নতুন করে টার্গেট দাঁড়ায় ২৫৬ রান। কিন্তু বাংলাদেশের বোলারদের তোপে পড়ে মোটেই সুবিধা করতে পারেননি জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। ৩৫.২ ওভারে মাত্র ১১০ রানে অলআউট হয়ে যায় তারা।
স্টিভেন সাউল করেন সর্বোচ্চ ৩৯ রান। বাংলাদেশের হয়ে নাঈমুর রহমান ১৮ রানে নেন ৩ উইকেট। আরিফুল ইসলাম ৬ ও আব্দুল্লাহ আল মামুন ১৫ রানে নেন ২টি করে উইকেট।
১৬ জানুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশের যুবারা।
এমপি/এসআইএইচ