সেঞ্চুরির পর আইসিসির সেরা ১৫তে লিটন
নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের কীর্তি গড়লেও দ্বিতীয় টেস্টে হারে টাইগাররা। তবে দ্বিতীয় টেস্টে বাংলাদেশি ব্যাটসম্যানদের জন্য যখন ইনিংস পরাজয় এড়ানোই কঠিন হয়ে দাঁড়ায় তখন আশার আলো দেখান লিটন কুমার দাস। যদিও শেষ পর্যন্ত হারে বাংলাদেশ। তারপরও দলকে ১০২ রানের দৃষ্টিনন্দন সেঞ্চুরি উপহার দেন তিনি। প্রথম টেস্টের করেন অর্ধশতক। ধারাবাহিক এই পারফরম্যান্সের সুবাদে আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা ১৫তে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের এই কিপার-ব্যাটসম্যান। বর্তমানে তার ওপরে বাংলাদেশের কেউ নেই।
সদ্য সমাপ্ত বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের টেস্ট সিরিজের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বুধবার (১২ জানুয়ারি) টেস্ট ব্যাটসম্যানদের নতুন র্যাঙ্কিং প্রকাশ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল(আইসিসি)। ক্যারিয়ার সেরা ৬৮৩ রেটিং নিয়ে সেই র্যাঙ্কিংয়ের ১৫ নম্বরে উঠে আসেন লিটন।
প্রথম টেস্টে এক ইনিংস ব্যাট করেন লিটন দাস। করেন ৮৬ রান। আর দ্বিতীয় টেস্টে দুই ইনিংসই ব্যাট করেন এই ব্যাটার। দুই ইনিংস মিলিয়ে করেন ১১০ রান। এর মধ্যে রয়েছে সেঞ্চুরি।
এদিকে লিটন ছাড়াও ব্যাটসম্যানদের তালিকায় উন্নতি করেছেন মুমিনুল হক। ৮ ধাপ এগিয়ে তালিকার ৩৭ নম্বরে অবস্থান করছেন তিনি। এ ছাড়া ২১ ধাপ এগিয়েছেন নাজমুল হোসেন শান্তও। আছেন ৮৭ নম্বরে। অন্যদিকে উন্নতি না করতে পারলেও নিজের অবস্থান ধরে রেখেছেন মুশফিকুর রহিম। আছেন ২৫ নম্বরে।
এসআইএইচ/