মেসিদের পারফরম্যান্সে মুগ্ধ স্কালোনি

ইতিহাস গড়া জয়। ৩৬ বছরের অপেক্ষার অবসান। লিওনেল মেসির হাতে বিশ্বকাপ। টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বজয়ে অশ্রুসিক্ত কোচ লিওনেল স্কালোনি। রীতিমতো মুগ্ধ সতীর্থদের পারফরম্যান্সে।
অনেকটা অখ্যাত হয়েও এবার বিখ্যাত স্কালোনি। তিনি আর্জেন্টিনার এখন বিশ্বকাপ জয়ী কোচ। ১৯৭৮ সালে সিজার লুইস মোনোত্তির কোচিং প্রথম শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। ১৯৮৬–তে কার্লোস বিলার্দো। এবার স্কালোনি।
স্কালোনি তার দল নিয়ে মুগ্ধ। তিনি বলেন, ‘ দলের খেলায় মুগ্ধ। আমরা ধাক্কা খেয়েছি, খেলায় সমতা ফিরেছে দুবার, আমরা আবেগপ্রবণ হয়েছি। এটা ঐতিহাসিক মুহূর্ত। আমি সবাইকে মুহূর্তটা উপভোগ করতে বলব।’
তিনি আরও বলেন, ‘পুরো খেলাটাই অবিশ্বাস্য। যে খেলাটাকে খুব সহজ মনে হচ্ছিল, যে খেলাটা মনে হচ্ছিল আমাদের নিয়ন্ত্রণে, সেই ম্যাচটাতেই আমরা কী সংগ্রামটাই না করলাম।’
/এএস
