ফাইনালে দুই দলের লাইনআপ

আজ (১৮ ডিসেম্বর) রাত ৯টায় কাতার বিশ্বকাপ ফুটবলের ফাইনালে লড়বে আর্জেন্টিনা ও ফ্রান্স। দুই দলের শুরুর একাদশে রয়েছে কিছুটা চমক।
আর্জেন্টিনার শুরুর একাদশে ফিরেছেন আনহেল দি মারিয়া, যা বড় খবর। বাঁ দিক থেকে আক্রমণভাগে থাকছেন তরুণ আলভারেজ। ডানে লিওনেল মেসি। সেমিতে না খেলা অ্যাকুনা এদিন আছেন শুরুতেই। ৪-৩-৩ ফর্মেশনে খেলছে আর্জেন্টিনা।
ফ্রান্সের হয়ে সেমিফাইনালে খেলা হয়নি র্যাবিওট ও উপামেকানোর। আজ ফাইনালে ফ্রান্সের শুরুর একাদশে রয়েছেন দু'জন। আক্রমণভাগে যথারীতি এমবাপ্পে, গ্রিজম্যান, দেম্বেলে ও জিরুদ। অধিনায়ক লরিস গোলপোস্টে। ফ্রান্সের ফর্মেশন ৪-২-৩-১।
আর্জেন্টিনা: মার্তিনেজ, মলিনো, রোমেরো, ওতামেন্ডি, অ্যাকুনা, ডি পল, ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, ডি মারিয়া, মেসি ও আলভারেজ।
ফ্রান্স: লরিস, কুন্দে, উপামেকানো, ভারানে, হার্নান্দেজ, র্যাবিওট, চুয়ামেনি, এমবাপ্পে, গ্রিজম্যান, দেম্বেলে ও জিরুদ।
এসজি
