ফিফা প্রেসিডেন্টকে নোরার উপহার

আজ রবিবার (১৮ ডিসেম্বর) রাতে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স। ফাইনালের আগে হবে সংক্ষিপ্ত সমাপনী অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে নাচবেন বলিউডের আইটেম গার্ল খ্যাত নোরা ফাতেহি। তার আগেই অবশ্য আলোচনায় এই সুন্দরী। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে এক জোড়া লাল জুতা উপহার দিয়েছেন তিনি।
লাল টুকটুকে বাক্স, সবুজ ফিতা দিয়ে মোড়া। গত রাতে সেটি নোরা তুলে দেন ইনফান্তিনোর হাতে। সহকারীর সাহায্য নিয়ে উৎসাহ ভরে বাক্স খোলেন প্রেসিডেন্ট। তার পরই শিশুর মতো হেসে উঠলেন তিনি। বাক্সের থেকেও উজ্জ্বল লাল রঙের এক জোড়া জুতো। জুতোর তলায় নরম কাঁটা। উপরে ড্রাগনের গায়ের মতো নকশা তোলা।
এমন উপহার পেয়ে বেশ খুশি ফিফা সভাপতি। তাকে খুশি হতে দেখে নোরাও আপ্লুত। বলেন, ‘আপনার পছন্দ হয়েছে, এতেই আমি ধন্য। এই জুতো জোড়া দেখলেই আপনার আমাদের কথা মনে পড়বে।’
নোরা জানান, এই জুতা বিশেষভাবে ইনফান্তিনোর জন্যই তৈরি করা। বিশ্বকাপ সেমিফাইনালে মরক্কোর ঐতিহাসিক জয় উদযাপন, সেই সঙ্গে তাকে আমন্ত্রণ জানানোর কৃতজ্ঞতায় এই উপহারটুকু এনেছেন বলে জানান নোরা।
আরএ/
