ভাইরাস নিয়েই বাঁচার চেষ্টা ফরাসিদের
কাতার বিশ্বকাপ ফাইনালের আগে ভাইরাস জ্বরে ভুগছেন ফরাসি ফুটবলাররা। কী অবস্থা আক্রান্তদের? নতুন করে কেউ জ্বরে পড়েছেন কি? শনিবার (১৭ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে এমন সব প্রশ্ন ছিল দিদিয়ের দেশমের কাছে। ফ্রান্স কোচ জানিয়েছেন, ভাইরাস নিয়েই বাঁচার চেষ্টা করছেন তারা।
আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা লড়াইয়ে দুই সেন্টার-ব্যাককে পাচ্ছে না ফ্রান্স। ভাইরাসের লক্ষণ দেখা গেছে রাফায়েল ভারানে। তার সতীর্থ ডিফেন্ডার ইব্রাহিমা কন্তে আক্রান্ত হয়ে হোটেল বন্দি জীবন পার করছেন। ইএসপিএন এফসি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সব মিলে পাঁচজন ফরাসি ফুটবলার শুক্রবার (১৬ ডিসেম্বর) পর্যন্ত দলের অনুশীলনে ছিলেন না। ভারানে এবং কন্তে ছাড়া অপর তিনজন হলেন- দায়োত উপামেকানো, আদ্রিয়েন র্যাবিওট এবং কিংসলে কোম্যান।
বড় ম্যাচের আগে এটা বড় ধাক্কা ফরাসি শিবিরে-এমনটা মেনে নিয়ে সংবাদ সম্মেলনে দেশম বলেন, ‘আমি (ভাইরাসে আক্রান্ত খেলোয়াড়দের নিয়ে) বিশদ বলছি না। আমি জানি এটি এমন একটি বিষয় যা আপনাদের আগ্রহের বিষয় এবং আমি এটি সম্পূর্ণভাবে বুঝতে পারি।’
ফ্রান্স কোচ যোগ করেন, ‘আমরা সতর্কতা অবলম্বন করতে এবং প্রয়োজনীয় হিসাবে মানিয়ে নেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছি। আমরা এটি নিয়ে বেঁচে থাকার চেষ্টা করছি, যা প্রয়োজন তা করছি। অবশ্যই আমরা এই অসুবিধার মুখোমুখি না হওয়া পছন্দ করতাম।’
এমপি/এসআইএইচ