আর্জেন্টিনার রক্ষণভাগে মুগ্ধ ব্রাজিলের কাফু
আক্রমণভাগ বরাবরই তারকায় ঠাসা। তা দেখা যায় সব বিশ্বকাপে। তবে আর্জেন্টিনার রক্ষণভাগ নিয়ে চিন্তা ছিল এতদিন। হুট হাট গোল খাওয়া ছিল দলটির নিয়মিত অভ্যাস। তবে চলমান কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার রক্ষণভাগ বেশ মজবুত। যা দেখে মুগ্ধ ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার কাফু।
ফ্রান্সের বিপক্ষে ফাইনাল জয়ে আর্জেন্টিনার রক্ষণই মূল ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন তিনি। আর্জেন্টিনার ক্রীড়া দৈনিক ওলেতে এ প্রসঙ্গে কাফু বলেন, ‘আর্জেন্টিনার রক্ষণ এবার খুব, খুব নিখুঁত। তারা জমাট রক্ষণ করছে। ফাইনালে ফরাসিদের জন্য একটা গোল করাই কঠিন হবে।’
ফাইনাল কাল ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা। কার সমর্থন করবেন কাফু? সরাসরি জানিয়ে দিয়েছেন, তার বাজি আর্জেন্টিনা। মেসির হাতে বিশ্বকাপ দেখতে চান তিনি।
তিনি বলেন, ‘আমি আগে মেসির সমর্থন করব, এরপর আর্জেন্টিনা। মেসিকে কেন চ্যাম্পিয়ন হতে দেখতে চাইব না। ব্রাজিল নেই। আমি তো মেসিরই সমর্থন করব।’
কেন মেসি। তার জবাবও দিয়েছেন কাফু, ‘দুর্দান্ত একটা বিশ্বকাপ কাটছে তার। প্রথম ম্যাচটা হারের পর আর্জেন্টিনা দল আর তার অনেক সমালোচনা হয়েছে। অনেকে তো তাদের বিশ্বকাপ থেকে ছিটকেই দিয়েছিল। এরপর মেসির কাঁধে ভর করেই তো ফাইনালে তারা।’
আরএ/