‘মেসি এলিয়েন নয়, একজন মানুষ যে বিশ্বসেরা’
কাতার বিশ্বকাপে লিওনেল মেসি আছেন দুরন্ত ফর্মে। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ বলেই কি না মেসি একটু বেশি ক্ষিপ্র। গোল করছেন, করাচ্ছেনও। ইতোমধ্যে ভেঙে দিয়েছেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ বেশি গোল করার গ্যাব্রিয়েল বাতিস্তুতার রেকর্ড (১০ গোল)। ১১ গোল নিয়ে মেসি সবার আগে।
সেই গ্যাব্রিয়েল বাতিস্তুতা মনে করছেন, এবারের বিশ্বকাপে মেসি খেলছেন যেন ঠিক ২০ বছরের তরুণের মতো। আর মেসি এলিয়েন না, একজন মানুষ যে বিশ্বসেরা। যার কাছে তার রেকর্ড ভেঙেছে। তাতে মোটেও কষ্ট পাননি বাতিস্তুতা, বরং গর্বিত।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ক্লারিন’–এ দেওয়া এক সাক্ষাৎকারে মেসিতে মুগ্ধ এই আর্জেন্টাইন কিংবদন্তি বলেছেন, ‘আমার রেকর্ড মেসি ভেঙেছে, এতে আমি মোটেই কষ্ট পাইনি। এটা মেসির প্রাপ্য। যদি কোনো একজনের কাছে এই রেকর্ড হওয়া উচিত, সেটা মেসিই। মেসি এলিয়েন নয়, ও একজন মানুষ যে বিশ্বসেরা। যখন সেই মানুষটা আপনার রেকর্ড ভাঙবে, সেটা আপনাকে কষ্ট নয়, আনন্দ দেবে।’
বিশ্বকাপ জেতার প্রবল বাসনা মেসির মধ্যে। আর সেটা গত কয়েক বিশ্বকাপ ধরে। তবে এবারের ক্ষুধাটা যেন মেসির বেশি। তা দেখে ভালো লাগছে বাতিস্তুতার। তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম, ও আরও শান্ত থাকবে। কিন্তু মেসি তো ২০ বছরের তরুণের মতো খেলছে। মেসি বিশ্বকাপ জেতার জন্য মরিয়া। বিশ্বকাপ জিততেই ও কাতারে এসেছে। মেসি দলের মধ্যেই এর মনোভাব ছড়িয়ে দিচ্ছে। ফুটবলে এটাই দরকার।’
আরএ/