ফিফার কাছে বিচার চাইল মরক্কো
শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে মরক্কো। আফ্রিকান ফুটবল দলটির স্বপ্নযাত্রা থামিয়ে দিয়েছে ফ্রান্স। সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে হারের পর রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছে মরক্কান ফুটবল ফেডারেশন (এফএমআরএফ)। ফিফার কাছে অভিযোগ পাঠানোর পাশাপাশি বিচারও চেয়েছে সংস্থাটি।
মরক্কোর দাবি, শেষ চারের ম্যাচে কমপক্ষে দুটি পেনাল্টি পাওয়ার কথা ছিল তাদের। প্রথমটি প্রথমার্ধে, যখন সোফিয়ান বাউফল ফরাসিদের ডি-বক্সে ফাউলের শিকার হয়ে পড়ে যান। দ্বিতীয়টি দ্বিতীয়ার্ধে, তখন সেলিম আমাল্লাহও প্রতিপক্ষের বিপজ্জনক এরিয়ায় ফাউলের শিকার হোন।
ফিফার টেবিলে পাঠানো এফএমআরএফের অভিযোগপত্রে লেখা হয়েছে, ‘এফএরআরএফ প্রাসঙ্গিক সংস্থাকে চিঠি দিয়েছে রেফারিংয়ের সিদ্ধান্তগুলো পর্যালোচনা করার জন্য, যা মরক্কো দলকে দুটি পেনাল্টি থেকে বঞ্চিত করেছে। এ ছাড়া ভিডিও সহকারী রেফারির সাহায্য না নেওয়ায় সমানভাবে বিস্মিত এফএমআরএফ।’
সেমিফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরেছে মরক্কো। তাই দুটি পেনাল্টি না পাওয়ার আক্ষেপ আরও বেশি পোড়াচ্ছে মরক্কানদের।
এসজি