হঠাৎ রিয়ালের ট্রেনিং সেন্টারে রোনালদো!
বিশ্বকাপ শেষ হওয়া দলগুলোর খেলোয়াড়রা ফিরছেন নিজ নিজ ক্লাবে। ক্রিশ্চিয়ানো রোনালদো ফিরবেন কোথায়? এমন প্রশ্নই যখন উঠেছে পর্তুগিজ যুবরাজকে ঘিরে ঠিক তখনই রিয়ালের ট্রেনিং সেন্টারে খুঁজে পাওয়া গেছে রোনালদোকে!
বিস্ফোরক মন্তব্যে ক্লাব হারিয়েছেন সিআরসেভেন। বিশ্বকাপ মিশন শুরুর আগ মুহূর্তে ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ এবং কোচ এরিক টেন হ্যাগের সমালোচনায় মাতেন রোনালদো। তার অভিযোগের তীর এতটাই তীক্ষ্ণ ছিল যে ইতিহাস সেরা ফরোয়ার্ডের সঙ্গে সম্পর্কচ্ছেদ করতে দ্বিতীয়বার ভাবেনি প্রিমিয়ার লিগ ক্লাবটি।
ক্লাবহীন রোনালদোর বিশ্বকাপও ভালো কাটেনি। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে বাদ পড়ে তার দল পর্তুগাল। বিশ্বকাপে দলের শেষ দুই ম্যাচে বদলি হিসেবে নামানো হয় তাকে। তার আগে গ্রুপপর্বে দক্ষিণ কোরিয়া ম্যাচে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে তর্কে জড়িয়ে বিতর্কের জন্ম দেন ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড।
ক্যারিয়ারের শেষভাগে বিতর্কে জড়ানো রোনালদো এখন মুক্ত পাখি। নতুন বছরের ১ জানুয়ারি ফ্রি এজেন্ড হিসেবে নতুন ক্লাবে নাম লেখাতে পারবেন তিনি। শোনা যাচ্ছে, সুযোগের সদ্ব্যবহার করতে সৌদি আরবের ক্লাব আল-নাসের বড় অর্থের একটি প্রস্তাব দিয়েছে পর্তুগিজ যুবরাজকে।
বিদেশি সংবাদমাধ্যমগুলোর মতে, সৌদি ক্লাবের টোপ গিলছেন না রোনালদো। কেননা তার কাছে বিকল্প আছে। তাহলে কি সেটা রিয়াল? সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতে চলেছেন সিআরসেভেন?
বিবিসি তাদের প্রতিবেদনে বলছে, না। সংবাদ সংস্থাটি জানিয়েছে, ফিটনেস ধরে রাখতে আপাতত রিয়ালের ট্রেনিং গ্রাউন্ডে সময় পার করছেন রোনালদো এবং স্প্যানিশ শিবিরে ফেরার কোনো সম্ভাবনা নেই তার।
এসজি