সোমবার, ২১ এপ্রিল ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

মরক্কোর রূপকথা থামিয়ে ফ্রান্স ফাইনালে

থেমে গেছে মরক্কো রূপকথা। কাতার বিশ্বকাপে মরক্কো রূপকথার জন্ম দিয়ে আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেমি ফাইনালে উঠে জন্ম দিয়েছিল রূপকথার। সেই রূপকথায় আরও রং লাগানোর দৃপ্ত ইচ্ছে ছিল মরক্কানদের। কিন্তু তাদের আর নতুন করে রূপকথা লেখার সুযোগ দেয়নি ফ্রান্স। মরক্কোকে থামিয়ে নিজেরা নতুন রেকর্ডের ভাগিদার হয়ে উঠে গেছে ফাইনালে। জিতেছে ২-০ গোলে। গোল করেন হার্নান্দেজ ও রান্দেল। বিশ্বকাপ ফুটবলে ইটালি (১৯৩৪ ও ১৯৩৮), ব্রাজিল (১৯৫৮ ও ১৯৬২), নেদারল্যান্ডস (১৯৭৪ ও ১৯৭৮), আর্জেন্টিনা (১৯৮৬ ও ১৯৯০) পরপর দুবার ফাইনাল খেলেছিলো। বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স এবার ফাইনালে উঠে সে রেকর্ডে ভাগ বসিয়েছে। তবে পরপর তিনবার ফাইনাল খেলার রেকর্ড আছে জার্মানির। তারা ১৯৮২, ১৯৮৬ ও ১৯৯০ সালে ফাইনাল খেলেছিলো। একই রেকর্ড আছে ব্রাজিলের ঝুলিতেও। তারা ১৯৯৪, ১৯৯৮ ও ২০০২ সালে ফাইনাল খেলেছিলো।

এটি ফ্রান্সের চতুর্থবার ফাইনাল উঠা। ১৮ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৯ টায় লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফ্রান্স শিরোপা ধরে রাখার মিশনে মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনার। প্রথম সেমিতে আর্জেন্টিনা মেসির যাদুতে বর্তমান রানার্সআপ ক্রোয়শিয়াকে ৩-০ গোল বিধ্বস্ত করেছিল। ২০০২ সালের পর আবার ল‌্যাথিন আমেরিকা ও ইউরোপের ফাইনাল খেলা হবে। ২০০২ সালে সর্বশেষ ফাইনাল খেলেছিল ব্রাজিল ও জামার্নি। ব্রাজিল জিতেছিল ২-০ গোলে। এরপর চারটি আসরের ফাইনাল হয়েছে ইউরোপের দুই দেশের মাঝে।

দ্বিতীয় সেমিফাইনালে লড়াই ছিল ফ্রান্সের আক্রমণ ভাগ বনাম মরক্কোর রক্ষণভাগ। ফ্রান্সের আক্রমণ ভাগ যেমন যেকোনো দলের জন্য ভীতিকর, তেমনি মরক্কোর রক্ষণ যে কোন দলের জন্য টেনশনের কারণ। অবশ্য মরক্কোর রক্ষণ ফ্রান্সের ভয়ঙ্কর আক্রমণ ভাগের সামনে খুব বেশি সময় টেনশনের কারণ হয়ে উঠতে পারেনি খেলা শুরু হতে না হতেই পাঁচ মিনিটের মাথায় গোল দিয়ে এগিয়ে যায় ফ্রান্স। ডান দিক দিয়ে গড়ে উঠা আক্রমণ মরক্কোর শক্তিশালী রক্ষণকে ফাঁকি দিয়ে বল ঢুকে যায় ভিতরে। সেই বল ধরে বক্সের ভিতর থেকে গ্রিজম্যান পাস দেন এমবাপেকে। বক্সের ভেতর থেকে এমবাপের বাম পায়ের শট মরক্কোর গোলরক্ষক বোঝো ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে দিলেও কিন্তু শেষ রক্ষা হয়নি। সামনে থাকা হার্নান্দেজ বাম পায়ে ভলি শটে গোল করেন। ১৯৫৮ সালের পর বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে এটি ছিল দ্রুততম গোল। সেবার ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে ব্রাজিলের হয়ে দ্বিতীয় মিনিটে গোল করেছিলেন ভাভা। খেলায় ব্রাজিল জয়ী হয়েছিল ৫-২ গোলে। এবারের বিশ্বকাপে মরক্কো প্রথম গোল হজম করে পিছিয়ে পড়ে।

৯ মিনিটে মরক্কোর গোল পরিশোধের সুযোগ নষ্ট করে দেন ফ্রান্সের গোলরক্ষক লরিস। প্রায় ২৫ গজ দূর থেকে ওনাইয়ের ডান পায়ের শট লরিস বাম দিকে জাপিয়ে পড়ে রক্ষা করেন। ১৬ মিনিটে বক্সে ঢুকে জিরোডের বাম পায়ে শট সাইডবারে লেগে ফিরে ফিরে আসে। ৩৫ মিনিটে প্রথমে এমবাপে পরে জিরোড ফাঁকা পোস্টে গোল করতে ব্যর্থ হন। টিচোয়ামেনি বক্সের ভিতর এমবাপেকে ফাঁকায় বল ঠেলে দিয়েছিলেন। মরক্কোর রক্ষণভাগের একজন খেলোয়াড়ের বাধা সত্বেও এমবাপে ডান পায়ের শটে গোলরক্ষককে বোনোকে ঠিকই পরাস্ত করেছিলেন। কিন্তু গোলে প্রবেশের আগে আশরাফ হাকিমি ক্লিয়ার করেন। বল আবার চলে আসে বক্সে। এসময় জিরোডের শট সাইডবার দিয়ে বাইরে চলে গেলে ফ্রান্স গোল বঞ্চিত হয় ।

৪৪ মিনিটে ভাগ্য সহায়তা না করায় মরক্কো গোল পরিশোধ করতে পারেনি। কর্ণার কিক থেকে ইয়ামিকের বাইসাইকেল শট সাইডবারে লাগে ফিরে আসলে মরক্কো নিশ্চিত গোল বঞ্চিত হয়।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে মরক্কো চেপে ধরে ফ্রান্সকে। একের পর এক আক্রমণ রচনা করে ব‌্যতিব‌্যস্ত করে তুলে ফ্রান্সের রক্ষণ। কখনো মরক্কোর খেলোয়াড়ার সুযোগ নষ্ট করেছেন, কখনো ফ্রান্সের খেলোয়াড় নষ্ট করে দিয়েছেন। এ সময় বল দখলে ছিল তাদের বেশি। মরক্কোর আক্রমণ সামাল দিয়ে ফ্রান্সও গোল বাড়িয়ে নেয়ার চেষ্টা করে। তেমনই একটি সুযোগ ছিল ৭১ মিনিটে গ্রিজম‌্যানের ফ্রি কিক থেকে। মার্কোস থুরামের হেড বার ঘেষে বাইরে চলে যায়। ৭৫ মিনিটে বক্সে ঢুকেও শট নিতে দেরি করাতে মরক্কো গোল করার সুযোগ হারায়। বক্সে ঢুকে বদলি হামাদাল্লাহ ফ্রান্সের রক্ষণের একজন খেলোয়াড়কে ডজ দিয়ে অনেকটা ফাঁকায় বামপায়ে শট নিতে পারতেন। কিন্তু তিনি আরও সুবিধাজনক জায়গা খুঁজতে গিয়ে বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। প্রথম চেষ্টায় শট নিলে একটা কিছু হতে পারতো। কারণ এ সময় তার সামনে শুধু গোলরক্ষক ছিলেন। এই ভুলের মাসুল দেয় মরক্কো ৭৯ মিনিটে দ্বিতীয় গোল হজম করে। একটি পরিকল্পিত আক্রমণ থেকে এমবাপে মরক্কোর রক্ষণ তছনছ করে বল বাড়িয়ে দেন ফাঁকায় থাকা বদলি খেলোয়াড় রান্দেল কোলো মুআনিকে। এমবাপে যে এভাবে বল বাড়িয়ে দেবেন, তা বুঝতে পারেনি মরক্কোর রক্ষণের খেলোয়াড়রা। যে কারণে রান্দেলের সামনে একজন খেলোয়াড় থাকার পরও তিনি শুরুতে দৌড়াননি। যখন দৌড় দিয়েছেন, ততক্ষনে রান্দেলে বলের পজিশনে চলে গিয়েছেন। সেখান থেকে তার গোল না করার কোনও কারণই ছিল না। এটি ছিল তার প্রথম আর্ন্তজাতিক গোল।

এ দিন ভাগ‌্য সত‌্যিকার অর্থে মরক্কোর দিক থেকে মুখ তুলে নিয়েছিল। ইনজুরির টাইমের তৃতীয় মিনিটে ওনাইয়ের ডান পায়ের ভলি শট গোলে প্রবেশের মুখে গোললাইন থেকে কাউন্ডেনিশ্চিত গোল রক্ষা করেন। গোলটি পেলেও মরক্কো স্বান্তনার সুযোগ পেত।

এমপি/এএস

Header Ad
Header Ad

ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া অফিস

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের ১৪টি অঞ্চলে আজ ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২১ এপ্রিল) সকাল ৬টা ৪৫ মিনিটে আবহাওয়া অফিসের ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই পূর্বাভাস জানানো হয়।

ঢাকা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, বগুড়া, পাবনা, গাইবান্ধা, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট।

এসব অঞ্চলের উপর দিয়ে পরবর্তী দুই থেকে চার ঘণ্টার মধ্যে ৪৫-৬০ কিলোমিটার বা তারও বেশি গতিতে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বজ্রপাতসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সকাল থেকেই রাজধানীতে গুমোট আবহাওয়া বিরাজ করছে। সকাল ৮টা ৫৫ মিনিট পর্যন্ত আকাশ কালো মেঘে ঢাকা ছিল। ঢাকায় আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িক মেঘলা থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিমি বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা সময়ের সঙ্গে ৩০-৪০ কিমি পর্যন্ত বাড়তে পারে। দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে।

সকাল ৬টায় ঢাকায় রেকর্ড করা তাপমাত্রা:

- সর্বোচ্চ: ২৮.২ ডিগ্রি সেলসিয়াস
- সর্বনিম্ন: ২৮.০ ডিগ্রি সেলসিয়াস
- বাতাসে আর্দ্রতা: ৮৭ শতাংশ

চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সূত্র: আবহাওয়া অধিদপ্তর

Header Ad
Header Ad

গ্রীষ্মে স্বাভাবিক থাকবে বিদ্যুৎ সরবরাহ: বিপিডিবি চেয়ারম্যান

ছবি: সংগৃহীত

চলতি গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আশাবাদ প্রকাশ করেছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিম। তিনি জানান, বিদ্যমান সব বিদ্যুৎকেন্দ্র সচল রাখতে কাজ করে যাচ্ছে কর্তৃপক্ষ, যাতে গ্রীষ্মকালে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করা যায়।

বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমানে গড়ে দৈনিক ১৪,০০০ থেকে ১৪,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যেখানে গড় চাহিদা প্রায় ১৫,০০০ মেগাওয়াট। গ্রীষ্মে এই চাহিদা সর্বোচ্চ ১৭,৮০০ মেগাওয়াট পর্যন্ত পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে, যেখানে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৭,২৬০ মেগাওয়াট।

গত শনিবার দেশে উৎপাদিত বিদ্যুৎ ছিল ১১,৯৭১ মেগাওয়াট, যার বিপরীতে চাহিদা ছিল ১৪,৪৫১ মেগাওয়াট। রবিবার কর্মদিবস হওয়ায় চাহিদা আরও বেড়ে যায়। যদিও গ্রীষ্মে প্রায় ৭৫০ মেগাওয়াট ঘাটতির আশঙ্কা রয়েছে, বিপিডিবি মনে করে এই ঘাটতি কাটিয়ে ওঠা সম্ভব হবে।

চেয়ারম্যান জানান, বিদ্যুৎ বিভ্রাটের পেছনে কারিগরি ত্রুটি বা প্রাকৃতিক দুর্যোগ (যেমন ঝড় বা বৃষ্টিপাত) একটি বড় কারণ। এছাড়া গ্যাসের চাহিদা পূরণে সরকার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করছে, যা বিদ্যুৎ উৎপাদনের অন্যতম প্রধান জ্বালানি। ইতোমধ্যে স্পট মার্কেট থেকে দুটি কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকার। এর আগে মার্চে যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি থেকেও এলএনজি আনা হয়েছে।

বিদ্যুৎ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, লোডশেডিং কমাতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। সাশ্রয়ের লক্ষ্যে সরকারি অফিস, ব্যাংক, বাসাবাড়ি ও মসজিদে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে না নামানোর পরামর্শ দিয়েছেন তিনি। এভাবে প্রতিদিন ২,০০০ থেকে ৩,০০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব হবে।

সরবরাহ ও চাহিদার ভারসাম্য রক্ষায় সরকারের নানা উদ্যোগের কারণে চলতি গ্রীষ্মে বিদ্যুৎ পরিস্থিতি তুলনামূলক স্বস্তিদায়ক থাকবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: বাসস

Header Ad
Header Ad

পরমাণু কর্মসূচি থেকে না সরার ঘোষণা ইরানের

ছবি: সংগৃহীত

ইরান তার পরমাণু কর্মসূচি থেকে একচুলও সরছে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি সাফ জানিয়ে দিয়েছেন, ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার ইরানের জন্য একটি ‘লাল রেখা’। যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষ আলোচনাতেও এই অবস্থান থেকে কোনোভাবেই সরে আসা হবে না।

রবিবার ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের এক বৈঠকে এই মন্তব্য করেন ঘারিবাবাদি। বৈঠকে তিনি ইতালির রোমে তেহরান-ওয়াশিংটনের মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনা সম্পর্কে আইনপ্রণেতাদের বিস্তারিত অবহিত করেন।

কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই জানিয়েছেন, ঘারিবাবাদি আলোচনার মূল বিষয়গুলো তুলে ধরেছেন। বৈঠকে তিনি পুনরায় জোর দিয়ে বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না এবং দেশটির পরমাণু কার্যক্রম সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

ঘারিবাবাদি আরও বলেন, আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল ইরানের ওপর আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞা—বিশেষ করে মার্কিন কংগ্রেসের আইন এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ। ইরান চায়, এসব নিষেধাজ্ঞা যেন সম্পূর্ণরূপে এবং কার্যকরভাবে প্রত্যাহার করা হয়। শুধুমাত্র প্রতীকীভাবে নয়, বরং ইরানি জনগণের জন্য বাস্তব অর্থনৈতিক সুফল নিশ্চিত করতে হবে।

সূত্র: প্রেস টিভি

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া অফিস
গ্রীষ্মে স্বাভাবিক থাকবে বিদ্যুৎ সরবরাহ: বিপিডিবি চেয়ারম্যান
পরমাণু কর্মসূচি থেকে না সরার ঘোষণা ইরানের
পর্যটকদের ভ্যাটের অর্থ ফেরত দেবে সৌদি সরকার
আজ কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
ভুল বোঝাবুঝিতে গাজায় ১৪ জরুরি সেবাদাতা কর্মীকে হত্যা!
জেলা প্রশাসকের দফতরে স্মারকলিপি দিল আওয়ামী লীগ
বিয়ের আশ্বাসে স্বামীর ১১ লাখ টাকা নিয়ে ঘর ছাড়লেন নারী, প্রেমিকের ফাঁদে পড়ে দলবেঁধে ধর্ষণের শিকার
বিয়ে না করেই পঞ্চাশে অন্তঃসত্ত্বা অভিনেত্রী, তোলপাড় নেটদুনিয়া
পারভেজের মৃত্যুতে গ্রামের বাড়িতে মাতম, পাগলপ্রায় মা-বাবা ও একমাত্র বোন
বাংলাদেশের হয়ে খেলতে রাজি কিউবা মিচেল
আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন নুর
২০২৫ শেষ হওয়ার আগেই ৫০ সেঞ্চুরিতে দেশের প্রথম এনামুল হক
ভিসা বাতিল করায় ট্রাম্পের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা
একনেকে ২৪ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
বিগত ৩ নির্বাচনের সঙ্গে জড়িতদের বিচার চায় এনসিপি
এপ্রিলে ১৯ দিনেই প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ২১ হাজার কোটি টাকা ছাড়াল
দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া নিয়ে বিএনপির অভিমত
ফাইয়াজের মামলায় আইন মন্ত্রণালয়ের এখতিয়ার নেই: আসিফ নজরুল
ভারতের উত্তরপ্রদেশে এক ছাত্রীকে ৭ দিন ধরে আটকে ২৩ জন মিলে ধর্ষণ!