সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | ১১ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

মরক্কোর রূপকথা থামিয়ে ফ্রান্স ফাইনালে

থেমে গেছে মরক্কো রূপকথা। কাতার বিশ্বকাপে মরক্কো রূপকথার জন্ম দিয়ে আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেমি ফাইনালে উঠে জন্ম দিয়েছিল রূপকথার। সেই রূপকথায় আরও রং লাগানোর দৃপ্ত ইচ্ছে ছিল মরক্কানদের। কিন্তু তাদের আর নতুন করে রূপকথা লেখার সুযোগ দেয়নি ফ্রান্স। মরক্কোকে থামিয়ে নিজেরা নতুন রেকর্ডের ভাগিদার হয়ে উঠে গেছে ফাইনালে। জিতেছে ২-০ গোলে। গোল করেন হার্নান্দেজ ও রান্দেল। বিশ্বকাপ ফুটবলে ইটালি (১৯৩৪ ও ১৯৩৮), ব্রাজিল (১৯৫৮ ও ১৯৬২), নেদারল্যান্ডস (১৯৭৪ ও ১৯৭৮), আর্জেন্টিনা (১৯৮৬ ও ১৯৯০) পরপর দুবার ফাইনাল খেলেছিলো। বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স এবার ফাইনালে উঠে সে রেকর্ডে ভাগ বসিয়েছে। তবে পরপর তিনবার ফাইনাল খেলার রেকর্ড আছে জার্মানির। তারা ১৯৮২, ১৯৮৬ ও ১৯৯০ সালে ফাইনাল খেলেছিলো। একই রেকর্ড আছে ব্রাজিলের ঝুলিতেও। তারা ১৯৯৪, ১৯৯৮ ও ২০০২ সালে ফাইনাল খেলেছিলো।

এটি ফ্রান্সের চতুর্থবার ফাইনাল উঠা। ১৮ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৯ টায় লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফ্রান্স শিরোপা ধরে রাখার মিশনে মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনার। প্রথম সেমিতে আর্জেন্টিনা মেসির যাদুতে বর্তমান রানার্সআপ ক্রোয়শিয়াকে ৩-০ গোল বিধ্বস্ত করেছিল। ২০০২ সালের পর আবার ল‌্যাথিন আমেরিকা ও ইউরোপের ফাইনাল খেলা হবে। ২০০২ সালে সর্বশেষ ফাইনাল খেলেছিল ব্রাজিল ও জামার্নি। ব্রাজিল জিতেছিল ২-০ গোলে। এরপর চারটি আসরের ফাইনাল হয়েছে ইউরোপের দুই দেশের মাঝে।

দ্বিতীয় সেমিফাইনালে লড়াই ছিল ফ্রান্সের আক্রমণ ভাগ বনাম মরক্কোর রক্ষণভাগ। ফ্রান্সের আক্রমণ ভাগ যেমন যেকোনো দলের জন্য ভীতিকর, তেমনি মরক্কোর রক্ষণ যে কোন দলের জন্য টেনশনের কারণ। অবশ্য মরক্কোর রক্ষণ ফ্রান্সের ভয়ঙ্কর আক্রমণ ভাগের সামনে খুব বেশি সময় টেনশনের কারণ হয়ে উঠতে পারেনি খেলা শুরু হতে না হতেই পাঁচ মিনিটের মাথায় গোল দিয়ে এগিয়ে যায় ফ্রান্স। ডান দিক দিয়ে গড়ে উঠা আক্রমণ মরক্কোর শক্তিশালী রক্ষণকে ফাঁকি দিয়ে বল ঢুকে যায় ভিতরে। সেই বল ধরে বক্সের ভিতর থেকে গ্রিজম্যান পাস দেন এমবাপেকে। বক্সের ভেতর থেকে এমবাপের বাম পায়ের শট মরক্কোর গোলরক্ষক বোঝো ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে দিলেও কিন্তু শেষ রক্ষা হয়নি। সামনে থাকা হার্নান্দেজ বাম পায়ে ভলি শটে গোল করেন। ১৯৫৮ সালের পর বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে এটি ছিল দ্রুততম গোল। সেবার ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে ব্রাজিলের হয়ে দ্বিতীয় মিনিটে গোল করেছিলেন ভাভা। খেলায় ব্রাজিল জয়ী হয়েছিল ৫-২ গোলে। এবারের বিশ্বকাপে মরক্কো প্রথম গোল হজম করে পিছিয়ে পড়ে।

৯ মিনিটে মরক্কোর গোল পরিশোধের সুযোগ নষ্ট করে দেন ফ্রান্সের গোলরক্ষক লরিস। প্রায় ২৫ গজ দূর থেকে ওনাইয়ের ডান পায়ের শট লরিস বাম দিকে জাপিয়ে পড়ে রক্ষা করেন। ১৬ মিনিটে বক্সে ঢুকে জিরোডের বাম পায়ে শট সাইডবারে লেগে ফিরে ফিরে আসে। ৩৫ মিনিটে প্রথমে এমবাপে পরে জিরোড ফাঁকা পোস্টে গোল করতে ব্যর্থ হন। টিচোয়ামেনি বক্সের ভিতর এমবাপেকে ফাঁকায় বল ঠেলে দিয়েছিলেন। মরক্কোর রক্ষণভাগের একজন খেলোয়াড়ের বাধা সত্বেও এমবাপে ডান পায়ের শটে গোলরক্ষককে বোনোকে ঠিকই পরাস্ত করেছিলেন। কিন্তু গোলে প্রবেশের আগে আশরাফ হাকিমি ক্লিয়ার করেন। বল আবার চলে আসে বক্সে। এসময় জিরোডের শট সাইডবার দিয়ে বাইরে চলে গেলে ফ্রান্স গোল বঞ্চিত হয় ।

৪৪ মিনিটে ভাগ্য সহায়তা না করায় মরক্কো গোল পরিশোধ করতে পারেনি। কর্ণার কিক থেকে ইয়ামিকের বাইসাইকেল শট সাইডবারে লাগে ফিরে আসলে মরক্কো নিশ্চিত গোল বঞ্চিত হয়।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে মরক্কো চেপে ধরে ফ্রান্সকে। একের পর এক আক্রমণ রচনা করে ব‌্যতিব‌্যস্ত করে তুলে ফ্রান্সের রক্ষণ। কখনো মরক্কোর খেলোয়াড়ার সুযোগ নষ্ট করেছেন, কখনো ফ্রান্সের খেলোয়াড় নষ্ট করে দিয়েছেন। এ সময় বল দখলে ছিল তাদের বেশি। মরক্কোর আক্রমণ সামাল দিয়ে ফ্রান্সও গোল বাড়িয়ে নেয়ার চেষ্টা করে। তেমনই একটি সুযোগ ছিল ৭১ মিনিটে গ্রিজম‌্যানের ফ্রি কিক থেকে। মার্কোস থুরামের হেড বার ঘেষে বাইরে চলে যায়। ৭৫ মিনিটে বক্সে ঢুকেও শট নিতে দেরি করাতে মরক্কো গোল করার সুযোগ হারায়। বক্সে ঢুকে বদলি হামাদাল্লাহ ফ্রান্সের রক্ষণের একজন খেলোয়াড়কে ডজ দিয়ে অনেকটা ফাঁকায় বামপায়ে শট নিতে পারতেন। কিন্তু তিনি আরও সুবিধাজনক জায়গা খুঁজতে গিয়ে বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। প্রথম চেষ্টায় শট নিলে একটা কিছু হতে পারতো। কারণ এ সময় তার সামনে শুধু গোলরক্ষক ছিলেন। এই ভুলের মাসুল দেয় মরক্কো ৭৯ মিনিটে দ্বিতীয় গোল হজম করে। একটি পরিকল্পিত আক্রমণ থেকে এমবাপে মরক্কোর রক্ষণ তছনছ করে বল বাড়িয়ে দেন ফাঁকায় থাকা বদলি খেলোয়াড় রান্দেল কোলো মুআনিকে। এমবাপে যে এভাবে বল বাড়িয়ে দেবেন, তা বুঝতে পারেনি মরক্কোর রক্ষণের খেলোয়াড়রা। যে কারণে রান্দেলের সামনে একজন খেলোয়াড় থাকার পরও তিনি শুরুতে দৌড়াননি। যখন দৌড় দিয়েছেন, ততক্ষনে রান্দেলে বলের পজিশনে চলে গিয়েছেন। সেখান থেকে তার গোল না করার কোনও কারণই ছিল না। এটি ছিল তার প্রথম আর্ন্তজাতিক গোল।

এ দিন ভাগ‌্য সত‌্যিকার অর্থে মরক্কোর দিক থেকে মুখ তুলে নিয়েছিল। ইনজুরির টাইমের তৃতীয় মিনিটে ওনাইয়ের ডান পায়ের ভলি শট গোলে প্রবেশের মুখে গোললাইন থেকে কাউন্ডেনিশ্চিত গোল রক্ষা করেন। গোলটি পেলেও মরক্কো স্বান্তনার সুযোগ পেত।

এমপি/এএস

Header Ad
Header Ad

এবার মেহেদি হাসান ও বিপ্লব কুমার চাকরি থেকে বরখাস্ত

যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার ও ট্রাফিকের যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদি হাসান। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিএমপি) পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (দক্ষিণ) বিপ্লব কুমার সরকার ও ডিএমপির ট্রাফিকের (দক্ষিণ) যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদি হাসানকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারিকৃত সিনিয়র সচিব নাসিমুল গণির সই করা পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) বিপ্লব কুমার সরকার এবং ডিএমপির ট্রাফিকের (দক্ষিণ) যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান গত বছরের ৬ আগস্ট থেকে যথাযথ কর্তৃপক্ষকে মৌখিক বা লিখিতভাবে অবহিত না করে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

সেহেতু, বিপ্লব কুমার সরকার এবং এস এম মেহেদী হাসানকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ২ (চ) বিধি অনুযায়ী ২০২৪ সালের ৬ আগস্ট থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।

Header Ad
Header Ad

এমসি কলেজ শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জামায়াত আমিরের দায় স্বীকার  

সিলেট নগরীর সোবাহানীঘাট এলাকায় একটি বেসরকারি হাসপাতালের বোর্ড রুমে তালামীযে ইসলামিয়া ও জামায়াতে ইসলামীর মধ্যে বৈঠক হয়। ছবিঃ সংগৃহীত

সিলেটের এমসি কলেজে ছাত্রাবাসে তালামীযে ইসলামিয়ার এক কর্মীকে মারধরের ঘটনায় ছাত্রশিবিরের কিছু কর্মী জড়িত বলে জানিয়েছে জামায়াত ইসলামী।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট নগরীর সোবাহানীঘাট এলাকায় একটি বেসরকারি হাসপাতালের বোর্ড রুমে তালামীযে ইসলামিয়া ও জামায়াতে ইসলামীর মধ্যে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন জামায়াতের সিলেট মহানগরের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।

তিনি বলেন, “ফেইসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে সেখানে (এমসি কলেজে) যে বাড়াবাড়িটুকু হয়েছে, আমাদের দৃষ্টিতে সেখানে ছাত্রশিবিরের কিছুসংখ্যক কর্মী এটার সঙ্গে জড়িত এবং যেটা করেছে সেটা অন্যায়ভাবে করেছে এবং সেটা দুঃখজনক। আমরা এই ঘটনার নিন্দা জানাই। দুঃখপ্রকাশ করছি।”

শিবির ও তালামীযকে একই আদর্শের সংগঠন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “দুটি সংগঠনই আমাদের হৃদয়ের ভালোবাসার সংগঠন। আমরা পরস্পরই ইসলামী সংগঠন, আমরা দেশ ও জাতির ভালো চাই। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হলে বিরোধীপক্ষ উপকৃত হবে। ভবিষ্যতে আর কোনো এ ধরণের ভুলবুঝাবুঝি তৈরি হলে আমরা পরস্পর বসে এ ব্যাপারে মীমাংসার দিকে যাব। কোন কর্মীও যেনো বাড়াবাড়ি না করে।”

এর আগে বুধবার রাতে এমসি কলেজ ছাত্রাবাসে ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ ওঠে ছাত্র শিবিরের বিরুদ্ধে।

আহত রিয়াদ আনজুমানে তালামীযে ইসলামীয়া নামের একটি রাজনৈতিক সংগঠনের এমসি কলেজ শাখার সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

এদিকে, রোববার রাতে সিলেট মহানগর জামায়াতের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, "এমসি কলেজ ছাত্রাবাসে শিক্ষার্থীদের মাঝে সৃষ্ট অনাকাঙ্খিত ঘটনার আপোষ নিষ্পত্তি হয়েছে। কয়েকজন ছাত্রের মধ্যে সংঘটিত অনাকাঙ্খিত ঘটনাটি নিয়ে তৃতীয় পক্ষের অবৈধ ফায়দা হাসিল ও ষড়যন্ত্র নস্যাৎ করতে এক মতবিনিময় সভা করেন সিলেট জামায়াত ও আঞ্জুমানে আল ইসলাহ নেতৃবৃন্দ।"

“সভায় সংঘটিত অনাকাঙ্খিত ঘটনার ব্যাপারে নিন্দা জানানো হয় ও দুঃখ প্রকাশ করা হয়। এছাড়া ইসলামী সংগঠনগুলোর মধ্যে ঐক্য সুদৃঢ় করা, পরস্পর উস্কানী ও উত্তেজনামূলক বক্তব্য পরিহারের আহ্বান জানানো হয়। দুই পক্ষের মধ্যে সৃষ্ট ঘটনায় ৩য় পক্ষ যাতে অবৈধ ফায়দা হাসিল করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়। ”

মতবিনিময় সভায় জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান এবং জেলা জামায়াত নেতা ও সাবেক দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ।

আঞ্জুমানে আল ইসলাহ নেতৃবৃন্দের পক্ষে উপস্থিত ছিলেন- মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী, মাওলানা রফিকুল ইসলাম খান, এডভোকেট মাওলানা আব্দুর রকীব, হাফিজ নাজমুল হুদা, মাওলানা জৈন উদ্দিন ও কাজী বুরহান উদ্দিন।

এদিকে, সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলামের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে রাতে ছাত্রশিবির সিলেট মহানগর শাখা সভাপতি শাহীন আহমদ ও সেক্রেটারি শহিদুল ইসলাম সাজু যৌথ বিবৃতি দিয়েছেন।

ছাত্রশিবির মহানগর শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক নাঈম হোসাইন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, “সিলেটের এমসি কলেজে গত ১৯ ফেব্রুয়ারি দিনগত রাতে শিক্ষার্থীদের পারস্পরিক দ্বন্দ্বে হাতাহাতির ঘটনায় কয়েকজন আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে কিছু স্থানীয় রাজনৈতিক মহল ফায়দা হাসিল করতে ছাত্রশিবিরের ওপর দায় চাপিয়ে আসছে। রোববার সন্ধ্যায় মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলামের প্রদত্ত বক্তব্য আমাদের নজরে আসে। আমরা তার এই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ”

বিবৃতিতে উল্লেখ করা হয়, “শিক্ষার্থীদের পারস্পরিক দ্বন্দ্বকে সংঘবদ্ধ অপপ্রচারের মাধ্যমে ছাত্রশিবিরে ওপর দায় দিয়ে দেওয়ার অপচেষ্টা ইতোমধ্যে দেশবাসীর দৃষ্টিগোচর হয়েছে। সিলেট মহানগর জামায়াতের আমিরও এ অপপ্রচার দ্বারা বিভ্রান্ত হয়েছেন বলে মনে করছেন তারা। তারা অবিলম্বে এ বক্তব্য প্রত্যাহারের জন্য আহ্বান জানান।”

Header Ad
Header Ad

লালমনিরহাটে জামাত-শিবিরের কলেজ দখলের চেষ্টা

ছবিঃ সংগৃহীত

লালমনিরহাটের হাতিবান্দা মডেল কলেজ দখলের অপচেষ্টা চালিয়েছে জামাত-শিবিরের নেতাকর্মীরা। তবে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে একদল জামাত-শিবির কর্মী কলেজ ক্যাম্পাসে জড়ো হয়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে। তারা লাঠিসোটা নিয়ে কলেজ প্রশাসনের ওপর হামলার চেষ্টা চালায় এবং কলেজের আসবাবপত্র ভাঙচুর করে।

এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র শিক্ষা প্রতিষ্ঠানটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার অপচেষ্টা চালিয়ে আসছে। তবে প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়েছে।

কলেজের এক কর্মচারী জানান, জামাত-শিবিরের কর্মীরা তাকে বেধড়ক মারধর করেছে।

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, "যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদের অবশ্যই গ্রেপ্তার করা হবে। এখানে একটি সংঘবদ্ধ মব তৈরির চেষ্টা চলছিল, যা আমরা প্রতিহত করেছি।"

তিনি আরও জানান, "অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলছে। তবে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়, সেটিও নিশ্চিত করা হবে।"

এ ঘটনায় কয়েকজন শিবির কর্মীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

এবার মেহেদি হাসান ও বিপ্লব কুমার চাকরি থেকে বরখাস্ত
এমসি কলেজ শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জামায়াত আমিরের দায় স্বীকার  
লালমনিরহাটে জামাত-শিবিরের কলেজ দখলের চেষ্টা
গাইবান্ধায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার  
এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে ঢাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চ্যানেল ‘চ্যানেল ওয়ান’ সম্প্রচারে বাধা নেই  
নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভাঙার অভিযোগ  
‘ডু অর ডাই’ ম্যাচে নিউজল্যান্ডের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ
আ:লীগ পাচার হওয়া অর্থ দিয়ে দেশকে অস্থিতিশীল করছে : স্বরাষ্ট্র উপদেষ্টা  
বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি সোনা ছিনতাই    
চট্টগ্রাম কলেজে ছাত্রদলের ওপর ছাত্রশিবিরের হামলা
সেমিফাইনালের পথে ভারত, কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানের হার
নাহিদের পদত্যাগ নিয়ে যা জানা গেল
দুর্ঘটনায় আহত ছেলেকে হাসপাতালে দেখতে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল মায়ের
অতিরিক্ত দুশ্চিন্তা দ্রুত মৃত্যু ডেকে আনে!
জীবন থাকতে কোনো স্থানীয় নির্বাচন করতে দেওয়া হবে না: ইঞ্জিনিয়ার ইশরাক
২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা, সরকারি ছুটি নিয়ে যা জানা গেল!
ঢাবির মধুর ক্যান্টিনে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন, ছাত্রদলের নিন্দা
ভারতে ৫ বছর ধরে নিকটজনদের কাছে ধর্ষণের শিকার কিশোরী
ইলন মাস্ককে বাংলাদেশ সফর ও স্টারলিংক চালুর আমন্ত্রণ প্রধান উপদেষ্টার