‘নেইমার ফিরবে আরও শক্তিশালী হয়ে’

কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে বিশ্বকাপ শেষ হয়ে গেছে ব্রাজিলের। চোখের জলে বিদায় নিতে হয়েছে সেলেসাওদের পোস্টার বয় নেইমারকে। কোচ তিতে নিয়েছেন বিদায়। পুরো ব্রাজিল শিবিরে এখনো শোকাবহ পরিস্থিতি।
দলের এমন বিপর্যয়ে সাবেক তারকা ফুটবলাররা এগিয়ে এসেছেন। ব্রাজিলের বিশ্বকাপজয়ী স্ট্রাইকার রোনালদো নাজিরিওই যেমন বলেছেন, নেইমার আগামী বিশ্বকাপও খেলবে এবং শক্তিশালী হয়েই ফিরবে।
তিনি বলেন, ‘আমি মনে করি, এই মুহূর্তে সে বিশ্বকাপ থেকে বাদ পড়ার কারণে হতাশ। তাই তার ওভাবে (ব্রাজিলের হয়ে আর না খেলার) ভাবাটাই স্বাভাবিক। তবে আমি নিশ্চিত সে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে এবং জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবে।’
ফেনোমেনন খ্যাত এই ফুটবলার আরও বলেন, ‘সে এখনো তরুণ এবং আমি বিশ্বাস করি, আগামী বিশ্বকাপে সে খেলতে পারবে। আমি খুব খুশি যে সে বিশ্বকে জাতীয় দলের প্রতি তার নিবেদন দেখিয়েছে এবং এজন্য গত ছয় মাসে নিজের যত্ন নিয়েছে।’
এসজি
