ইনজুরির দুর্ভাবনা নেই মরক্কো শিবিরে

উদ্বেগ রয়েছে যে ফ্রান্সের বিপক্ষে ইনজুরির কারণে মরক্কোর স্বাভাবিক খেলা ব্যাহত হতে পারে, বিশেষ করে রক্ষণে। কারণ দলটির সেন্টার-ব্যাক নায়েফ আগুয়ের্দ এবং ডিফেন্ডার রোমেইন সাইসের সেমিফাইনালে খেলা নিয়ে শঙ্কা রয়েছে। তবে সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন মরক্কো কোচ ওয়ালিদ রেগ্রাগুই।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ম্যাচ পূর্ববর্তী আনুষ্ঠানিকতায় তিনি বলেন, ‘সবাই জানে আমাদের (দলে) অনেক ইনজুরি আছে কিন্তু আমাদের চমৎকার মেডিকেল স্টাফ আছে। তারা খুব কঠোর পরিশ্রম করছে এবং প্রতিদিন ভালো খবর নিয়ে আসছে। কেউ আপাতত মাঠের বাইরে নেই, আমরা সম্ভাব্য সেরা দলটিই মাঠে নামাব।’
এদিকে ধারণা করা হচ্ছে, আগামীকাল (১৪ ডিসেম্বর) আল বায়েত স্টেডিয়ামে জাতীয় দলকে সমর্থন জানাতে উপস্থিত থাকবে মরক্কোর প্রায় ২০ হাজার ফুটবলপ্রেমী। সরকারি এবং বেসরকারি উদ্যোগে তুলনামূলক অল্প খরচে কাতারমুখী হচ্ছেন ভক্তরা। দলটির উইঙ্গার ইলিয়াস চেরের বিশ্বাস, ভক্তদের আরও গর্বিত করতে পারবেন তারা।
কোচ রেগ্রাগুইয়ের সঙ্গে একই মঞ্চে বসে থাকা ইলিয়াস চেরের ভাষ্য ছিল এমন, ‘ভক্তদের জন্য খেলা এবং তাদের গর্বিত করা একটি বড় সম্মানের বিষয়। তারা বিশ্বের সেরা ভক্ত। ম্যাচে আমরা আমাদের সবকিছু দিতে মুখিয়ে রয়েছি এবং আশা করি শেষ পর্যন্ত সেরা হতে পারব।’
এসজি
