পিটার স্মাইকেলের বাজি ক্রোয়েশিয়া
কাতারে ফেবারিটদের ভিড়ে ক্রোয়েশিয়া আর মরক্কোর সেমিফাইনাল খেলা বেশ অবাক করার মতো। অপ্রত্যাশিতভাবেই সেরা চারে আর্জেন্টিনা ও ফ্রান্সের সঙ্গী হয়েছে দুই মহাদেশের দুই দল। তাই অঘটনের বিশ্বকাপে ক্রোয়েশিয়ার পক্ষেই বাজি ধরলেন পিটার স্মাইকেল।
শেষ চারে ভিন্ন দুই ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া এবং ফ্রান্স-মরক্কো। আজ টুর্নামেন্টের প্রথম ফাইনালিস্ট পেয়ে যাবে বিশ্বকাপ। বুধবার নিষ্পত্তি হবে দ্বিতীয় সেমিফাইনালের।
সেরা চারের লড়াই শুরুর আগে বিবিসি রেডিওকে ডেনমার্কের সাবেক গোলরক্ষক স্মাইকেল বলেছেন, ‘এই মুহূর্তে আমি কাউকে ফেবারিট দেখছি না। তবে ক্রোয়েশিয়া জিততে পারে। তারা সেরা মানের ফুটবল খেলছে না কিন্তু স্নায়ুচাপ ধরে রাখতে পারে এবং তাদের লুকা মদ্রিচ আছে। আমি বলব না যে তারা ফেবারিট কিন্তু জিততে পারে।’
ম্যানইউ লিজেন্ড যোগ করেন, ‘মরক্কোও কিছু ঘটাতে পারে। আমি মনে করি এই স্কোয়াডের জন্য এটা একটু বেশি হতে পারে। এরপর আছে ফ্রান্স ও আর্জেন্টিনা। বিশ্বকাপ ধরে রাখা খুব কঠিন এবং এটি বড় অর্জন হবে। তবে আমাদের কাছে লিওনেল মেসির গল্পও রয়েছে।’
আরএ/