বিশ্বকাপের সেমিতে হারে না আর্জেন্টিনা
বিশ্বকাপ ফুটবলে সেমিতে ওঠা মানেই আর্জেন্টিনার জন্য ফাইনালের টিকিট সুনিশ্চিত। কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচের আগে এমন পরিসংখ্যান স্বস্তি বুলিয়ে দিচ্ছে আর্জেন্টাইন শিবিরে।
১৯৩০,১৯৮৬, ১৯৯০ ও ২০১৪- মোট চারটি বিশ্বকাপের সেমিফাইনালে উঠে প্রতিবার ফাইনালের টিকিট পেয়েছিল আর্জেন্টিনা। ফাইনালে উঠে এর মধ্যে তিনবার হার, একবার জয় (১৯৮৬)। ১৯৭৮ বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলেও সে আসরে ছিল না সেমিফাইনালের সিস্টেম।
কোয়ার্টার ফাইনালে টাইব্রেকে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিতে উঠে আসা আর্জেন্টিনা মঙ্গলবার রাতে মাঠে নামবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। গত রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে এই ক্রোয়েশিয়ার সঙ্গে হেরেছিল মেসিরা। সেই হারের শোধ তুলে ফাইনালে চোখ আলবিসেলেস্তেদের।
সেমিফাইনালে হারে রেকর্ড নেই আর্জেন্টিনার। এমন পরিসংখ্যান স্বস্তি দিলেও আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি তাতে গা ভাসিয়ে দিচ্ছেন না। বরং তিনি বলেছেন, ‘গোটা দেশের সমর্থন আছে আমাদের। আমরা ম্যাচ ধরে ধরে এগোতে চাই। এর বেশি কিছু ভাবতে চাই না।’
ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের কৌশল প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘অন্যান্য প্রতিপক্ষের বিরুদ্ধে যেমন প্রস্তুতি নিয়েছিলাম, তেমন প্রস্তুতিই থাকবে। সৌদি আরবের কাছে হারের পর থেকেই সব ম্যাচ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমাদের চেষ্টা থাকবে সেরাটা দেওয়ার।’
এমএমএ/