ব্যক্তিগত বিমানে দেশে ফিরছেন রোনালদো
কাতার বিশ্বকাপটা ছিল তার জন্য বেশ চাপের। একদিকে ম্যানইউর সঙ্গে চুক্তি বাতিল। এর উপর জাতীয় দলের কোচ সান্তোসের সঙ্গে দ্বন্দ্ব। সব মিলিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর এবারের শেষ বিশ্বকাপটা খুব হতাশারই। মরক্কোর মতো দলের সঙ্গে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় ঘন্টা বেজেছে সিআরসেভেনের।
কাতার ছাড়ার প্রস্তুতি নিচ্ছে পর্তুগাল। তার আগে ব্যক্তিগত বিমানে পর্তুগালের উদ্দেশ্যে একাই রওনা দিয়েছেন রোনালদো। সোমবার সকালে দোহা থেকে বিশেষ জেটে নিজ দেশের উদ্দেশে রওনা দেন তিনি।
শেষ ষোলোতে সুইজারল্যান্ডের বিরুদ্ধে শুরুর একাদশে ছিলেন না রোনালদো। যা নিয়ে সমালোচনা শুরু।
কোচ সান্তোসের সঙ্গে ম্যাচের পর হয় বাকবিতণ্ডাও। শেষ আটে মরক্কোর বিপক্ষেও শুরুর একাদশে ছিলেন না রোনালদো। বদলি হিসেবে নামেন ৫১ মিনিটে। দল তখন ১ গোলে পিছিয়ে।
অথচ ভাগ্য বিরুপ না হলে হিরো হতে পারতেন এই ম্যাচে রোনালদো। দলও উঠতে পারত সেমিতে। কিন্তু গোলের খেলা ফুটবল। সেই কাজটি বাকি সময়ে করতে পারেননি রোনালদো কয়েকটি সুযোগ পেয়েও। দলের সঙ্গে বিশ্বকাপ থেকে বিদায় ঘন্টা বাজে রোনালদোরও।
এমএমএ/