আর্জেন্টিনার জয়ের আশায় ব্রাজিল
বাংলাদেশের প্রেক্ষাপটে এমনটি হওয়ার সম্ভাবনা শূন্য শতাংশ। আর্জেন্টিনার ভক্ত হয়ে কেউ ব্রাজিলের জয় কামনা করবে না। ঠিক তেমন ব্রাজিলের ভক্তও জয় প্রত্যাশা করবে না আর্জেন্টিনার।
ভক্তদের মাঝে রেষারেষি থাকলেও লাতিন আমেরিকার দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনার পারস্পরিক সম্পর্কটা এবার বেশ উষ্ণ। কিছুদিন আগে আর্জেন্টিনার কোচ স্কালোনি বলেছিলেন, আর্জেন্টিনা যদি বাদ পড়ে যায় তাহলে তিনি সমর্থন দেবেন ব্রাজিলকে। এবার ব্রাজিলের পক্ষ থেকে আসল ঘোষণা, সেমিতে জিতুক আর্জেন্টিনা এমনটা মনে প্রাণে চাচ্ছে ব্রাজিলও।
কথাটি ব্রাজিলের কোনো ভক্ত বা সমর্থক বলেননি, বলেছেন দেশটির ফুটবল সংস্থার ভাইস প্রেসিডেন্ট ফার্নান্দো সার্নে। অবাক করার মতো হলেও কথাটি সত্য। তিনি বলেছেন, ‘আমাদের একতা বজায় রাখতে হবে। এখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, আমরা সবাই আর্জেন্টাইন। আমি আশা করি, তারা বিশ্ব সেরার ট্রফি দক্ষিণ আমেরিকায় নিয়ে আসবে।’
ব্রাজিল কোয়ার্টার ফাইনালে জিততে পারলে সেমিতে তাদের দেখা হতো আর্জেন্টিনার। ৩২ বছর পর বিশ্বকাপে দেখা মিলত সুপার এল ক্লাসিকোর। কিন্তু তা হয়নি। নেইমারদের বিদায়ে বিশ্বকাপের জৌলুস অনেকটাই হারিয়েছে।
আগামীকাল মঙ্গলবার রাত ১টায় লুসাইল স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। পরদিন একই সময়ে দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও আসরের চমকিত দল মরক্কো।
এমএমএ/