ক্রোয়েশিয়ার বিপক্ষে যে হার ভুলেনি আর্জেন্টিনা
জয়-পরাজয় খেলারই অংশ। কিন্তু কোনো কোনো জয় যেমন হৃদয়ের মণিকোঠায় চিরভাস্বর হয়ে থাকে, তেমনি কোনো কোনো হার অন্তরে কষ্টের আগুন দাউ দাউ করে জ্বালিয়ে দেয়। সহজে যায় না ভোলা। আর্জেন্টিনার এমন একটি হার ছিল ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে গ্রুপপর্বে। আর্জেন্টিনা হেরেছিল ৩-০ গোলে। একে একে আর্জেন্টিনার জালে তিনটি পেরেক ঢুকিয়ে ছিলেন রেবিচ, মডরিচ ও রাকিতিচ।
বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে আর্জেন্টিনার এটি প্রথম হার হলেও এমন নয় যে তারা এর আগে ক্রোয়েশিয়ার কাছে হারেনি। ২০০৬ সালে প্রীতি ম্যাচে আর্জেন্টিনা হেরেছিল ৩-২ গোলে। কিন্তু ২০১৮ সালে আর্জেন্টিনার হার গভীর ক্ষত হয়ে আছে এই কারণে যে, এই হারের কারণে নকআউট পর্বে উঠতে কঠিন বাধার মুখোমুখি হয়েছিল।
ক্রোয়েশিয়ার কাছে হারের আগে প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল মেসিবাহিনী। দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে আর্জেন্টিনার নকআউট পর্বে যাওয়া তখন খুবই কঠিন হয়ে উঠেছে। সমান ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ক্রোয়েশিয়া নকআউট পর্ব নিশ্চিত করে। দুই ম্যাচে নাইজেরিয়া তিন পয়েন্ট নিয়ে আর্জেন্টিনার চেয়ে সুবিধাজনক অবস্থায় ছিল। নকআউট পর্বে যাওয়ার জন্য শেষ ম্যাচে মুখোমুখি নাইজেরিয়া ও আর্জেন্টিনা। ড্র করলেই নাইজেরিয়া শেষ ষোলোতে, বাদ পড়বে আর্জেন্টিনা। তাদের সামনে জয়ের বিকল্প নেই। এমন কঠিন পথকে আর্জেন্টিনা জয় করেছিল ২-১ গোলে। শুরুতেই গোল করে সবাইকে স্বস্তি এনে দিয়েছিলেন মেসি। ৫১ মিনিটে মুসেসের গোলে খেলার সমতা আনে নাইজেরিয়া। পরে ৮৬ মিনিটে রোজোর গোলে জয় পায় আর্জেন্টিনা। চার পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে নকআউট পর্বে উঠে মেসির দল। অপরপ্রান্তে তাদের জন্য অপেক্ষা করছে দুর্ধর্ষ ফ্রান্স। দুই দল চমকপ্রদ খেলা উপহার দিয়ে ৭ গোলের ম্যাচ উপহার দেয় দর্শকদের। ফ্রান্স জিতে ৪-৩ গোলে।
গ্রিজম্যানের পেনাল্টি গোল থেকে ফ্রান্স এগিয়ে গেলেও ৪১ মিনিটে ডি মারিয়া খেলার সমতা আনার পর ৪৮ মিনিটে মারকাডুর গোলে আর্জেন্টিনা এগিয়েছিল। ৫৭ মিনিটে পাভার্ড খেলায় সমতা আনার পর ৪ মিনিটের ব্যবধানে ৬৪ থেকে ৬৮ এই সময়ে এমবাপে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে দুই গোল করলে ম্যাচ থেকে ছিটকে যায় আর্জেন্টিনা।
ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে আগুয়েরোর গোলে শুধুই সান্ত্বনা এড়িয়ে ছিল আর্জেন্টিনা। এই হারে মেসি ও তার অগণিত ভক্তদের স্বপ্নভঙ্গ হয়েছিল নকআউট পর্বের শুরুতেই। অপেক্ষার প্রহর বেড়েছিল আরও ৪ বছরের জন্য। সেই চার বছর পর শিরোপা জয়ের শেষ ধাপে উঠতে মেসির সামনে আবারও সেই ক্রোয়েশিয়া বাধা। দারুণ ফর্মে আছে আর্জেন্টিনা। ছন্দে আছেন মেসিও। গতবারের হিসাব বুঝিয়ে দিয়ে এবার তাদের ফাইনালে উঠার পালা।
এমপি/এসজি