শিরোপা জিতবে আর্জেন্টিনা: ফিলিপ লাম
কাতার বিশ্বকাপ জিততে পারে আর্জেন্টিনা-এমনটিই মনে করছেন জার্মানির সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফিলিপ লাম। তার মতে, এবারের আর্জেন্টিনা মেসি নির্ভর নয়।
২০১৪ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল লামের নেতৃত্বাধীন জার্মানি। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ছিল গোলশূন্য ড্র। অতিরিক্ত ৩০ মিনিটের ম্যাচের শেষ মুহূর্তে মারিও গোটশের গোলে শিরোপা জিতেছিল জার্মানি। হতাশ হতে হয়েছিল মেসির আর্জেন্টিনাকে।
তবে এবার কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা একটু অন্য রকম। সৌদির কাছে প্রথম ম্যাচে হারলেও এরপর টানা জয়ের ধারা ধরে রেখে সেমিফাইনালে উঠে এসেছে লাতিন আমেরিকার চ্যাম্পিয়নরা। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ফাইনালে যাওয়ার লড়াইয়ে মেসিদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ানে লেখা কলামে আর্জেন্টিনাকে জার্মানির সাবেক অধিনায়ক লাম বলেন, ‘ আমার মতে, এই বিশ্বকাপ জয়ের জন্য আর্জেন্টিনাই ফেভারিট। ২০১৪ সালে ওরা যখন মারাকানার ফাইনালে আমাদের কাছে হেরেছিল তখন মনে হতো সবকিছু সমাধানের জন্য মেসির সতীর্থরা ওর দিকেই তাকিয়ে থাকত। আর ২০২২ সালে ওরা মেসির জন্য খেলছে এবং সে তার মতো চেষ্টা করে যাচ্ছে। এই ধরনের গল্পগুলি খেলাধুলার বাইরে বাড়তি তাৎপর্য বহন করে।’
এমপি/এসআইএইচ