মেসিকে কঠোর পাহারায় রাখবে ক্রোয়েশিয়া
কাতার বিশ্বকাপের সেমিফাইনালে আগামী মঙ্গলবার রাতে মাঠে নামবে আর্জেন্টিনা। প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়াটরা আর্জেন্টিনাকে রুখতে পরিকল্পনা আটছে। তাদের মূল পরিকল্পনায় থাকছে লিওনেল মেসি। তাকে কঠোর পাহারায় রাখার হুমকি দিয়েছে মডরিচ শিবির।
চলমান বিশ্বকাপে মেসি রয়েছেন দুর্দান্ত ফর্মে। পাঁচ ম্যাচে করেছেন চারটি গোল। গোলের যোগানও দিচ্ছেন নিখুত ছন্দে। বলা হচ্ছে এই বিশ্বকাপেই মেসি তার সেরাটা দিয়ে যাচ্ছেন। ফলে প্রতিপক্ষের কাছে মেসি মানেই এখন আতঙ্ক।
তবে সেমিফাইনালের ম্যাচে মেসিকে আটকানোর পরিকল্পনায় আছে ক্রোয়েশিয়া। ক্রোয়াটদের আত্মবিশ্বাস বেড়েছে ব্রাজিলকে বিদায় করে। সে ম্যাচে তারকা ফুটবলার নেইমারকে লম্বা সময় অকার্যকর করে রাখতে পেরেছিল ক্রোয়েশিয়া। যদিও শেষ পর্যন্ত নেইমারের গোলে লিড নিয়েছিল ব্রাজিল। পরে ম্যাচে সমতা আনে ক্রোয়েশিয়া। টাইব্রেকে বিদায় নেয় ব্রাজিল।
আগামী মঙ্গলবার আর্জেন্টিনার বিপক্ষে সেমির ম্যাচে তাই মেসির দিকে মূল নজর ক্রোয়েশিয়ার। দলটির কোচ জ্লাতিক দালিচ বলেছেন, ‘মেসিকে পাহারায় রাখতে হবে, তবে প্লেয়ার-অন-প্লেয়ার স্টাইলে নয়, কারণ আমাদের সবশেষ সাক্ষাতে আমরা তা করিনি। আমরা জানি সে কতটা দৌড়ায়, সে বল পায়ে খেলতে পছন্দ করে আর এজন্য আমাদের সফল হতে রক্ষণে শৃঙ্খলা ধরে রাখতে হবে।’
তিনি আরও বলেন, আমরা ব্রাজিলের বিপক্ষে যা করেছি তার পুনরাবৃত্তি যদি করতে পারি, তাহলে আমাদের ভয় পাওয়ার কিছু নেই।’
এমএমএ/