বিশ্বকাপের সেমিফাইনালে কখনো হারেনি আর্জেন্টিনা
দেখতে দেখতে কাতার বিশ্বকাপের শেষের পথে। বিশ্বকাপের সেমিফাইনালের চার দল নিশ্চিত। এর মধ্যে রয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কিন্তু শুরুটা মোটেও ভালো হয়নি তাদের। সৌদি আরবের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ শুরু তাদের। তবে সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়ায় লিওনেল মেসি বাহিনী।
সেমিফাইনালে গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়াকে পেয়েছে আর্জেন্টিনা। যারা কোয়ার্টার ফাইনালে ফেবারিট ব্রাজিলকে হারিয়ে সেমি নিশ্চিত করেছে। এমন পরিস্থিতিতে অতীত ইতিহাস কথা বলছে আর্জেন্টিনার পক্ষে।
বিশ্বকাপের ইতিহাসে সেমিফাইনালে কখনো হারের মুখ দেখেনি আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের আগে ৪ বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সুযোগ হয় আর্জেন্টিনার।
১৯৩০ সালে বিশ্বকাপের প্রথম আসরে সেমিফাইনালে খেলেছিল আর্জেন্টিনা। এরপর ১৯৮৬, ১৯৯০ এবং সর্বশেষ ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে সেমিফাইনালে খেলেছিল আর্জেন্টিনা। সবগুলোতেই জয় পেয়েছিল তারা।
বিশ্বকাপের সেমিফাইনালে হার নেই লিওনেল মেসিরও। ২০১৪ বিশ্বকাপের সেমিতে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময়ে গোলশূন্য ড্র হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর্জেন্টাইন গোলরক্ষক সের্হিও রোমেরোর নৈপুণ্যে ফাইনালে উঠে যায় আর্জেন্টিনা। কিন্তু ফাইনালে জার্মানির কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় তাদের।
এসজি