শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

পেনাল্টি মিসের খেসারত দিল ইংল্যান্ড, সেমিতে ফ্রান্স

বর্তমান রানার্সআপ ক্রোয়েশিয়া আগেই পৌঁছে গিয়েছিল সেমিফাইনালে। এবার সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। ইংল্যান্ডের অগ্রযাত্রাকে ফ্রান্স থামিয়ে দেয় ২-১ গোলে ম্যাচ জিতে। ফ্রান্সের হয়ে দুইটি গোলই করেন জিরুড। ইংল্যান্ডের হয় পেনাল্টি থেকে একটি গোল পরিশোধ করেন হ্যারিকন। তিনি পরে আবারও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন। রোনালদোর পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো সেমিফাইনালে জায়গা করে নেওয়া মরক্কোর বিপক্ষে ১৪ ডিসেম্বর আল বায়াত স্টেডিয়ামে মুখোমুখি হবে ফ্রান্স।

আল বায়াত স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে প্রথমার্ধে ফ্রান্স ১-০ গোলে এগিয়ে ছিল। তাদের গোল মেশিন এমবাপ্পেকে এদিন চেনা রূপে দেখা যায়নি। তিনি ছিলেন কড়া মার্কিংয়ে। এই সুযোগে অপ্রতিরোধ্য হয়ে উঠেন জিরুড। দুইটি গোল করা ছাড়াও তিনি আরও একাধিক সুযোগ হাতছাড়া করেন। বারবার ইংল্যান্ডের গোলপোস্টে ভীতি ছড়ান। ইংল্যান্ডের হয়ে এ কাজটি করেছিলেন সাকা। যে গোলটি ইংল্যান্ড পেনাল্টি থেকে পেয়েছিল তা আদায় করেছিলেন সাকাই। এ ছাড়া এ দিন তাকে আটকে রাখতে বারবার হিমশিম খেয়েছে ফ্রান্সের রক্ষণভাগ।

১০ মিনিটে ডান প্রান্ত দিয়ে দেম্বেলের ক্রস থেকে বক্সের ভেতর জিরুড শুয়ে পড়ে হেড করলে তা সরাসরি গোলরক্ষক পিকফোর্ডের গ্লাভসে জমা পড়ে। ১৬ মিনিটে একটি পরিকল্পিত আক্রমণ থেকে গোল করে এগিয়ে যায় ফ্রান্স। বলটি ছিল ফ্রান্সের সীমানায়। আক্রমণে ছিলেন ইংল্যান্ডের সাকা। তা কাছ থেকে বল কেড়ে নিয়ে ফ্রান্সের একজন খেলোয়াড় বল নিয়ে বাম প্রান্ত দিয়ে উপরে উঠে আসেন। এমবাপে-গ্রিজম্যান-দেম্বেলে হয়ে বল চলে যায় পান প্রান্তে। সেখান থেকে আবার দেম্বেলে-গ্রিজম্যান হয়ে বক্সের বাইরে বল পেয় যান টিচোয়ামিনে। তিনি ডান পায়ের বুলেট শটে পিকফোর্ডকে হার মানান। পিকফোর্ড বল ধরার জন্য ডান দিকে ঝাঁপিয়ে পড়েও নাগাল পাননি। জাতীয় দলের হয়ে এটি ছিল তার দ্বিতীয় গোল

গোল হজম করার পর পরিশোধের জন্য ইংল্যান্ড মুহুর্মুহু আক্রমণ শুরু করে ফ্রান্সের সীমানায়। বিপজ্জনক হয়ে উঠেন সাকা। কিন্তু তাদের আক্রমণগুলো গিয়ে বাঁধাপ্রাপ্ত হয় ফান্সের গোলরক্ষক লরিসের কাছে। ১৯ মিনিটে লুক শ’র ফ্রি কিক সরাসরি লরিসের হাতে চলে যায়। ২৩ মিনিটে হ্যান্ডারসনের ক্রস থেকে হ্যারিকেনের চেষ্টা বাধাগ্রস্ত হয় লরিসের কাছে। ২৬ মিনিটে হ্যারিকেন একক ভাবে বল নিয়ে বক্সে ডুকার মুহূর্তে ফ্রান্সের রক্ষণভাগ কর্তৃক বাধাপ্রাপ্ত হন। ভিএআরের সহায়তা নিয়ে রেফারি পেনাল্টি চেক করেছিলেন। কিন্তু ফলাফল ইংল্যান্ডের পক্ষে আসেনি। ২৯ মিনিটে ২৫ গজ থেকে হ্যারিকেন বুলেট শট লরিস বাম দিকে ঝাঁপিয়ে পড়ে কর্নার করে রক্ষা করেন। ফুডেনের নেওয়া সেই কর্নার থেকে বক্সে জটলা সৃষ্টি হয়। গোলরক্ষক লরিস গোলপোস্টে ছিলেন না। অরক্ষিত গোল পোস্ট। শুধু পা ছুঁয়াতে পারলেই গোল। কিন্তু ইংল্যান্ডের খেলোয়াড়রা তা করতে পারেননি। সহজ সুযোগ ছিল।

ইংল্যান্ডের ক্রমাগত আক্রমণ সামলে ফ্রান্স আবার আক্রমণে যাওয়ার চেষ্টা করে। ৩৮ মিনিটে তারা ফ্রি কিক থেকে কয়েকজনের পা ছুঁয়ে বক্সের ভেতর থেকে এমবাপের বামপায়ের শট বারের অনেক উপর দিয়ে চলে যায়।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে ইংল্যান্ড গোল পরিশোধের জন্য আক্রমণের গতি বাড়িয়ে দেয়। ৫১ মিনিটে ডান প্রান্ত দিয়ে সাকার ক্রস ফ্রান্সের রক্ষণভাগের খেলোয়াড়রা ফিরিয়ে দিলেও ফিরতি বলে হ্যান্ডারসনের তীব্র শট আবারও বাধাপ্রাপ্ত হয় ফ্রান্স রক্ষণে। কিন্তু শেষ রক্ষা হয়নি। পরের মিনিটে সাকা আবারও বিপজ্জনকভাবে বক্সের ভেতর ডুকতে গেলে তাকে ফাউল করে ফেলে দেওয়া হয়। রেফারি পেনাল্টি বাঁশি বাজালে এ নিয়ে ফ্রান্সের খেলোয়াড়রা খুব একটা আপত্তি করেননি। পেনাল্টি থেকে হ্যারিকেন গোল করে সমতা আনেন। এই গোল করে হ্যারিকেন ৫৩ গোল করে সবার উপরে থাকা ওয়েন রুনির সমান হন। আর একটি গোল করলে তিনি হবেন ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলদাতা।

খেলায় সমতা আসার পর ফ্রান্স আবার আক্রমণে যেতে থাকে। নিজেদের সীমানা থেকে উঠে আসা আক্রমণ থেকে ৬১ মিনিটে রাবিয়েটের শট পিকফোর্ড পাঞ্চ করে রক্ষা করেন। পাল্টা আক্রমণ থেকে হ্যারিকেন শট লরিসে আটকা পড়ে। ৬৯ মিনিটে সাকাকে ফাউল করলে ইংল্যান্ড ফ্রি কিক পায়। ফি কিক থেকে হ্যারি মেগুউরির হেড সাইডবার ঘেষে বাইরে চলে গেলে ইংল্যান্ড নিশ্চিত গোল বঞ্চিত হয়। ৭১ মিনিটে লুক শর বামপ্রান্ত থেকে ক্রস বক্সের ভেতর থেকে সাকা সঠিকভাবে শট নিতে ব্যর্থ হলে ইংল্যান্ড এগিয়ে যাওয়ার সুযোগ হারায়। ৭৬ মিনিটে ইংল্যান্ডকে নিশ্চিত গোল হজম করার হাত থেকে রক্ষা করেন পিকফোড। বক্সের ভেতর থেমে জিরুডের বাম পায়ের ভলি শট পিডেফোর্ড পাঞ্চ করে রক্ষা করেন। পরে এই জিরুডই আবার ঘাতক হয়ে উঠেন। পরের মিনিটে বাম প্রান্ত আবার গড়ে উঠা আক্রমণ থেকে গ্রিজম্যানের ক্রস থেকে বক্সের ভেতর লাফিয়ে উঠে হেড করে পিকফোর্ডকে পরাস্ত করেন। ইংল্যান্ডের একজন খেলোয়াড় বাধা দিয়েও তাকে রুখতে পারেননি।

এই গোলের রেশ কাটতে না কাটতেই ফ্রান্সের বিপক্ষে আবারও পেনাল্টি বাঁশি বাজান রেফারি। ৮১ মিনিটে হ্যান্ডারসনকে বক্সে ফাউল করলে রেফারি ভিএআর পরীক্ষা করে পেনাল্টি দেন। কিন্তু হ্যারিকেন নেওয়া শট অবিশ্বাস্যভাবে বারে অনেক উপর দিয়ে চলে গেলে ইংল্যান্ডের আকাশে কালো মেঘ এসে ভর করে। গোলটি করতে পারলে তিনি ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলদাতা হতে পারতেন। ইনজুরির টাইমের শেষ সময়ে ফ্রি কিক থেকে রাশফোর্ডের শট ক্রস বার কাঁপিয়ে চলে গেলে ইংল্যান্ডের শেষ সুযোগ হাতছাড়া হয়। সেমিতে যাওয়ার আনন্দে মেতে উঠে ফরাসীরা। ইংল্যান্ড শিবিরে তখন হতাশার চাদরে মুড়া।

এমপি/আরএ/

Header Ad

৩ মাসে জ্বালানি খাতে সাশ্রয় হয়েছে ৩৭০ কোটি টাকা : জ্বালানি উপদেষ্টা

ছবি: সংগৃহীত

প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের ৩ মাসে জ্বালানি খাতে ৩৭০ কোটি টাকা সাশ্রয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর হোটেল ওয়েস্টিনে শিল্প খাতে জ্বালানি সংকট নিয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) আলোচনা সভায় এ কথা জানান তিনি।

মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, নবায়নযোগ্য জ্বালানির দিকে এগিয়ে যেতে হবে। চলতি সপ্তাহে ৪০টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের দরপত্র দেওয়া হবে।

তিনি বলেন, পাবলিক সেক্টরে প্রতিযোগিতার অভাব রয়েছে। টিকে থাকতে হলে ঘুষ বাণিজ্য থেকে বের হতে হবে। সরকারি ক্রয়কে প্রতিযোগিতার মধ্যে আনার প্রয়োজন রয়েছে। সরকারের সঙ্গে সখ্য করে আর ব্যবসা হবে না। ভালো ব্যবসায়ীদের জন্যই উপযোগিতা তৈরি করা হবে।

Header Ad

জুটি বাধলেন মিঠুন চক্রবর্তী-আফসানা মিমি

ছবি: সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর সাথে এবার জুটি বাধলেন বাংলাদেশের তারকা অভিনেত্রী আফসানা মিমি। বিপ্লবী দীনেশ গুপ্তর জীবনকাহিনি নিয়ে এই সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মানসমুকুল পাল।

জানা গেছে, হুমায়ূন আহমেদের একটি উপন্যাসকে কেন্দ্র করে সিনেমা বানাবেন নির্মাতা মানসমুকুল পাল। আগামীতে সেই সিনেমাতেই দেখা যাবে মিঠুনকে। শোনা যাচ্ছে, অভিনেতার বিপরীতে দেখা যেতে পারে বাংলাদেশি অভিনেত্রী আফসানা মিমিকে। যদিও নিশ্চিত করে কিছু জানাননি নির্মাতা। তবে ভারতের জাতীয় পুরস্কারজয়ী এই পরিচালক চিত্রনাট্য লেখার আগে বাংলাদেশ ভ্রমণ করবেন।

মূলত সিনেমার চিত্রনাট্য লেখার আগে হুমায়ূন আহমেদের উপন্যাসে থাকা জায়গাগুলো নিজে ঘুরে দেখতে চান মানসমুকুল। ভারতীয় গণমাধ্যমে এ প্রসঙ্গে নির্মাতা বলেন, হুমায়ূন আহমেদের যে উপন্যাস অবলম্বনে চিত্রনাট্য লেখা শুরু করছি তাতে বাংলাদেশের একাধিক জায়গার উল্লেখ রয়েছে।

তাই ঢাকা, কিশোরগঞ্জসহ অন্যান্য জায়গায় যাওয়ার কথা আছে। সেই জায়গাগুলো নিজে দেখলে উপলব্ধি থাকবে, আর তাতে চিত্রনাট্য লেখার কাজও সহজ হবে।

শুধু জায়গা পরিদর্শন নয়, বাংলাদেশে এসে অভিনেত্রী আফসানা মিমির সঙ্গেও দেখা করবেন মানসমুকুল। তিনি এ-ও জানান, সিনেমার অধিকাংশ শুটিং বাংলাদেশে হবে। কিন্তু এখনই নয়। বর্তমানে মানসমুকুলের হাতে ৩টি সিনেমার কাজ রয়েছে। সেসব চলচ্চিত্র শেষ করে তবেই তিনি এই সিনেমার কাজ শুরু করবেন।

Header Ad

দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই : তারেক রহমান

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তারেক রহমান বলেন, সব রাজনৈতিক দল মিলে আমরা এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছি। দেশের মানুষের হাতে ক্ষমতা ফিরে যেতে নির্বাচন প্রয়োজন।

তিনি বলেন, দেশের উন্নয়নের জন্য আরও ২ বছর আগে সংস্কারের প্রস্তাব ৩১ দফা দিয়েছি আমরা। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। একজন শুরু করবে, আরেকজন টেনে নিয়ে যাবে। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ও সত্যিকারের নির্বাচন আয়োজন করতে পারলে, জনগণ তবেই জনপ্রতিনিধি বাছাই করতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

নির্বাচন সম্পর্কে তিনি বলেন, অনেকের মনে প্রশ্ন আমরা কেন বারবার নির্বাচনের কথা বলছি। আমরা বিশ্বাস করি, অন্তর্বর্তী সরকার একটি নির্বাচন আয়োজন করতে পারবে। এর ফলে সংসদের যারা জনপ্রতিনিধি বাছাই হয়ে আসবে, তারা সংসদে বসে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারবে, কীভাবে দেশের প্রত্যেকটি সেক্টরের সমস্যা সমাধান করা যায়। সকল সংস্কার বাস্তবায়ন সম্ভব প্রকৃত ও সত্যিকারের একটি নির্বাচনের মাধ্যমে।

নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, দায়িত্ব নিতে হলে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দায়িত্বশীল ভূমিকা পালন করতে আশপাশের মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে। যদি এই প্রত্যাশা পূরণ করতে পারা যায়, তবেই মানুষ আপনাদের দায়িত্ব দিবে, অন্যথায় দ্বিতীয়বার ভাববে।

এর আগে শনিবার সকাল সাড়ে ১০টায় সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবুর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপি খুলনা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল প্রমুখ।

Header Ad

সর্বশেষ সংবাদ

৩ মাসে জ্বালানি খাতে সাশ্রয় হয়েছে ৩৭০ কোটি টাকা : জ্বালানি উপদেষ্টা
জুটি বাধলেন মিঠুন চক্রবর্তী-আফসানা মিমি
দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই : তারেক রহমান
২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের আশঙ্কা
অক্টোবরে সড়কে প্রাণ গেছে ৪৭৫ জনের
গায়ানায় দলের সঙ্গে যোগ দিলেন সাকিব
আইপিএল নিলামের আগেই নিষিদ্ধ হলেন ভারতের ২ ক্রিকেটার
গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু
কবে বিয়ে করবেন জানালেন তামান্না ভাটিয়া
পঞ্চগড়ে ৫০০ টাকায় সন্তান বিক্রি, অতঃপর যা ঘটল...
অ্যান্টিগায় প্রথম দিন শেষে স্বস্তিতে টাইগাররা
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পরীমণির প্রথম স্বামী
বিচারের আগে আ.লীগের মাঠে থাকার সুযোগ নেই: উপদেষ্টা নাহিদ
মাকে হত্যার পর থানায় হাজির ছেলে
৮ ক্রিকেটারসহ ৯ জনকে নিষিদ্ধ করলো বিসিবি
উপদেষ্টাদের যাচ্ছেতাই কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না: রিজভী
ভিসা কবে উন্মুক্ত করবে সেটা ভারতের নিজস্ব ব্যাপার: হাসান আরিফ
জুরাইন রেলক্রসিং ছাড়লেন রিকশাচালকরা, ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
পাঁচ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা
সাফজয়ী নারী ফুটবলার আইরিনকে নওগাঁয় সংবর্ধনা